কলকাতা: ঝটিকা সফরে কলকাতায় আসছেন জে পি নাড্ডা। আজ বৃহস্পতিবার সপ্তমীর সকালে কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা।
সূত্রের খবর, সকাল ১১ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমে বিজেপির সর্বভারতীয় সভাপতি সোজা সড়ক পথে প্রথমে পৌঁছে যাবেন বেলুড় মঠে। তারপর সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো পরিদর্শন করবেন নাড্ডা। এরপর বেলা দুটো নাগাদ নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে যাবেন তিনি।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি দেওয়ার পর এ রাজ্যের কিছু বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করবেন জেপি নাড্ডা। জেপি নাড্ডার বঙ্গ সফরকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই পুজোতে জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসার খবর সামনে এসেছিল। তবে জে পি নাড্ডার সফরসূচি চূড়ান্ত হলেও এখনও পর্যন্ত অমিত শাহ এবছর দুর্গাপুজোর বাংলায় আসছেন না বলেই বিজেপি সূত্রের খবর।