Tag Archives: Goalkeeper

Viral Video: গোলের একপ্রান্ত থেকে শট, অপর প্রান্তে জালে বল, অবিশ্বাস্য গোল করলেন আর্জেন্টিনার গোলকিপার

শুক্রবার বিশ্বকাপের পর পানামার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে আর্জেন্টিনা। মেসিদের ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে নীল-সাদা ফ্যানেদের। কিন্তু আর্জেন্টিনা মাঠে নামার আগেই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন মেসির দেশের গোলকিপার। গোলের এক প্রান্ত থেকে শট নিয়ে অপর প্রান্তে সোজা গোল করলেন তিনি। ক্লাব ফুটবলে এমন অবাক করা ঘটনা ঘটলানে লিয়ান্দ্রো রেকুয়েনা। যা এখও পর্যন্ত সবথেকে বেশি দূর থেকে করা গোলের তকমাও পেয়েছে।

চিলির ফুটবল লিগে কর্ডোবার হয়ে খেলেন লিয়ান্দ্রো রেকুয়েনা। কোলো-কোলোর বিরুদ্ধে ম্যাচে এই অদ্ভূত গোল করেন তিনি। ম্যাচে ২-০ গোলে আগেই এগিয়ে ছিলেন কর্ডোবা। ম্যাচের ৭৭ মিনিটে নিজের বক্স থেকে সতীর্থকে পাসসদেওয়ার জন্য লম্বা শট নেন লিয়ান্দ্রো। সেই শটের সময় প্রতিপক্ষের গোলকিপার বক্স থেকে কিছুচা এগিয়ে ছিল। লিয়ান্দ্রোর শটে এতটাই জোর ছিল যে সতীর্থের মাথা টপকে কোলো-কোলোর গোলরক্ষক ব্রায়ান কর্টেসের মাথার উপর দিয়ে সোজো গোলে ঢুকে যায়।

আরও পড়ুনঃ আরও একবার আইপিএলে আগুন ধরাতে প্রস্তুত আবেশ খান, ছেলের সাফল্য গর্বিত বাবা-মা

এমন অদ্ভূত গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এমন গোল করার পর সতীর্থরা তাকে ঘিরে উল্লাস করতে শুরু করে। এই গোলের পর রেকুয়েনা বলেছেন,”আমাদের দুই ফুটবলার ওদের অর্ধে ছিল। তাদের পাস দিতে গিয়েছিলাম। কিন্তু কব্রেসাল স্টেডিয়াম ২৪০০ মিটার উচ্চতায় রয়েছে। তাই বলের বাউন্স একটু বেশি হয়েছে। ওদের গোলরক্ষক সেটা ধরতে পারেনি।” এছাড়া এতদিন পর্যন্ত সবথেকে দূর থেকে করা গোলের দূরত্ব ছিল ১০৪ গজ। লিয়ান্দ্রো ১১০ গজ দূরত্ব থেকে গোল করে সেই রেকর্ড নিজের নামে করল।