Tag Archives: James Anderson

James Anderson England vs West Indies: লর্ডসে ক্রিকেট থেকে সন্ন্যাস নিলেন অ্যান্ডারসন, ওয়েস্ট ইন্ডিজকে আড়াই দিনে হারাল ইংল্যান্ড

লন্ডন: লর্ডসের মাঠে জীবনের শেষ টেস্ট খেলে ফেললেন জেমস অ্যান্ডারসন। একাধিক প্রজন্মের উত্থানপতনের সাক্ষী থেকেছেন জেমস অ্যান্ডারসন। ২২ বছর ধরে ইংল্যান্ডের হয়ে ২২ গজে আগুন ঝড়িয়েছেন কিংবদন্তি বোলার। লর্ডসের মাঠে ৪১ বছর বয়সে শেষ বলটি করে ফেললেন অ্যান্ডারসন।

আরও পড়ুন: খেলা শুরু হয়ে গিয়েছে, মোদি সরকার টিকবে না! উদ্ধবকে পাশে বসিয়েই হুঙ্কার মমতার

অ্যান্ডারসনের শেষ টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র আড়াই দিনে হারাল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র ১২১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ইংল্যান্ড ৩৭১ রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের রানকে টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলত, ইনিংস এবং ১১৪ রানে লর্ডস টেস্টে হারল ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হতে চলেছে? শুনলে গায়ে কাঁটা দেবে পাঁচ মাস আগে থেকেই

বল হাতে জীবনের শেষ টেস্টে ৪৮ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ক্রীড়াজীবনে ১৮৮টি টেস্ট খেলে ৭০৪টি উইকেট নিয়েছেন কিংবদন্তি এই বোলার। এ ছাড়াও এক দিনের ক্রিকেটে ২৬৯টি এবং টি২০তে ১৮টি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ‘২২ বছরের অসাধারণ স্পেল’ শেষে অ্যান্ডারসনকে অবসরজীবনের শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর। তোমায় বল করতে দেখা অসাধারণ অভিজ্ঞতা- তোমার বোলিং অ্যাকশন, গতি, সুইং, অ্যাকুরেসি, ফিটনেস সবটাই। তুমি একাধিক প্রজন্মের কাছে অনুপ্রেরণা।

অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ম্যাচের সেরা হয়েছেন গুস অ্যাটকিনসন। দুই ইনিংস মিলিয়ে মোট ১২টি উইকেট নিয়েছেন তিনি।

James Anderson: দরকার আর ১৩টা উইকেট, তাহলেই বিশ্বের প্রথম পেসার হিসেবে এই নয়া রেকর্ডের মালিক হবেন জেমস অ্যান্ডারসন

আর বাকি মাত্র কয়েকটা দিন ৷ তারপরেই শেষ হয়ে যাবে জেমস অ্যান্ডারসনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ৷ নিজের দীর্ঘ কেরিয়ারে অনেক রেকর্ডই গড়তে সফল ৪১ বছরের ইংল্যান্ডের পেসার ৷ এবার আরও একটা রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি ৷ Photo Courtesy: ICC
আর বাকি মাত্র কয়েকটা দিন ৷ তারপরেই শেষ হয়ে যাবে জেমস অ্যান্ডারসনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ৷ নিজের দীর্ঘ কেরিয়ারে অনেক রেকর্ডই গড়তে সফল ৪১ বছরের ইংল্যান্ডের পেসার ৷ এবার আরও একটা রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি ৷ Photo Courtesy: ICC
৪১ বছরের পেসার ম্যাচের আগে বলেই দিলেন, অবসর নেওয়ার কোনও ভাবনা তাঁর ছিল না। বুধবার থেকেই ঐতিহাসিক লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ। এই ম্যাচেই শেষবারের জন্য আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামলেন জেমস অ্যান্ডারসন। Photo: AP
৪১ বছরের পেসার ম্যাচের আগে বলেই দিলেন, অবসর নেওয়ার কোনও ভাবনা তাঁর ছিল না। বুধবার থেকেই ঐতিহাসিক লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ। এই ম্যাচেই শেষবারের জন্য আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামলেন জেমস অ্যান্ডারসন। Photo: AP
বিদায় লগ্নে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অ্যান্ডারসন। চোখ মুখে ছিল বিষন্নতার ছাপ। এখনও যে তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনেই। Photo: AP
বিদায় লগ্নে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অ্যান্ডারসন। চোখ মুখে ছিল বিষন্নতার ছাপ। এখনও যে তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনেই। Photo: AP
২০০৩ সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের ৷ তাঁর সামনে এখন বিশ্বের প্রথম ফাস্ট বোলার হিসেবে ১০০০ উইকেটের মাইলস্টোনের হাতছানি ৷ এই টেস্টে আরও ১৩টা উইকেটে নিতে পারলেই ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১০০০ উইকেটের মালিক হবেন অ্যান্ডারসন ৷ Photo: AP
২০০৩ সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের ৷ তাঁর সামনে এখন বিশ্বের প্রথম ফাস্ট বোলার হিসেবে ১০০০ উইকেটের মাইলস্টোনের হাতছানি ৷ এই টেস্টে আরও ১৩টা উইকেটে নিতে পারলেই ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১০০০ উইকেটের মালিক হবেন অ্যান্ডারসন ৷ Photo: AP
অ্যান্ডারসনের ঝুলিতে টেস্টে এখনও পর্যন্ত ৭০০ উইকেট ৷ ওয়ান ডে-তে ২৬৯টি উইকেট এবং টি২০-তে নিয়েছেন ১৮টি উইকেট ৷ অর্থাৎ সবমিলিয়ে ৯৮৭টি উইকেট নিয়েছেন তিনি ৷ Photo: AP
অ্যান্ডারসনের ঝুলিতে টেস্টে এখনও পর্যন্ত ৭০০ উইকেট ৷ ওয়ান ডে-তে ২৬৯টি উইকেট এবং টি২০-তে নিয়েছেন ১৮টি উইকেট ৷ অর্থাৎ সবমিলিয়ে ৯৮৭টি উইকেট নিয়েছেন তিনি ৷ Photo: AP
লর্ডসে অবিশ্বাস্য কোনও পারফরম্যান্স ঘটালেই ১০০০ উইকেটের মালিক হতে পারেন অ্যান্ডারসন ৷ এর আগে এই কীর্তি রয়েছে শুধুমাত্র দুই বোলারের ৷ তাঁরা হলেন মুথাইয়া মুরলীধরন এবং শেন ওয়ার্ন ৷ তবে তাঁরা দু’জনেই স্পিনার হওয়াতে অ্যান্ডারসনের সামনে এখন বিশ্বের প্রথম পেসার হিসেবে এই রেকর্ড গড়ার হাতছানি ৷ Photo: AP
লর্ডসে অবিশ্বাস্য কোনও পারফরম্যান্স ঘটালেই ১০০০ উইকেটের মালিক হতে পারেন অ্যান্ডারসন ৷ এর আগে এই কীর্তি রয়েছে শুধুমাত্র দুই বোলারের ৷ তাঁরা হলেন মুথাইয়া মুরলীধরন এবং শেন ওয়ার্ন ৷ তবে তাঁরা দু’জনেই স্পিনার হওয়াতে অ্যান্ডারসনের সামনে এখন বিশ্বের প্রথম পেসার হিসেবে এই রেকর্ড গড়ার হাতছানি ৷ Photo: AP