Tag Archives: Gram Panchayat

Panchayat Department: ডেডলাইনের মধ‍্যেই খরচ করতে হবে টাকা! ‘বরাদ্দ অর্থ’ নিয়ে কড়া নির্দেশ পঞ্চায়েত দফতরের

কলকাতা: পঞ্চদশ অর্থ কমিশনের টাকা নিয়ে বিশেষ বৈঠক করল রাজ‍্যের পঞ্চায়েত দফতর। আগামী ১৫ দিনের মধ্যে গ্রামীণ প্রকল্পের টেন্ডার চূড়ান্ত করতে হবে, নির্দেশ দিল রাজ‍্যের পঞ্চায়েত দফতর। উন্নয়ন নিয়ে দেওয়া আরও একাধিক নির্দেশ। অব‍্যবহৃত টাকা খরচ করার জন‍্য বেঁধে দেওয়া হল ডেডলাইন।

সূত্রের খবর অনুযায়ী, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় হাওড়ার শরৎ সদনে। সেই বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত দফতরের নির্দেশ অনুযায়ী, ১৫ দিনের মধ্যে গ্রামীণ প্রকল্পের টেন্ডার চূড়ান্ত করার পাশাপাশি ১৫ ই অগাস্টের মধ্যে ওই অব্যবহৃত টাকা ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: প্লেনের টায়ারেও কি হাওয়া ভরা থাকে? রবার দিয়েই তৈরি…নাকি অন্যকিছু, জানেন না ৯৯% শতাংশ মানুষ

প্রসঙ্গত কেন্দ্র টাকা বরাদ্দ করলেও গ্রামীণ প্রকল্পের উন্নয়নে টাকা খরচে ব্যর্থ হয় একাধিক জেলা। তারপরেই নড়েচড়ে বসল রাজ্যের পঞ্চায়েত দফতর।

সূত্রের খবর অনুযায়ী, মোট ৯১ টি ব্লকের বিডিওদের এদিনের বৈঠকে আসতে বলা হয়। গ্রামীণ প্রকল্পে উন্নয়নের জন্য কেন্দ্র থেকে যে টাকা বরাদ্দ করা হয় তা খরচ করতে ব‍্যর্থ একাধিক জেলা। ৩১২৩ কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করলে মাত্র ২৭ শতাংশ টাকা খরচ করা হয়েছে। তাই এবার একেবারে ডেডলাইন দিয়েই টাকা খরচের নির্দেশ দেওয়া হল পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে।