Tag Archives: Happy raksha bandhan

Raksha Bandhan: জরুরি কিন্তু! কতক্ষণ বেঁধে রাখতে হয় রাখি? কতদিন পর খোলা যাবে হাত থেকে? রাখি পূর্ণিমার আগে জেনে নিন

বুধবার থেকে শুরু হচ্ছে শ্রাবণমাস৷ এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাখি পূর্ণিমা৷
বুধবার থেকে শুরু হচ্ছে শ্রাবণমাস৷ এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাখি পূর্ণিমা৷
এ বছর রাখি পূর্ণিমা পালিত হবে ১৯ অগাস্ট, সোমবার৷
এ বছর রাখি পূর্ণিমা পালিত হবে ১৯ অগাস্ট, সোমবার৷
হাতে আর এক মাসও নেই। তারপরেই রাখিবন্ধন। রাখি পূর্ণিমা তিথি শুরু হবে ১৮ অগাস্ট ও ১৯ অগাস্টের সন্ধিক্ষণে রাত ৩.০৪ মিনিটে৷
হাতে আর এক মাসও নেই। তারপরেই রাখিবন্ধন। রাখি পূর্ণিমা তিথি শুরু হবে ১৮ অগাস্ট ও ১৯ অগাস্টের সন্ধিক্ষণে রাত ৩.০৪ মিনিটে৷
এ বছর রাখি পরানোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১.০৩ মিনিটে৷
এ বছর রাখি পরানোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১.০৩ মিনিটে৷
ভাই এবং বোন উভয়েই খুব ভোরে ঘুম থেকে উঠে, স্নান করে এবং নতুন পোশাক পরে এই দিনটি উদযাপন করেন৷
ভাই এবং বোন উভয়েই খুব ভোরে ঘুম থেকে উঠে, স্নান করে এবং নতুন পোশাক পরে এই দিনটি উদযাপন করেন৷
ভাইবোনের ভালবাসার বন্ধন উদযাপন করা সুন্দরতম উৎসব রাখিবন্ধন। বাজারে ইতিমধ্যেই নানা রঙের, নানা ধরনের রাখির ছড়াছড়ি! প্রতি বছর অনেকেই অভিনব এবং রঙিন রাখি কেনেন৷ তবে রাখি কতক্ষণ হাতে রাখতে হবে তা নিয়ে কিন্তু নানা মত রয়েছে৷
ভাইবোনের ভালবাসার বন্ধন উদযাপন করা সুন্দরতম উৎসব রাখিবন্ধন। বাজারে ইতিমধ্যেই নানা রঙের, নানা ধরনের রাখির ছড়াছড়ি! প্রতি বছর অনেকেই অভিনব এবং রঙিন রাখি কেনেন৷ তবে রাখি কতক্ষণ হাতে রাখতে হবে তা নিয়ে কিন্তু নানা মত রয়েছে৷
যদিও রাখি হিন্দু সংস্কৃতিতে একটি ব্যাপকভাবে উদযাপিত উৎসব, তবে অনেকেই জানেন না যে রাখি কখন খুলে নেওয়া উচিত। হিন্দু শাস্ত্র অনুসারে, এর তেমন কোনও নির্দিষ্ট সময় নেই৷ অনেকসময় পুরোটাই ভাইয়ের বিবেচনার উপর নির্ভর করে। আবার মহারাষ্ট্রীয় সংস্কৃতিতে বলা হয় যে ভাইকে রাখিপূর্ণিমার দিন থেকে ১৫ দিন ধরে রাখি পরতে হবে।
যদিও রাখি হিন্দু সংস্কৃতিতে একটি ব্যাপকভাবে উদযাপিত উৎসব, তবে অনেকেই জানেন না যে রাখি কখন খুলে নেওয়া উচিত। হিন্দু শাস্ত্র অনুসারে, এর তেমন কোনও নির্দিষ্ট সময় নেই৷ অনেকসময় পুরোটাই ভাইয়ের বিবেচনার উপর নির্ভর করে। আবার মহারাষ্ট্রীয় সংস্কৃতিতে বলা হয় যে ভাইকে রাখিপূর্ণিমার দিন থেকে ১৫ দিন ধরে রাখি পরতে হবে।
ভাইকে রাখি না বাঁধা পর্যন্ত বোন বা দিদিরা উপোস করে থাকেন। এই রীতিই চলে আসছে পরম্পরায়৷
ভাইকে রাখি না বাঁধা পর্যন্ত বোন বা দিদিরা উপোস করে থাকেন। এই রীতিই চলে আসছে পরম্পরায়৷
কয়েক দানা দানা চাল ভাইয়ের ওপর ছড়িয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। তবে এই রীতি বাঙালিদের মধ্যে তেমন প্রচলিত নয়। অবাঙালিরা মূলত এই রীতি অনুসরণ করেন।  
কয়েক দানা দানা চাল ভাইয়ের ওপর ছড়িয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। তবে এই রীতি বাঙালিদের মধ্যে তেমন প্রচলিত নয়। অবাঙালিরা মূলত এই রীতি অনুসরণ করেন।
 এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্‍সব পালিত হয়।
এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্‍সব পালিত হয়।