Tag Archives: Kolkata Murder

Sanjay Roy-RG Kar Case: ‘আমার কিছু বলার আছে’, আদালতে দাঁড়িয়েই বিস্ফোরক মন্তব্য সঞ্জয়ের! যা বললেন, ওলটপালট হল সব

গতকাল সোমবারই আরজি কর মামলায় চার্জশিট জমা দেয় সিবিআই। ঘটনায় অভিযুক্ত হিসেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় ধৃত সঞ্জয় রাইয়ের নাম।
গতকাল সোমবারই আরজি কর মামলায় চার্জশিট জমা দেয় সিবিআই। ঘটনায় অভিযুক্ত হিসেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় ধৃত সঞ্জয় রাইয়ের নাম।
মঙ্গলবার শিয়ালদহ অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক অরিজিৎ মণ্ডলের এজলাসে হাজির করানো হয় সঞ্জয় রাইকে। বিচারকের সামনে হাজির হয়ে কী জানালেন অভিযুক্ত সঞ্জয়?
মঙ্গলবার শিয়ালদহ অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক অরিজিৎ মণ্ডলের এজলাসে হাজির করানো হয় সঞ্জয় রাইকে। বিচারকের সামনে হাজির হয়ে কী জানালেন অভিযুক্ত সঞ্জয়?
এই প্রথম বিচারকের সামনে সরাসরি এলেন আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রাই। বিচারক তাকে নাম এবং বাবার নাম জিজ্ঞেস করেন।

এই প্রথম বিচারকের সামনে সরাসরি এলেন আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রাই। বিচারক তাকে নাম এবং বাবার নাম জিজ্ঞেস করেন।
বিচারক সঞ্জয়কে জানান তার মামলা কে লড়তে চলেছেন। ‘নভেম্বর ৪ তারিখ আপনাকে আনা হবে।’, জানালেন বিচারক। এরপরেই সঞ্জয় রাই বিচারকে বলে, তার কিছু কথা বলার আছে।

বিচারক সঞ্জয়কে জানান তার মামলা লড়তে চলেছেন। ‘নভেম্বর ৪ তারিখ আপনাকে আনা হবে।’, জানালেন বিচারক। এরপরেই সঞ্জয় রাই বিচারকে বলে, তার কিছু কথা বলার আছে।
সঞ্জয় রাই - আমার কিছু বলার আছে। বিচারক - হ‍্যাঁ নিয়ে আসুন, সামনে। (কাঠগড়ায় হাজির করানো হয় অভিযুক্ত সঞ্জয়কে।)
সঞ্জয় রাই – আমার কিছু বলার আছে।
বিচারক – হ‍্যাঁ নিয়ে আসুন, সামনে। (কাঠগড়ায় হাজির করানো হয় অভিযুক্ত সঞ্জয়কে।)
সঞ্জয় - আমাকে নিয়ে আসা হয়। আমার বলার আছে। আমাকে না বলতে দিলে দোষী করে দেবেবিচারক - আপনার জেলে উকিল যাবে। যা বলার ওনাকে বলবেন। আজ সেটা নয়
সঞ্জয় – আমাকে নিয়ে আসা হয়। আমার বলার আছে। আমাকে না বলতে দিলে দোষী করে দেবে
বিচারক – আপনার জেলে উকিল যাবে। যা বলার ওনাকে বলবেন। আজ সেটা নয়
সঞ্জয় - আমি কিছুই জানিনা। আমি কিছু করিনি। বিচারক- আমি সেটা এখন বলতে পারবো না। এই প্রথম বিচারকের সামনে নিজেই বলল সঞ্জয়।
সঞ্জয় – আমি কিছুই জানিনা। আমি কিছু করিনি।
বিচারক- আমি সেটা এখন বলতে পারবো না। এই প্রথম বিচারকের সামনে নিজেই বলল সঞ্জয়।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল তারা। চার্জশিটে ধর্ষণ ও খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়ই মত্ত অবস্থায় ধর্ষণ ও খুন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়েরই।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল তারা। চার্জশিটে ধর্ষণ ও খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়ই মত্ত অবস্থায় ধর্ষণ ও খুন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়েরই।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মত্ত অবস্থায় ধর্ষণ-খুনের ঘটনা ঘটিয়েছে সঞ্জয়। বিকৃত মানসিকতার জন্য খুন করে সঞ্জয়। চার্জশিটে স্পষ্ট উল্লেখ, সঞ্জয় বিকৃত মানসিকতার শিকার। মত্ত অবস্থায় এসে ধর্ষণ ও খুন করে সে।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মত্ত অবস্থায় ধর্ষণ-খুনের ঘটনা ঘটিয়েছে সঞ্জয়। বিকৃত মানসিকতার জন্য খুন করে সঞ্জয়। চার্জশিটে স্পষ্ট উল্লেখ, সঞ্জয় বিকৃত মানসিকতার শিকার। মত্ত অবস্থায় এসে ধর্ষণ ও খুন করে সে।