Tag Archives: GRP

যুবকের সঙ্গে ৪ নম্বর প্ল্যাটফর্মে চুপচাপ বসে এক নাবালিকা, জিআরপি-এর জিজ্ঞাসাবাদে বড়সড় রহস্যের পর্দাফাঁস

চেন্নাই, কোয়েম্বাটুর: রেলের কাছে স্টেশনের নিরাপত্তা সবার আগে। এর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। প্ল্যাটফর্মে চব্বিশ ঘণ্টা মোতায়েন থাকে জিআরপি (GRP) এবং আরপিএফ (RPF)। গ্রাহকদের নিরাপত্তা এবং স্টেশন ও প্ল্যাটফর্মকে অপরাধমুক্ত রাখাই মূল উদ্দেশ্য।

সম্প্রতি কোয়েম্বাটুর স্টেশনে টহল দিচ্ছিলেন এক জিআরপি জওয়ান। তখনই তাঁর নজর পড়ে ৪ নম্বর প্ল্যাটফর্মে। এক যুবক এবং এক তরুণীর সঙ্গে চুপচাপ বসে রয়েছে এক নাবালিকা। এই দৃশ্য দেখেই সতর্ক হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। জিজ্ঞাসাবাদে বড় ঘটনা সামনে এসেছে।

আরও পড়ুন– একই নামের তিনটি সিনেমা! তিনটিই ঝড় তুলেছিল বক্স অফিসে, বলিউডের এই কাহিনি আপনাকেও অবাক করবে

রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর এক বাসিন্দা পুজল থানায় নাবালিকা কন্যার নিখোঁজ ডায়রি করেন। পুলিশ অন্যান্য থানা এবং রেলওয়ে পুলিশকে ১৭ বছর বয়সী মেয়ের ছবি পাঠিয়ে দেয়। বলা হয়, নাবালিকার খোঁজ মিললে যেন পুজল থানাকে জানানো হয়।

জিআরপির এক জওয়ান কোয়েম্বাটুর স্টেশনে টহল দিচ্ছিলেন। তিনি দেখেন, এক পুরুষ এবং মহিলার সঙ্গে চুপচাপ বসে রয়েছে এক নাবালিকা। তাঁর সন্দেহ হয়। তিনি তৎক্ষণাৎ স্টেশনে খবর পাঠান। কিছুক্ষণের মধ্যেই জিআরপি দল এসে নাবালিকা সহ দু’জনকে আটক করে।

আরও পড়ুন– ৫ কোটি বিনিয়োগকারীর ৪৫ হাজার কোটি টাকার কী হবে? প্রয়াত পার্লস গ্রুপের প্রতিষ্ঠাতা নির্মল সিং ভাঙ্গু

জানা গিয়েছে, এই মেয়েটিই সেই নিখোঁজ নাবালিকা। ২৪ বছর বয়সী বয়ফ্রেন্ড এবং ২২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে তিনি ঘর ছেড়েছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকেই পুজল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নাবালিকাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁর মা-বাবার কাছে।

পুলিশ জানিয়েছে, ইনস্টাগ্রামে কালাদিপেটের বাসিন্দা ২৪ বছর বয়সী এক যুবকের সঙ্গে আলাপ হয় নাবালিকার। প্রথমে বন্ধুত্ব। সেখান থেকে ধীরে ধীরে প্রেম। এরপর দু’জনে বিয়ের সিদ্ধান্ত নেন। ১১ অগাস্ট প্রেমিকের হাত ধরে ঘর ছাড়েন নাবালিকা। এই দু’জনের সঙ্গে ২২ বছর বয়সী এক তরুণীও নিখোঁজ হন।

পরদিন নাবালিকার বাড়ির লোক পুজল থানায় অভিযোগ জানান। অভিযোগ জানানো হয় নিখোঁজ তরুণীর পরিবারের তরফেও। সঙ্গে সঙ্গেই তৎপর হয় পুজল পুলিশ। শুরু হয় তদন্ত। শেষ পর্যন্ত কোয়েম্বাটুর স্টেশনে তিনজনের হদিশ পায় জিআরপি।