Tag Archives: Film Industry

Virat Kohli: কোহলির জীবনে নতুন ইনিংস! ক্রিকেট ছেড়ে এবার ‘অন্য’ পেশায় বিরাট? সামনে এল বড় খবর

দেড় দশকের বেশি সময় ধরে ব্যাট হাতে ২২ গজে রাজত্ব করেছেন বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছেন ভিকে। ইতিমধ্যেই টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেম বিরাট। ক্রিকেট কেরিয়ারে একেবারে সায়াহ্নে চলে এসেছেন তিনি। তবে ক্রিকেট থেকে অবসরের পর কি অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন বিরাট কোহলি? শুরু জোর জল্পনা।

ক্রিকেটের পাশাপাশি মাঠে একাধিকবার ভাইরাল হয়েছে বিরাট কোহলির ডান্স। মাঠের বাইরেও একাধিক পার্টিতে কোহলির ডান্স স্টেপ মন জিতে নিয়েছে ফ্যানেদের। কোনও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সময় কোহলির অভিনয় দক্ষতাও প্রশংসিত হয়েছে বহুবার। কোহলি বড় পর্দায় আসলে তাঁর ফ্যানের অভাব থাকবে না সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে কি সত্যিই বিরাট কোহলির কি সিনেমায় আসা উচিত? এই বিষয়ে এক পডকাস্টে জবাব দিয়েছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা।

মুকেশ ছাবরা মনে করেন,”বিরাট খুব ভাল মানুষ। মজার মানুষ। অভিনয় দক্ষতাও ভাল। নাচের দক্ষতাও যথেষ্ট। এছাড়া একজন বাবা ও স্বামী হিসেবেও সকলের সম্মান আদায় করে নিয়েছেন। দেশকে গর্বিত করার জন্যও তিনি অনেক কিছু করেছেন। সাফল্যকে কীভাবে মানিয়ে চলতে হয় তা দেখিয়ে দিয়েছেন কোহলি। তবে তিনি যেখানে রয়েছে তার সেখানেই থাকা উচিত। সিনেমায় না আসাই ভাল।”

আরও পড়ুনঃ India vs Bangladesh: দলে ৪ ওপেনার! বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে টিম ইন্ডিয়ার ওপেনিংয়ে বড় বদল? জানুন বিস্তারিত

প্রসঙ্গত, এর আগে একাধিক ভারতীয় ক্রিকেটারকে অভিনয় দুনিয়ায় পা রাখতে দেখা গিয়েছে। সেই তালিকায় রয়েছে অজয় জাদেজা, সলিল আঙ্কোলা সহ আরও একাধিক নাম। এবার ক্রিকেটকে বিদায় জানানোর পর নিজের কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে কোহলি কী বেছে নেন সেটাই দেখার।

Rahool Mukherjee: স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক

কলকাতা: টলিপাড়ায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে জট এখনও কাটল না৷ শনিবার থেকেই তাঁর নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। সেইমতো পরিচালক এবং অভিনেতারা সময়ে পৌঁছেও গিয়েছিলেন৷ কিন্তু টেকনিশিয়ানরা কেউ-ই ফ্লোরে আসেনননি।

রাজ চক্রবর্তী জানিয়েছেন, এই বিষয়ে জানিয়েছিলেন, দু’দিনের মধ্যে সমাধান না হলে সোমবার থেকে পরিচালকরাও ফ্লোরে আসবেন না।

আরও পড়ুন: সাপের বিষের প্রতিরোধক তৈরি হোক রাজ্যেই, দাবি বিধায়ক নওশদ সিদ্দিকির

সেই রেশ টেনেই আজ সোমবার, সকাল থেকেই বন্ধ টালিগঞ্জের স্টুডিওগুলি। প্রত্যেকটি শুটিং ফ্লোর-ই ফাঁকা। কোন ইউনিটই আজকে কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি 1-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই আজকে বন্ধ রয়েছে।

টেকনিশিয়ান স্টুডিওগুলিতে প্রতিদিন সকাল থেকেই মেগা ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যায়। গতকাল রাত দুটো অব্দি ডবল শিফটে কাজ করা হয়েছে। আজ থেকে পরিচালকরা কর্মবিরতিতে যাওয়ায় বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজের কোন ইউনিট-ই আজকে কোনও শুটিং রাখেনি।

আরও পড়ুন: নীতি আয়োগে বলতে ‘বাধা’ মমতাকে, সংসদের ভিতরে-বাইরে সোমবার থেকে লড়াই শুরু তৃণমূলের

ফলে অনিশ্চিত হয়ে পড়েছে টলিপাড়ার ভবিষ্যৎ৷ বর্তমানের শুটিংয়ের পরিস্থিতিও ঘোর সংকটের মুখে৷ এই অবস্থায় চিন্তার ভাজ পড়েছে আর্টিস্ট থেকে কলাকুশলী, প্রত্যেকের চোখে-মুখে৷

এই পরিস্থিতে NT 1 স্টুডিওতে আরও এক চিত্র ধরা পড়ল। সেখানে ওটিটি সিরিজ ‘ মহালয় মহামায়া’ শুটিংয়ের কল টাইম দেওয়া হয়েছিল৷ কিন্তু পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় ফ্লোরে না আসায় এখানেও শুটিং স্তব্ধ রয়েছে।

যদিও টেকনিশিয়ান এবং ইউনিটের অন্যান্য সদস্যরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন। কিন্তু পরিচালক না আসায় শুটিং শুরু করা যায়নি। এই সিরিজে অভিনেত্রী রাজনন্দিনী পাল ও অভিনেতা রোহন ভট্টাচার্যের অভিনয় করার কথা রয়েছে।

এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত রয়েছে, তাতে বিকেল চারটেতে এই পরিস্থিতি নিয়ে ফেডারেশনের মিটিং রয়েছে।