Tag Archives: kartik aryan

সব শেষ! দুর্ঘটনায় প্রয়াত কার্তিক আরিয়ানের কাছের মানুষ… সাহার শ্মশানে পৌঁছলেন অভিনেতা

১৩ মুম্বই ধুলোঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে।সেদিন মৃত্যু হয় ১৬ জনের। নিহতদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল জেনারেল ম্যানেজার মনোজ চান্সোরিয়া ও তাঁর স্ত্রী অনিতা। এঁরা বলি অভিনেতা কার্তিক আরিয়ানের আত্মীয়।
১৩ মুম্বই ধুলোঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে।সেদিন মৃত্যু হয় ১৬ জনের। নিহতদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল জেনারেল ম্যানেজার মনোজ চান্সোরিয়া ও তাঁর স্ত্রী অনিতা। এঁরা বলি অভিনেতা কার্তিক আরিয়ানের আত্মীয়।
জানা গিয়েছে, যে বিল বোর্ড ভেঙে পড়ে, সেটি বেআইনি ভাবে স্থাপন করা হয়েছিল ঘাটকোপর এলাকার একটি পেট্রল পাম্পের পাশে৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছেয়।
জানা গিয়েছে, যে বিল বোর্ড ভেঙে পড়েছে, সেটি বেআইনি ভাবে স্থাপন করা হয়েছিল ঘাটকোপর এলাকার একটি পেট্রল পাম্পের পাশে৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছেছে এখনও পর্যন্ত ওই বিশাল বিলবোর্ডের তলায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে পারেনি৷ (ছবি: পিটিআই)
ঘাটকোপরের এই ঘটনার পর মৃতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বইয়ে নিজের প্রচার বন্ধ রেখে দেখা করতে গিয়েছেন আর্ত-পরিবারের সঙ্গে৷ (ছবি: পিটিআই)
ঘাটকোপরের এই ঘটনার পর মৃতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বইয়ে নিজের প্রচার বন্ধ রেখে দেখা করতে গিয়েছেন আর্ত-পরিবারের সঙ্গে৷ (ছবি: পিটিআই)
এই বিপুল প্রাকৃতিক দুর্যোগের কারণে মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ থাকে প্রায় ১ ঘণ্টা৷ পাশাপাশি, বিপুল দেরিতে চলে ট্রেন৷ বিল বোর্ড ভেঙে পড়ার পর সেটি কেটে সকলকে উদ্ধার করতে, এ ছাড়াও আসে একটি ৫০০ মেট্রিক টন তোলার মতো ক্রেনও৷
এই বিপুল প্রাকৃতিক দুর্যোগের কারণে মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ থাকে প্রায় ১ ঘণ্টা৷ পাশাপাশি, বিপুল দেরিতে চলে ট্রেন৷ বিল বোর্ড ভেঙে পড়ার পর সেটি কেটে সকলকে উদ্ধার করতে, এ ছাড়াও আসে একটি ৫০০ মেট্রিক টন তোলার মতো ক্রেনও৷
 লোকসভা নির্বাচনের দিনেই এই ঘটনায় কার্যত তীব্র আতঙ্কে ভুগতে থাকে বাণিজ্য নগরী৷ জানা গিয়েছে ঘটনার ৫০ ঘণ্টা পর মনোজ এবং অনিতা চান্সোরিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। সাহার শ্মশানে চান্সোরিয়া দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়। সূত্রের খবর, উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান।
লোকসভা নির্বাচনের দিনেই এই ঘটনায় কার্যত তীব্র আতঙ্কে ভুগতে থাকে বাণিজ্য নগরী৷ জানা গিয়েছে ঘটনার ৫০ ঘণ্টা পর মনোজ এবং অনিতা চান্সোরিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। সাহার শ্মশানে চান্সোরিয়া দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়। সূত্রের খবর, উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান।
কার্তিক আরিয়ান কবীর খান পরিচালিত তাঁর আসন্ন ছবি 'চান্দু চ্যাম্পিয়ন'-এর প্রচারে ব্যস্ত।  ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ১৪ জুন। তবে তার মাঝেই ঘটে গেল বড় অঘটন।
কার্তিক আরিয়ান কবীর খান পরিচালিত তাঁর আসন্ন ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর প্রচারে ব্যস্ত। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ১৪ জুন। তবে তার মাঝেই ঘটে গেল বড় অঘটন।

কার্তিকের জীবনে অরিজিৎ যোগ, মুক্তি পাচ্ছে ‘শেহজাদা’র গান, গায়ককে নিয়ে কী লিখলেন নায়ক? জানুন

নয়াদিল্লি: কার্তিক আরিয়ানের নতুন ছবি শেহজাদার ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে।শেষ  ভুলভালাইয়া ২-তে দেখা গিয়েছিল তাঁকে। সিনেপ্রেমীদের মনে ইতিমধ্যেই ঝড় তুলেছে শেহজাদার ট্রেলার। এর মাঝেই ২৫ জানুয়ারি প্রকাশ পেতে চলেছে শেহজাদার প্রথম গান।

শেহজাদার  প্রথম গান নিয়ে ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রমীরা। শেহজাদের প্রথম গান প্রকাশের খবর নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকেই নেটিজেনদের কাছে পৌঁছে দিলেন কার্তিক আরিয়ান নিজেই। গানটি কার গাওয়া  তাও জানিয়ে দিলেন অভিনেতা।

আরও পড়ুন: বাহুবলীকে টেক্কা দিতে পারল কি পাঠান? আগাম বুকিংয়ে ব্যবসার নিরিখে বাদশা কত নম্বরে, জানুন

শেহজাদার এই গানটি অরিজিৎ সিং-এর গাওয়া বলেই জানা গিয়েছে। কার্তিক ট্যুইট করে লিখেছেন, ‘আমার মুখ আর অরিজিৎয়ের গান, সঙ্গে আগুনের ইমোও শেয়ার করেছেন এই অভিনেতা। এর থেকেই বোঝাই যাচ্ছে শেহজাদার নতুন গান দর্শকমহলে বেশ আলোরণ ফেলতে পারে বলেই মনে করছেন কার্তিক। তিনি আরও লিখেছেন ‘আমার ছবিতে অরিজিৎ-এর গান থাকবে না তা কখনও হতেই পারে না’ ।

ট্যুইটটি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে পোস্টটিতে। অরিজিতের এই নতুন গান শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন  অরিজিৎ প্রেমীরা। সব মিলিয়ে বলা যেতেই পারে শেহজাদার এই নতুন গান নিয়ে বেশ ভাল রকমই প্রত্যাশা জেগেছে দর্শক মহলে।

করোনা মোকাবিলায় ভ্যাকসিন বানাতে চাইছেন নায়ক কার্তিক !

#মুম্বই: হ্যাঁ, শিরোনামটা ঠিকই পড়েছেন ৷ করোনা মোকাবিলায় এবার এভাবেই এগিয়ে আসছেন বলিউডের হ্যান্ডসাম নায়ক কার্তিক আরিয়ান ৷ যার এক হাসিতেই বেকাবু হয়ে যায় মহিলা মহল, সেই মিষ্টি নায়কই এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷

গপ্পোটা হল, করোনা ভাইরাসের কোপ আসার পর পরই দেশবাসীকে সচেতন করার জন্য নানা সময়, নানা ভিডিও নিজের সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করেছেন কার্তিক ৷ তবে এবার আর সচেতন ভিডিও নয়, বরং দেশবাসীকে চমকে দিলেন ভ্যাকসিন তৈরির কথা বলে ৷

সম্প্রতি কার্তিক আরিয়ান একটি পুরনো ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আজ আমি স্বপ্ন দেখলাম, করোনা দূর করতে ভ্যাকসিন এসে গিয়েছে ৷’ কার্তিকের এই পোস্টে এক নেটিজেন কমেন্ট করে লেখেন, হ্যাঁ, স্বপ্ন তো আসবেই বায়োটেকনোলজির ছাত্র তো আপনি !

সঙ্গে সঙ্গে এই কমেন্টের উত্তরও দেন কার্তিক ৷ লিখে ফেলেন, হ্যাঁ, আমি বায়োটেকনলজি পড়েছি ও ভ্যাকলিনের সম্পর্কেও জানি !

 

View this post on Instagram

 

Aaj Sapna Aaya ki Mujhe Vaccine Mil Gayi??‍?

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan) on