Tag Archives: England vs Australia

Viral Video: মাঠে Eng vs Aus , গ্যালারিতে স্ত্রী-র সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরাবন্দি মিচেল স্টার্ক

#মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের স্ত্রী-র সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের (Personal Moment) ভাইরাল ভিডিও (Viral Video) এখন ইন্টারনেটে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে৷  মাঠে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের (Australia vs England) মহিলাদলের মধ্যে অ্যাশেজের একমাত্র টেস্ট ম্যাচ চলছিল৷ সেই সময় গ্যালারিতে হাজির ছিলেন মিচেল স্টার্ক   (Mitchell Starc) ও তাঁর সুন্দরী ক্রিকেটার  স্ত্রী এলিসা হিলি  (Alyssa Healy)৷ গ্যালারিতে নিজেদের ব্যক্তিগত মুহূর্ত যখন শেয়ার করছিলেন তখন ক্যামেরার চোখে পড়ে যান তাঁরা৷ আর সেই সুন্দর , মিষ্টি ব্যক্তিগত মুহূর্ত এখন ভাইরাল (Viral Video)৷

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের (Australia vs England) মহিলাদলের মধ্যে অ্যাশেজের একমাত্র টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ২৫৭ রানের লক্ষ্য দেয়৷ এই ম্যাচ খুবই রোমাঞ্চকর ছিল৷ অজি পেসার মিচেল স্টার্ক ও তাঁর ক্রিকেটার স্ত্রী হিলি দুজনেই জাতীয় দলের জার্সিতে খেলেন৷ হিলি বিস্ফোরক ব্যাটসম্যান৷ দুজনেই এই ভাইরাল ভিডিও ঘটনার একদিন  আগেই অস্ট্রেলিয়ার সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন৷

আরও পড়ুন –Love and Sex: গভীর ও মজবুত হবে সম্পর্ক, প্রেম মাখোমখো করতে এই ধরনের করুন কাপল থেরাপি!

দেখে নিন সেই রোমান্টিক ভাইরাল ভিডিও৷

স্টার্ক পুরুষ বিভাগে ১৫ ভোট পেয়ে সেরা হন আর হিলি তাঁর বিভাগে ১৩ ভোট পেয়ে সেরা হয়েছেন৷ হিলি এই নিয়ে তৃতীয় বার মহিলা ক্রিকেটে বর্ষসেরা হলেন৷ এই দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের ব্যক্তিগত মুহূর্তের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে৷ মহিলাদের অ্যাশেজ ম্যাচের দরুণ দুজনে গ্যালারিতে একদম একান্তে ডোনাট ভাগ করে খাচ্ছিলেন৷ পাশাপাশি চুটিয়ে গল্প করছিলেন দুজনেই৷

আরও পড়ুন –Protest against Covid 19: কোভিড ১৯-র নিয়ম লাগু করা নিয়ে বিদ্রোহে উত্তাল কানাডা, গুপ্ত স্থানে লুকোলেন প্রধানমন্ত্রী

এই সময়ে হিলি , স্টার্ককে ডোনট খেতে দেন৷ স্টার্ক তাঁর স্ত্রীর হাত থেকে ডোনাটটি নিয়ে দুটি টুকরো করেন৷ একটি ভাগ তিনি তাঁর স্ত্রী হিলিকে ফিরিয়ে দেন৷ আর বাকি অর্ধেক নিজে খেতে শুরু করেন৷ স্বামী-স্ত্রী-র মধ্যে বিভিন্ন ছোট ছোট ঘটনায় প্রেম ফুটে ওঠে, আর এইভাবে খাবার শেয়ার করে খাওয়ায় তাঁদের দাম্পত্যের প্রেম দারুণভাবে ফুটে উঠেছে৷ আর  ফ্যানরা বারবার স্টার্ক ও হিলির এই প্রেম দেখে তাকে ভাইরাল ভিডিও বানিয়ে দিয়েছেন৷

এদিকে মিচেল স্টার্ক অ্যালেন বর্ডার মেডেলও জিতেছেন এই মেডেল পাওয়া তিনি অস্ট্রেলিয়ার পঞ্চম পেসার৷

Ashes Sydney Test : নিয়মরক্ষার অ্যাশেজে হোয়াইটওয়াশের লক্ষ্যে ঝাঁপাচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে জেতানোর শপথ ক্রলির

#সিডনি: প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আশানুরূপ প্রদর্শন করতে পারেনি অজিরা। তাই এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অ্যাশেজ হোয়াইটওয়াশের জন্য ঝাঁপাচ্ছে অস্ট্রেলিয়া। এমনটাই জানালেন অস্ট্রেলিয়া অফ স্পিনার নাথান লায়ন। চলতি অ্যাশেজ ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আগ্রাসনের সামনে সিরিজে এখনো পর্যন্ত দাঁড়াতে পারেনি ইংল্যান্ড।

আরও পড়ুন – Pro Kabaddi League Bengal Warriors : তিন ম্যাচে হারের পর জয়পুরকে হারাল বেঙ্গল ওয়ারিয়র্স, জয় পাটনার

লায়ন জানালেন, অস্ট্রেলিয়ার হয়ে যখন মাঠে নামি কোনো ম্যাচকেই আমি নিয়মরক্ষার ম্যাচ বলে মনে করি না। আমাদের লক্ষ্য আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হবে, তার জন্য আমাদের অ্যাশেজ ৫-০ করতে হবে। অ্যাশেজ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ। কিন্তু আমি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে চাই। সেখানে পৌছতে হলে এখনো অনেকটা পথ অতিক্রম করতে হবে আমাদের।

আরও পড়ুন – BCCI postpones domestic tournament : ভিলেন ওমিক্রন ! পিছিয়ে গেল রঞ্জি সহ একাধিক ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে অস্ট্রেলিয়া। তিন টেস্টে কার্যত গো হারা হারার পর নিজেদের সম্মান রক্ষার জন্য বাকি দুই টেস্টে ইংল্যান্ড মরিয়া থাকবে বলে মনে করেন লায়ন। লায়নের কথায়, আমাদের এখন বিশ্রাম নেওয়ার সময় নেই। আমাদের আরো উন্নতি করতে হবে। এদিকে অ্যাশেজে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি।

২০২১ এর খারাপ ফর্ম দূরে সরিয়ে রেখে নতুন বছরে সিডনি টেস্টে সেঞ্চুরি করবেন বলে দাবি করেছেন তিনি। ররি বার্নসের জায়গায় মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দলে সুযোগ পান ক্রলি। কিন্তু ঐ টেস্টে দুই ইনিংসেই তার অবদান একেবারেই বলার মত ছিল না। কিন্তু সিডনিতে বড় রানের আশা করছেন তিনি। তার কথায় অস্ট্রেলিয়ার বোলারদের ভয় পেলে চলবে না, পাল্টা তাদের আক্রমণ করতে হবে।

তার কথায় আমরা কয়েকজন প্রথম অ্যাশেজ সফরে অস্ট্রেলিয়ায় খেলছি। ফলে অস্ট্রেলিয়ার বোলারদের কিছুটা অতিরিক্ত সতর্ক হয়ে খেলেছি। কিন্তু এতটাও সতর্ক হওয়ার কিছু হয়নি। তারা সকলেই দক্ষ বোলার। কিন্তু রুট ও মালান যখনই পার্টনারশিপ গড়েছে তাদেরকে মোটেই ভয়ানক লাগেনি। আগামী টেস্টে আমি আরো আত্মবিশ্বাসী হয়ে নামব। কারণ আমি জানি এই সপ্তাহে সিডনিতে আমি সেঞ্চুরি করতে পারি।