Tag Archives: India vs Ireland

ICC T20 World Cup 2024 India vs Ireland: প্রথম ম্যাচেই ভারতের একাদশে বড় চমক! আইরিশদের বিরুদ্ধে বড় জয় চাইছে রোহিতরা

বুধবার  নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। জয় দিয়ে যাত্রা শুরু করার বিষয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
বুধবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। জয় দিয়ে যাত্রা শুরু করার বিষয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি অসাধারণ রেকর্ড রয়েছে, এখন পর্যন্ত তাদের মধ্যে খেলা সাতটি টি-টোয়েন্টির সবকটিতেই জয়ী হয়েছে। আসন্ন এনকাউন্টারের জন্য তাদের ফেভারিট মানছেন  সকলেই।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি অসাধারণ রেকর্ড রয়েছে, এখন পর্যন্ত তাদের মধ্যে খেলা সাতটি টি-টোয়েন্টির সবকটিতেই জয়ী হয়েছে। আসন্ন এনকাউন্টারের জন্য তাদের ফেভারিট মানছেন সকলেই।
আয়ারল্যান্ড ভারতের থেকে অপেক্ষাকৃত দুর্বল দল হলেও প্রতিপক্ষকে কোনওভাবেই হাল্কাভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া। আর টি-২০ ফর্ম্যাটে যে কোনও দল চমক দিতে পারে সেই কথা আগেই জানিয়েছেম রোহিত শর্মা। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই নামবে ভারত।
আয়ারল্যান্ড ভারতের থেকে অপেক্ষাকৃত দুর্বল দল হলেও প্রতিপক্ষকে কোনওভাবেই হাল্কাভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া। আর টি-২০ ফর্ম্যাটে যে কোনও দল চমক দিতে পারে সেই কথা আগেই জানিয়েছেম রোহিত শর্মা। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই নামবে ভারত।
তবে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ বা টিম কম্বিনেশন কেমন হবে তা নিয়ে সকলের মধ্যে জল্পনা রয়েছে। রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা প্রথম দলে কোনও চমক দেবেন কিনা সেটাই এখন দেখার।
তবে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ বা টিম কম্বিনেশন কেমন হবে তা নিয়ে সকলের মধ্যে জল্পনা রয়েছে। রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা প্রথম দলে কোনও চমক দেবেন কিনা সেটাই এখন দেখার।
এক ঝলকে দেখে নিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ / যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং।
এক ঝলকে দেখে নিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ / যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং।
এক ঝলকে দেখে নিন আয়ারল্যান্ডেরব সম্ভাব্য একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ডি বলবির্নি, লরকান টাকার, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যামফার, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাককার্থি, জস লিটল, বেন হোয়াইট।
এক ঝলকে দেখে নিন আয়ারল্যান্ডেরব সম্ভাব্য একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ডি বলবির্নি, লরকান টাকার, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যামফার, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাককার্থি, জস লিটল, বেন হোয়াইট।

হার্দিক পান্ডিয়ার প্রথম পরীক্ষা, কিন্তু বৃষ্টি কি ভিলেন হতে পারে নাকি! জানুন আয়ারল্যান্ডের আপডেট

#ডাবলিন: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের দুটি দল, দুটি আলাদা দেশে সফরে গেছে৷ একটি দল রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডে খেলতে গিয়েছিল৷ যদিও সেখানে কোভিড আক্রান্ত হয়ে পড়েছেন হিটম্যান৷ অন্য দলটি হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে আয়ারল্যান্ডে খেলতে গেছে৷ ইংল্যান্ডের প্রথম ম্যাচ ১ জুলাই থেকে শুরু হবে৷ কিন্তু আয়ারল্যান্ডে আজ থেকেই ম্যাচ শুরু হচ্ছে৷ হার্দিক প্রথমবার টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেব পরীক্ষা দেবেন৷  এই সফরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিজেদের বেঞ্চ স্ট্রেংথ পরীক্ষা করে দেখে নেবেন৷ কিন্তু প্রথম টি টোয়েন্টি নিয়ে একটা খারাপ খবর সামনে এসেছে৷ আসলে প্রথম টি টোয়েন্টিতে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ ভারত বনাম আয়ারল্যান্ড এই ম্যাচ রাত ৯ টায় শুরু হত৷

অ্যাকুওয়েদার ডট কম অনুযায়ি, রবিবার ডাবলিনে দিনভর মেঘ ছেয়ে থাকবে৷ পাশাপাশি বৃষ্টির সম্ভবনা ৯০ শতাংশ অবধি থাকবে৷ ম্যাচ চলাকালীনও বৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা৷ ক্রিকেট ম্যাচ চলাকালীন এই ধরণের ঘটনা ঘটলে ফ্যানদের ভাগ্যে শুধু নিরাশাই আসবে৷ দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ সন্ধ্যা হতে হতে তাপমাত্রা আরও নিচে নেমে যাবে৷ এরপর  বৃষ্টি হলে প্লেয়িং কন্ডিশন কতটা কার্যকারী থাকবে তা নির্ভর করবে৷ ডাবলিনে এখন তাপমাত্রা অনেক কম৷ এতে বৃষ্টির কারণে জোরে বোলার অতিরিক্ত আদ্রর্তার ফায়দা ওঠাতে হবে৷

ব্যাটসম্যানদের জন্য ভাল পিচ

ডাবলিনের মালাহাইডে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে৷ পাশাপাশি পিচে ভাল বাউন্স থাকবে৷ এই অবস্থায় বল ব্যাটে ভালভাবে আসবে শট নেওয়া খুব সহজ হবে না৷ এই ময়দানে এখনও অবধি ১৫ টি টোয়েন্টি মোকাবিলা খেলা হয়েছে৷ এখানে ব্যাট করা দল ৬ বার প্রথমে ব্যাট করা দল, এবং রান তাড়া করা দল ৯ বার জিতেছে৷

আরও পড়ুন – West Bengal Weather Update: ভারী বৃষ্টির অ্যালার্ট জারি উত্তরে, দক্ষিণেও বৃষ্টি বাড়ার আশঙ্কা, লেটেস্ট ওয়েদার আপডেট

এই থেকে মনে করা হচ্ছে পিচ ব্যাটম্যানদের জন্য অনেকটাই ভাল হবে৷ এই সময়ে গত পাঁচ টি টোয়েন্টি-র ৩ টি তে ১৮০-র বেশি স্কোর হতেই থাক৷ এই ময়দানে প্রথম ইনিংস গড়ে ১৬০ এবং দ্বিতীয় ইনিংস ১৪০ রান করে৷ এই ময়দানে সবচেয়ে বড় স্কোর ২৫২/৩, এবং ৭০ রান ছিল৷

আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবরিনও মালাহাইডের উইকেটে ভাল ব্যাটিং করেন৷ তিনি বলেছেন, ‘‘যেখানে এই পিচ ভালভাবে বল আসে৷ প্রথম ম্যাচে মেজাজ এরকই থাকে৷ ’’