Tag Archives: Kinjal Nanda

RG Kar Protest: চিকিৎসক তবে অভিনেতা হিসেবে পরিচিতি, জুনিয়ার ডাক্তারদের লড়াইয়ে প্রথম সারিতে কিঞ্জল নন্দ, সব ছবি-ভিডিও ভাইরাল

নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাতভর রাস্তাতেই বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ স্লোগান, গান৷ ভোররাত পৌনে চারটে নাগাদ জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ জুনিয়র চিকিৎসকদের সূত্রে অবশ্য খবর, পুলিশকর্মীদের চেয়ার ছেড়ে দাঁড় করাতেই জাতীয় সঙ্গীত গাওয়ার সিদ্ধান্ত হয়৷
নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাতভর রাস্তাতেই বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ স্লোগান, গান৷ ভোররাত পৌনে চারটে নাগাদ জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ জুনিয়র চিকিৎসকদের সূত্রে অবশ্য খবর, পুলিশকর্মীদের চেয়ার ছেড়ে দাঁড় করাতেই জাতীয় সঙ্গীত গাওয়ার সিদ্ধান্ত হয়৷
সোমবার ডাক্তারদের লালবাজার অভিযান ছিল। লালবাজারের অনেক আগেই বসানো হয় ব্যারিকেড। শান্তির মিছিলের বাধা আসলে ডাক দেওয়া হয় ধর্নার। বিকেল থেকেই অবস্থান বিক্ষোভে বসেন জুনিয়র ডাক্তাররা। উপস্থিত ছিলেন চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দও। প্রথম থেকেই তিনি এই অভিযানে সামিল হয়েছেন৷ ডাক্তারদের অবস্থা-বিক্ষোভে তাঁকে সবসময় দেখা যাচ্ছে৷ হিরালাল ছবির অভিনেতা সকলের সঙ্গে ভাগ করে নিলেন সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও৷
সোমবার ডাক্তারদের লালবাজার অভিযান ছিল। লালবাজারের অনেক আগেই বসানো হয় ব্যারিকেড। শান্তির মিছিলের বাধা আসলে ডাক দেওয়া হয় ধর্নার। বিকেল থেকেই অবস্থান বিক্ষোভে বসেন জুনিয়র ডাক্তাররা। উপস্থিত ছিলেন চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দও। প্রথম থেকেই তিনি এই অভিযানে সামিল হয়েছেন৷ ডাক্তারদের অবস্থা-বিক্ষোভে তাঁকে সবসময় দেখা যাচ্ছে৷ হিরালাল ছবির অভিনেতা সকলের সঙ্গে ভাগ করে নিলেন সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও৷
সেই ভিডিয়োতে দেখা গেল, মাঝরাতেও জুনিয়ার ডাক্তারদের উৎসাহ। পুলিশের বিরুদ্ধে একাধিক স্লোগান তোলেন তাঁরা। রাতেই কিঞ্জল তাঁর ফেসবুকে লিখেছিলেন, ‘আমরা সবাই সারারাত লালবাজার এর সামনে থাকছি। সকালে সমস্ত সাধারণ মানুষকে আসার অনুরোধ জানাচ্ছি। এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে সামিল হোন… লড়াইটা আমাদের সবার।’
সেই ভিডিয়োতে দেখা গেল, মাঝরাতেও জুনিয়ার ডাক্তারদের উৎসাহ। পুলিশের বিরুদ্ধে একাধিক স্লোগান তোলেন তাঁরা। রাতেই কিঞ্জল তাঁর ফেসবুকে লিখেছিলেন, ‘আমরা সবাই সারারাত লালবাজার এর সামনে থাকছি। সকালে সমস্ত সাধারণ মানুষকে আসার অনুরোধ জানাচ্ছি। এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে সামিল হোন… লড়াইটা আমাদের সবার।’
তিনি অনেকের কাছে সাহায্য চান, আন্দোলনরত চিকিৎসকদের জন্য একটি মোবাইল টয়লেটের ব্যবস্থা করার৷ অনেক সাধারণ নাগরিক তাঁদের সাহায্যে হাত বাড়িয়ে দেন৷ লালবাজারের সামনে বাড়ি যাদের, তাঁরা যেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের, বিশেষ করে মহিলাদের, তাঁদের বাড়ির বাথরুম ব্যবহার করতে দেয়।
তিনি অনেকের কাছে সাহায্য চান, আন্দোলনরত চিকিৎসকদের জন্য একটি মোবাইল টয়লেটের ব্যবস্থা করার৷ অনেক সাধারণ নাগরিক তাঁদের সাহায্যে হাত বাড়িয়ে দেন৷ লালবাজারের সামনে বাড়ি যাদের, তাঁরা যেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের, বিশেষ করে মহিলাদের, তাঁদের বাড়ির বাথরুম ব্যবহার করতে দেয়।
প্রত্যেকটি মুহূর্তের ছবি ও ভিডিও অভিনেতা-ডাক্তার কিঞ্জল শেয়ার করেছেন৷ রাতভরও যে এই অবস্থান বিক্ষোভে উৎসাহ ছিল তুঙ্গে তা ভাল বোঝা গিয়েছে তাঁর পোস্টের ভিডিওগুলো থেকে৷ চোখে-মুখে ক্লান্তি থাকলেও, লড়াই যে তাঁরা চালিয়ে যাবেন, সেটা স্পষ্ট। এত সহজে হার মানবেন না, সেটা ভালই বুঝিয়ে দিচ্ছেন।
প্রত্যেকটি মুহূর্তের ছবি ও ভিডিও অভিনেতা-ডাক্তার কিঞ্জল শেয়ার করেছেন৷ রাতভরও যে এই অবস্থান বিক্ষোভে উৎসাহ ছিল তুঙ্গে তা ভাল বোঝা গিয়েছে তাঁর পোস্টের ভিডিওগুলো থেকে৷ চোখে-মুখে ক্লান্তি থাকলেও, লড়াই যে তাঁরা চালিয়ে যাবেন, সেটা স্পষ্ট। এত সহজে হার মানবেন না, সেটা ভালই বুঝিয়ে দিচ্ছেন।
সোমবার লালবাজারের কাছে জুনিয়র চিকিৎসকদের মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ৷ এর পরই রাস্তার উপরেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁরা দাবি করেন, হয় বিনীত গোয়েলকে এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে, নয়তো পদত্যাগ করতে হবে৷ পাল্টা পুলিশের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের প্রস্তাব দেওয়া হয়, প্রতিনিধি দল পাঠিয়ে নগরপালের সঙ্গে দেখা করে তাঁরা নিজের দাবি দাওয়া জানাতে পারেন৷ আন্দোলনকারীদের কাছে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত এবং সুদীপ্তা চক্রবর্তী।
সোমবার লালবাজারের কাছে জুনিয়র চিকিৎসকদের মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ৷ এর পরই রাস্তার উপরেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁরা দাবি করেন, হয় বিনীত গোয়েলকে এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে, নয়তো পদত্যাগ করতে হবে৷ পাল্টা পুলিশের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের প্রস্তাব দেওয়া হয়, প্রতিনিধি দল পাঠিয়ে নগরপালের সঙ্গে দেখা করে তাঁরা নিজের দাবি দাওয়া জানাতে পারেন৷ আন্দোলনকারীদের কাছে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত এবং সুদীপ্তা চক্রবর্তী।
ডাক্তারি পড়ার পাশাপাশি থিয়েটার করতেন কিঞ্জল নন্দ৷ হীরালাল ছবিতে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি৷ এরপর বিনয় বাদল দিনেশ, ব্যোমকেশ হত্যামঞ্চ ছবিতে অভিনয় করেন৷ বেঙ্গল স্ক্যাম, নন্দিনী, দ্যা রেড, কাঁটায় কাঁটায় সিরিজে অভিনয় করেছেন তিনি৷ আপাতত তিনি সামিল হয়েছেন এই প্রতিবাদে, একেবারে সামনে থেকে লড়াই করছেন এই অভিনেতা-ডাক্তার৷
ডাক্তারি পড়ার পাশাপাশি থিয়েটার করতেন কিঞ্জল নন্দ৷ হীরালাল ছবিতে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি৷ এরপর বিনয় বাদল দিনেশ, ব্যোমকেশ হত্যামঞ্চ ছবিতে অভিনয় করেন৷ বেঙ্গল স্ক্যাম, নন্দিনী, দ্যা রেড, কাঁটায় কাঁটায় সিরিজে অভিনয় করেছেন তিনি৷ আপাতত তিনি সামিল হয়েছেন এই প্রতিবাদে, একেবারে সামনে থেকে লড়াই করছেন এই অভিনেতা-ডাক্তার৷