Tag Archives: Hrithik Roshan

Hrithik Roshan: ‘তিনি এখনও আমাকে অনুপ্রাণিত করেন’, রাকেশ রোশনের জন্মদিনে আবেগঘন বার্তা পুত্র হৃতিকের

মুম্বই : আন্তরিক বার্তায় রাকেশ রোশনকে (Rakesh Roshan) তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন পুত্র হৃতিক (Hrithik Roshan) ৷ ট্যুইটারে লিখলেন, ‘‘তাঁর ছেলে হওয়ার শ্রেষ্ঠতম দিক হল, তিনি এখনও আমাকে অনুপ্রাণিত করেন ৷ আমার ভিতরের অসম্ভব সত্তাকে বিশ্বাস করতে শেখায় সেই অনুপ্রেরণা৷’’ বাবার ৭২ তম জন্মদিনে হৃতিকের আশা, তিনিও পরবর্তীতে বাবার মতোই শক্ত মানসিকতার অধিকারী হবেন ৷

প্রসঙ্গত রাকেশের জন্ম ১৯৪৯ সালের ৬ সেপ্টেম্বর ৷ প্রথম ছবিতে অভিনয় ১৯৭০ সালে ৷ তিনি আত্মপ্রকাশ করেন ‘ঘর ঘর কি কহানি’ ছবিতে ৷ সে সময় বলিউডে অমিতাভ বচ্চন, রাজেশ খন্নার মতো মহাতারকার ভিড়েও নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন ৷ রোম্যান্টিক ছবিতে রাকেশ ছিলেন অনেক পরিচালকেরই প্রথম পছন্দ ৷ ‘বুনিয়াদ’, ‘নফরত’, ‘ত্রিমূর্তি’, ‘জখমি’, ‘খেল খেল মেঁ’, ‘প্রিয়তম’, ‘দেবতা’, ‘আহূতি’, ‘খুবসুরত’, ‘খট্টা মীঠা’, ‘হকদার’, ‘জিনে কি আরজু’, ‘হমারি বহু অলকা’, ‘এক অউর সিকন্দর’, ‘বহুরানি’, ‘কালা বাজার’, ‘বহুরনি’-সহ অসংখ্য ছবিতে তাঁর অভিনয় দাগ কেটে গিয়েছে দর্শকদের মনে ৷

পরিণত বয়সেও রাকেশ পাল্লা দিয়ে অভিনয় করেছেন পরবর্তী প্রজন্মের অভিনেতা এবং পরিচালকদের সঙ্গে ৷ ‘করণ অর্জুন’, ‘অকেলে হম অকেলে তুম’, ‘কয়লা’-র মতো ছবিতে তিনি নিজেকে মেলে ধরেন চরিত্রাভিনেতা হিসেবে ৷

অনেকেই বলেন, ইন্ডাস্ট্রিতে জীবনের পরবর্তী ইনিংসগুলিতে তুলনামূলক ভাবে অনেক বেশি সফল রাকেশ রোশন ৷ ২০০০ সালে তাঁর পরিচালনায় মুক্তি পায় ‘কহো না প্যয়ার হ্যায়’ ৷ ছেলে হৃতিককে লঞ্চ করতেই এ ছবির আয়োজন রাকেশের ৷ প্রথম ছবিতেই বাজিমাত, রাতারাতি সুপারস্টার হার্টথ্রব হয়ে ওঠেন হৃতিক ৷

এর পর হৃতিকের কেরিয়ারের পালে যখনই শক্তিশালী বাতাসের প্রয়োজন হয়েছে, এগিয়ে এসেছেন রাকেশ ৷ ‘কোই মিল গ্যয়া’, ‘ক্রিশ সিরিজ’-এর ছবিগুলো সে কথাই বলে ৷

তবে প্রযোজক এবং পরিচালক হিসেবে রাকেশের সব ছবিতেই যে হৃতিক অভিনয় করেছেন, তা নয় ৷ বলিউডের অন্য তারকাদের নিয়েও একাধিক ছবি তৈরি করেছেন তিনি ৷ তবে যেটা লক্ষণীয় তা হল, প্রযোজক ও পরিচালক হিসেবে তাঁর ছবিগুলির নামের ইংরেজি বানান শুরু হয়েছে ‘K’ দিয়ে ৷

মঙ্গলবার, রাকেশের জন্মদিনে সামাজিক মাধ্যমে হৃতিকের পোস্টের প্রেক্ষিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য নেটিজেন ৷

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল কৃশ ৪-এর প্লট! মুখ খুলতে বাধ্য হলেন হৃতিক

#মুম্বই: সুপারহিরো চরিত্রে হৃতিক রোশনকে (Hrithik Roshan) যে রকম মানানসই লেগেছিল ঠিক তেমনই তাঁর অভিনয় বহু দর্শকের মন কেড়েছিল। গত সপ্তাহে হৃতিক সুপারহিট ছবি কৃশ (Krrish) এর ১৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ঘোষণা করেন। একটি ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে অভিনেতা ঘোষণা করেন খুব শীঘ্রই শুটিং শুরু হতে চলেছে কৃশ ৪ (Krrish 4)-এর। সূত্রের খবর, কৃশ সিরিজের এই পার্টটিতে দর্শকরা তাঁদের প্রিয় জাদু-কে আবার দেখতে পাবেন। ছবির নির্মাতারাও এই বিষয়ে সিলমোহর দিয়েছে বলে খবর। কৃশ ৪ ছবির গল্পে প্রধান অংশ হিসাবে থাকবে জাদুর চরিত্রটি। যেখানে দেখানো হবে টাইম ট্রাভেলের গল্প। এই সব কিছুর মধ্যে, হৃতিক জানতে পারেন একজন Twitter ইউজার তাঁর কৃশ ৪ ছবির প্লট সম্পর্কে লিখেছেন। সেই গল্পে এলিয়েন ও টাইম ট্রাভেল-এর কথাও বাদ দেননি তিনি। হৃতিক এই গল্প পরে একটু হতবাক হয়েছে।

সেই ইউজার তাঁর Twitter হ্যান্ডেলে কৃশ ৪-এর একটা গোটা প্লট লিখে ফেলেন। তাতে লেখা গল্পটা ঠিক এইরকম, “নাসিরুদ্দিন শাহ ওরফে ড. সিদ্ধান্ত আরিয়াকে নিয়ে, অতীত থেকে টাইম ট্রাভেলের সাহায্যে ২০২২-এ চলে আসেন। বিশাল শক্তিশালী সুপারভিলেন হয়ে কৃশ ওরফে কৃষ্ণার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। এর পর ড. আরিয়া কৃষ্ণার ছেলেকে কিডন্যাপ করে ২০০৬ সালে নিয়ে চলে যান। তখন কৃষ্ণা ও প্রিয়া তাঁদের সন্তানকে উদ্ধার করার জন্য টাইম ট্রাভেলের সাহায্য নেন। এর পর ২০০৬ সাল থেকে আবার অতীতে ফিরে যায় গল্প। সেই সময় ড. আরিয়ার খপ্পরে পড়ে যায় কৃষ্ণা। এর পর প্রিয়া অর্থাৎ প্রিয়াঙ্কা জাদুর সাহায্য নিয়ে একজন সুপারগার্ল হয়ে কৃষ্ণাকে ড. আরিয়ার খপ্পর থেকে বাঁচায়। এই পুরো গল্প পড়ে হৃতিক ফের একবার সিনেমার প্লট নিয়ে চিন্তা শুরু করেছেন।”

২০০৩ সালে কোয়ি মিল গয়া (Koi Mil Gaya) দিয়ে এই হিট সিরিজের সূচনা হয়েছিল। তার পর ২০০৬ সালে কৃশ ও ২০১৩ সালে কৃশ-৩ (Krrish 3) মুক্তি পায়। কৃশ-এ দেখা গিয়েছিল, রোহিত মেহরা ওরফে হৃতিক একটি টাইম মেশিন তৈরি করেন। যার মাধ্যমে অতীতে বা ভবিষ্যতে যাওয়া সমম্ভব হতে পারে। এবার দেখার কৃশ-৪ দর্শকের জন্য কী চমক রাখছে। কৃশ-৪ এর পাশাপাশি হৃতিককে দেখা যাবে তামিল হিট সিনেমা বিক্রম বেদা-র (Bikram Beda) বলিউড রিমেকে এই ছবিতে তাঁর সঙ্গ দেবেন সইফ আলি খান (Saif Ali Khan)।

পিয়ানো বাজালেন হৃতিক, পাশ থেকে চলে গেলেন সুজান ! দেখুন কাণ্ড

#মুম্বই: সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ ৷ কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তাঁরা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন ৷ এখন তো আবার ঘরবন্দি দশা ৷ তাই বাইরের কাজ যখন বন্ধ, তাই ঘরেতেই অঢেল সময় ৷ এই অঢেল সময়ে সেলিব্রিটিরা ঠিক কী করছেন, তা জানার উৎসাহ থাকেই! ঠিক যেমন কেউ রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন ৷

তবে বলিউডের গ্রিকগড হৃতিক রোশন এই সুযোগে শিখে ফেলছেন পিয়ানো ৷ ২১ দিনের চ্যালেঞ্জ নিয়ে তাঁর পিয়ানো বাজানোর ভিডিও নিজেই আপলোড করলেন হৃতিক ৷ আর সেই ভিডিওতেই দেখা গেল হৃতিকের পিয়ানো শুনে পাশ দিয়ে হেঁটে গেলেন সুজান ৷

দেখুন সেই ভিডিও—-

ছেলের জন্মদিন, ভিডিওকলে যা করলেন হৃতিক !

#মুম্বই: করোনার জেরে দেশ জুড়ে লকডাউন ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই ঘরবন্দি ৷ এরই মাঝে যদি ছেলের জন্মদিন চলে আসে, তাহলে কী করতে হয়?

হ্যাঁ, ঠিক এই ব্যাপারটাই যেন গোটা দেশকে দেখিয়ে দিলেন হৃতিক রোশন ৷ বুদ্ধি আর ইচ্ছে থাকলে যে কোনও কিছুই কঠিন নয়, তা যেন প্রমাণ করে দিলেন হৃতিক ৷

তা ঠিক কী করলেন হৃতিক?

২৮ মার্চ ছিল হৃতিক রোশন ও সুজেন খানের বড় ছেলে রিহানের রোশনের জন্মদিন ৷ তবে এই লকডাউনের মরসুমে বড় করে জন্মদিন পালন করাটা বেশ কঠিন ৷ তবে হৃতিক আটলেন ফন্দি ৷ ছেলে, বউকে সঙ্গে নিয়েই ভিডিও কলে ডেকে ফেললেন গোটা পরিবারকে ৷ আর এভাবেই শুরু হল রিহানের বার্থডে সেলিব্রেশন ৷

সেই ভিডিও কলের ভিডিওই ইনস্টাগ্রামে শেয়ার করলেন হৃতিক ৷

দেখুন ভিডিও—

‘আমার জন্য অপেক্ষা কর প্লিজ’ ! ইরফানের এই পোস্টে আবেগে ভাসলো গোটা বলিউড

#মুম্বই: সামনেই মুক্তি পেতে চলেছে ইরফান খান আভিনীত ছবি ‘অংরেজি মিডিয়াম’। ইরফান খান একটি ম্যাসেজ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় তার শুভাকাঙ্খি ও ফ্যানেদের জন্য। ইরফান লিখেছেন ‘প্লিজ আমার জন্য অপেক্ষা কর !” তিনি তাঁর ছবি ‘অংরেজি মিডিয়াম’-এর প্রোমোশনে আসতে পারবেন না। তাই তাঁর ফ্যানেদের কাছে জানতে চেয়েছেন, তারা কি ইরফানের জন্য অপেক্ষা করবে ? তবে ইরফানের এই ম্যাসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আবেগে ভেসেছেন হৃতিক রোশন। তিনি ইরফানের পোস্টটি শেয়ার করে লিখেছেন, “এই ম্যাসেজটি হৃদয়ের খুব কাছের। ইরফান, আমার ভালবাসা আর প্রার্থণা তোমার সঙ্গেই রয়েছে। তুমি অসাধারণ। তোমার ছবি আমাদের কাছে খুব স্পেশাল। অপেক্ষায় রয়েছি।”

হৃতিকের পরেই ট্যুইট করেন শাহিদ কাপুর, “ইরফান আমরা তোমার অপেক্ষায় রয়েছি।” বরুন ধাওয়ান লিখেছেন, “এই ছবিটা অসাধারণ হতে চলেছে। আমরা তোমার অপেক্ষায় আছি ইরফান।” ইয়ামি গৌতম লেখেন, “ডিয়ার ইরফান স্যর, তুমি সব সময় আমাদের বিশ্বাস বাড়িয়েছ। তোমার নিজের কাজের দক্ষতায় সবার মন জিতেছ তুমি। তোমার এই ম্যাসেজ খুব কষ্টকর। তুমি সেরে ওঠো এই কামনা করি। তোমাকে অনস্ক্রিন দেখার জন্য আমি অপেক্ষায় রইলাম।” বলিউডের সকলে ভেসেছেন আবেগে। ইরফানের এই পোস্ট শেয়ার হয়েছে প্রচুর।