Tag Archives: jahnvi kapoor

Bollywood Gossip: গোপন বিয়ে, বিয়ের আগেই শ্রীদেবীর গর্ভে এসেছিল সন্তান! জাহ্নবীর জন্ম নিয়ে বনি কাপুর বলেন…

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে গণ্য করা হয় শ্রীদেবীকে। অনেকে বলেন, তিনি মহিলা সুপারস্টার ছিলেন। ৫০ বছরের কেরিয়ার শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। শ্রীদেবী নিজেকে একজন বিরল অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে গণ্য করা হয় শ্রীদেবীকে। অনেকে বলেন, তিনি মহিলা সুপারস্টার ছিলেন। ৫০ বছরের কেরিয়ার শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। শ্রীদেবী নিজেকে একজন বিরল অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন।
বলিউডের প্রথম মহিলা সুপারস্টার তিনি। তাঁর প্রভাব থেকে আজও বেরোতে পারেননি চলচ্চিত্র-প্রেমীরা।
বলিউডের প্রথম মহিলা সুপারস্টার তিনি। তাঁর প্রভাব থেকে আজও বেরোতে পারেননি চলচ্চিত্র-প্রেমীরা।
সেই সময় তাঁর মতো জনপ্রিয়তা আর কোনও নায়িকার ছিল না। শ্রীদেবীর প্রেম-জীবনও সিনেমার মতোই। মিঠুন চক্রবর্তী থেকে জীতেন্দ্র, একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে বারবার। তবে বনি কাপুরকে বিয়ে গুঞ্জনে জল ঢেলে দেন অভিনেত্রী নিজেই। অনেকেই জানেন না, জনপ্রিয় এক মেগাস্টারের সঙ্গে শ্রীদেবীর প্রেম গড়িয়েছিল বহুদূর। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক টেকেনি। তার পিছনেও রয়েছে এক অদ্ভুত কারণ।
সেই সময় তাঁর মতো জনপ্রিয়তা আর কোনও নায়িকার ছিল না। শ্রীদেবীর প্রেম-জীবনও সিনেমার মতোই। মিঠুন চক্রবর্তী থেকে জীতেন্দ্র, একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে বারবার। তবে বনি কাপুরকে বিয়ে গুঞ্জনে জল ঢেলে দেন অভিনেত্রী নিজেই। অনেকেই জানেন না, জনপ্রিয় এক মেগাস্টারের সঙ্গে শ্রীদেবীর প্রেম গড়িয়েছিল বহুদূর। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক টেকেনি। তার পিছনেও রয়েছে এক অদ্ভুত কারণ।
নেই 'হাওয়া হাওয়াই'। কত বছর হয়ে গেল তাঁর না থাকার। এ দিকে তাঁর দুই কন্যা যে বলিউড কাঁপিয়ে দিলেন। হয়তো তিনি দেখছেন। সেখান থেকেই।
নেই ‘হাওয়া হাওয়াই’। কত বছর হয়ে গেল তাঁর না থাকার। এ দিকে তাঁর দুই কন্যা যে বলিউড কাঁপিয়ে দিলেন। হয়তো তিনি দেখছেন। সেখান থেকেই।
বাণিজ্যিক সিনেমার চাহিদার সঙ্গে অভিনয়ের সূক্ষ্মতাকেও গুরুত্ব দিতেন শ্রীদেবী। তাঁর দুই কন্যা, জাহ্নবী এবং খুশি কাপুর। মায়ের পদাঙ্ক অনুসরণ করেছেন এবং অভিনয়ও শুরু করেছেন তাঁরা।
বাণিজ্যিক সিনেমার চাহিদার সঙ্গে অভিনয়ের সূক্ষ্মতাকেও গুরুত্ব দিতেন শ্রীদেবী। তাঁর দুই কন্যা, জাহ্নবী এবং খুশি কাপুর। মায়ের পদাঙ্ক অনুসরণ করেছেন এবং অভিনয়ও শুরু করেছেন তাঁরা।
২০১৮ সালে দুবাইয়ে এক আত্মীয়র বিয়েতে গিয়েই বাথটবে অস্বাভাবিক মৃত্যু হয় শ্রীদেবীর। তাঁর মৃত্যুশোক ভুলতে পারেননি অনেকেই। তাই তাঁর বড় কন্যা জাহ্নবীর মধ্যে অনেকেই শ্রীদেবীর ছায়া পান। জাহ্নবী যে বাবার থেকে বেশি মায়ের ঘনিষ্ঠ ছিলেন, সে কথা একাধিক সাক্ষাৎকারে শ্রীদেবী নিজেই বলেছিলেন। তাই আজও জাহ্নবীর কিছু ছবিতে এককালীন সুপারস্টারের সঙ্গে হুবহু মিল পান অনেকেই।
২০১৮ সালে দুবাইয়ে এক আত্মীয়র বিয়েতে গিয়েই বাথটবে অস্বাভাবিক মৃত্যু হয় শ্রীদেবীর। তাঁর মৃত্যুশোক ভুলতে পারেননি অনেকেই। তাই তাঁর বড় কন্যা জাহ্নবীর মধ্যে অনেকেই শ্রীদেবীর ছায়া পান। জাহ্নবী যে বাবার থেকে বেশি মায়ের ঘনিষ্ঠ ছিলেন, সে কথা একাধিক সাক্ষাৎকারে শ্রীদেবী নিজেই বলেছিলেন। তাই আজও জাহ্নবীর কিছু ছবিতে এককালীন সুপারস্টারের সঙ্গে হুবহু মিল পান অনেকেই।
শ্রীদেবী নিজের সময়ের বলি ও দক্ষিণী দুই ইন্ডাস্ট্রিরই নম্বর ওয়ান হিরোইন ছিলেন৷  তিনি  একের পর এক বহু সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তিনি একটি বা দুটি নয়, দক্ষিণ সিনেমার 'থালাইভা'-র সঙ্গে ২৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন৷ তাঁরা দুজনেই একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন৷
শ্রীদেবী নিজের সময়ের বলি ও দক্ষিণী দুই ইন্ডাস্ট্রিরই নম্বর ওয়ান হিরোইন ছিলেন৷  তিনি  একের পর এক বহু সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তিনি একটি বা দুটি নয়, দক্ষিণ সিনেমার ‘থালাইভা’-র সঙ্গে ২৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন৷ তাঁরা দুজনেই একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন৷

 

চার বছর বয়স থেকেই বড় পর্দায় কাজ শুরু করেছিলেন শ্রীদেবী। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সাক্ষাৎকারে নিজেই দাবি করেছিলেন, স্কুল ও কলেজে কখনও পড়াশোনা করা হয়নি।
চার বছর বয়স থেকেই বড় পর্দায় কাজ শুরু করেছিলেন শ্রীদেবী। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সাক্ষাৎকারে নিজেই দাবি করেছিলেন, স্কুল ও কলেজে কখনও পড়াশোনা করা হয়নি।
৯০-এর দশকে একের পর এক হিট ছবি আছে শ্রীদেবীর। যেমন 'সদমা', 'নাগিনা', 'খুদা গাওয়া', 'লমহে'- আরও অনেক! এই সময় প্রথম দিকে শ্রীদেবী কম টাকা পেলেও ছবি হিট হতেই ৬০ লক্ষটাকা করে নিতেন তিনি প্রতি ছবি! তবে শেষের দিকে তিনি প্রতি ছবি ১ কোটি টাকা নিতেন!
৯০-এর দশকে একের পর এক হিট ছবি আছে শ্রীদেবীর। যেমন ‘সদমা’, ‘নাগিনা’, ‘খুদা গাওয়া’, ‘লমহে’- আরও অনেক! এই সময় প্রথম দিকে শ্রীদেবী কম টাকা পেলেও ছবি হিট হতেই ৬০ লক্ষটাকা করে নিতেন তিনি প্রতি ছবি! তবে শেষের দিকে তিনি প্রতি ছবি ১ কোটি টাকা নিতেন!
১৯৯৬ সালের ২ জুন বিয়ে করেন বনি ও শ্রীদেবী৷ তারপরেই মোনা কাপুর ও শ্রীদেবীর মধ্যে শুরু হয় তিক্ত সম্পর্ক৷ তারপর অর্জুন কাপুর, অংশুলা কাপুরের সঙ্গে দূরত্ব বেড়ে যায় বনি ও শ্রীদেবীর৷
১৯৯৬ সালের ২ জুন বিয়ে করেন বনি ও শ্রীদেবী৷ তারপরেই মোনা কাপুর ও শ্রীদেবীর মধ্যে শুরু হয় তিক্ত সম্পর্ক৷ তারপর অর্জুন কাপুর, অংশুলা কাপুরের সঙ্গে দূরত্ব বেড়ে যায় বনি ও শ্রীদেবীর৷
মৃত্যুর পর শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত হয়। অনেকেই মনে করেন, ময়নাতদন্তের রিপোর্টে আদৌ তাঁর মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করা ছিল না। গুজব রটে, শ্রীদেবীর নামে কয়েকশো কোটি টাকার বিমা ছিল। সেই টাকা পাওয়ার জন্যই নাকি শ্রীদেবীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।এখানেই শেষ নয়। অনেকেই শ্রীদেবীর মৃত্যুর জন্য কাঠগড়ায় তোলেন স্বামী বনি কাপুরকে। কেউ কেউ দাবি করেন, শ্রীদেবীকে অচেতন অবস্থায় পেয়ে চিকিৎসককে ফোন না করে বনি ডেকেছিলেন তাঁর বন্ধুকে। অনেকেই প্রশ্ন করেন, স্ত্রীকে ওই অবস্থায় পেয়ে কেন প্রথমে চিকিৎসককে ফোন করেননি পরিচালক?
মৃত্যুর পর শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত হয়। অনেকেই মনে করেন, ময়নাতদন্তের রিপোর্টে আদৌ তাঁর মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করা ছিল না। গুজব রটে, শ্রীদেবীর নামে কয়েকশো কোটি টাকার বিমা ছিল। সেই টাকা পাওয়ার জন্যই নাকি শ্রীদেবীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।এখানেই শেষ নয়। অনেকেই শ্রীদেবীর মৃত্যুর জন্য কাঠগড়ায় তোলেন স্বামী বনি কাপুরকে। কেউ কেউ দাবি করেন, শ্রীদেবীকে অচেতন অবস্থায় পেয়ে চিকিৎসককে ফোন না করে বনি ডেকেছিলেন তাঁর বন্ধুকে। অনেকেই প্রশ্ন করেন, স্ত্রীকে ওই অবস্থায় পেয়ে কেন প্রথমে চিকিৎসককে ফোন করেননি পরিচালক?
বিয়ের আগেই কি মা হয়েছিলেন শ্রীদেবী? এই নিয়েও বলিউডে জল্পনার অন্ত নেই! বনি কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘শ্রীদেবীর সঙ্গে বিয়ে হয়েছিল শিরডির মন্দিরে। আমরা সেখানে ২ জুন ১৯৯৬-এ বিয়ে করি। জানুয়ারি মাসে শ্রীদেবীর প্রেগন্যান্সি সামনে আসে। তখন সামাজিক বিয়ে ছাড়া উপায় ছিল না। জানুয়ারিতে সামাজিক ভাবে বিবাহ সম্পন্ন করি। অনেকেই বলেন জাহ্নবীর জন্ম আমাদের বিয়ের আগে, তবে তা ঠিক নয়।’
বিয়ের আগেই কি মা হয়েছিলেন শ্রীদেবী? এই নিয়েও বলিউডে জল্পনার অন্ত নেই! বনি কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘শ্রীদেবীর সঙ্গে বিয়ে হয়েছিল শিরডির মন্দিরে। আমরা সেখানে ২ জুন ১৯৯৬-এ বিয়ে করি। জানুয়ারি মাসে শ্রীদেবীর প্রেগন্যান্সি সামনে আসে। তখন সামাজিক বিয়ে ছাড়া উপায় ছিল না। জানুয়ারিতে সামাজিক ভাবে বিবাহ সম্পন্ন করি। অনেকেই বলেন জাহ্নবীর জন্ম আমাদের বিয়ের আগে, তবে তা ঠিক নয়।’
শ্রীদেবী-কন্যা জাহ্নবী ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। অভিনয়, নাচ থেকে ফ্যাশন-- সতেবেই জাহ্নবী কাপুরের জনপ্রিয়তা তুঙ্গে।
শ্রীদেবী-কন্যা জাহ্নবী ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। অভিনয়, নাচ থেকে ফ্যাশন– সতেবেই জাহ্নবী কাপুরের জনপ্রিয়তা তুঙ্গে।
কিন্তু শ্রীদেবীর অকাল মৃত্যু আজও মেনে নেওয়া যায় না। আরও কত কত বছর অভিনয় করে যেতেন তিনি। আরও কত ভাল ছবি উপহার পাওয়া বাকি ছিল দর্শকদের। কিন্তু তা আর হল না।
কিন্তু শ্রীদেবীর অকাল মৃত্যু আজও মেনে নেওয়া যায় না। আরও কত কত বছর অভিনয় করে যেতেন তিনি। আরও কত ভাল ছবি উপহার পাওয়া বাকি ছিল দর্শকদের। কিন্তু তা আর হল না।