Tag Archives: leather shoes

Shoe Cleaning Tips: বর্ষাতেও লেদারের জুতো নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে, লাগবে না এক টাকাও, জেনে নিন ম্যাজিক টিপস

চামড়ার জুতো পায়ে দিতে কার না ভাল লাগে। ভাল জুতো আপনার গেটআপকে অনেকটাই উন্নত করে দেয়৷ নিজেকে প্রেজ়েন্টেবল করে তুলে ধরতে লেদারের জুতোর কোনও জুড়ি নেই৷ কিন্তু কেবল জুতো কিনলেই তো হল না৷ তাকে যত্নেও রাখতে হয়৷ বিশেষ করে বর্ষায় জুতোতে অনেক সময় ছাতা পড়ে যায়, বিশ্রী দুর্গন্ধেরও জন্ম নেয়৷ যদিও তা থেকে মুক্তির উপায়ও রয়েছে৷
চামড়ার জুতো পায়ে দিতে কার না ভাল লাগে। ভাল জুতো আপনার গেটআপকে অনেকটাই উন্নত করে দেয়৷ নিজেকে প্রেজ়েন্টেবল করে তুলে ধরতে লেদারের জুতোর কোনও জুড়ি নেই৷ কিন্তু কেবল জুতো কিনলেই তো হল না৷ তাকে যত্নেও রাখতে হয়৷ বিশেষ করে বর্ষায় জুতোতে অনেক সময় ছাতা পড়ে যায়, বিশ্রী দুর্গন্ধেরও জন্ম নেয়৷ যদিও তা থেকে মুক্তির উপায়ও রয়েছে৷
বাসি রুটি থাকলে ফেলে দেবেন না৷ বরং রুটির ক্রাস্ট জুতো পরিষ্কারের জন্য বেশ ভাল৷ বাসি রুটির ক্রাস্ট জুতোয় কিছুটা ঘষে নিন৷ তারপর কিছুক্ষণ রেখে পরিষ্কার করে নিন৷
বাসি রুটি থাকলে ফেলে দেবেন না৷ বরং রুটির ক্রাস্ট জুতো পরিষ্কারের জন্য বেশ ভাল৷ বাসি রুটির ক্রাস্ট জুতোয় কিছুটা ঘষে নিন৷ তারপর কিছুক্ষণ রেখে পরিষ্কার করে নিন৷
এই সময় লেদারের জুতোয় একধরনের গন্ধ উৎপন্ন হয়৷ সে ক্ষেত্রে জুতো খুলে রাখার সময় টি ব্যাগ ব্যবহার করুন৷ জুতোর দুর্গন্ধ একেবারে দূর হয়ে যাবে৷
এই সময় লেদারের জুতোয় একধরনের গন্ধ উৎপন্ন হয়৷ সে ক্ষেত্রে জুতো খুলে রাখার সময় টি ব্যাগ ব্যবহার করুন৷ জুতোর দুর্গন্ধ একেবারে দূর হয়ে যাবে৷
লেদারের জুতো রোজ ব্যবহার করার পর একটা শুকনো নরম কাপড় দিয়ে ভাল করে মুছে নিন৷ জুতো থেকে জেদি কোনও দাগ তুলতে নেলপালিশ রিমুভারের ব্যবহার করতে পারেন৷
লেদারের জুতো রোজ ব্যবহার করার পর একটা শুকনো নরম কাপড় দিয়ে ভাল করে মুছে নিন৷ জুতো থেকে জেদি কোনও দাগ তুলতে নেলপালিশ রিমুভারের ব্যবহার করতে পারেন৷
চামড়ার জুতো অনেক সময় শুকিয়ে যায়৷ বেশি দিন রাখলে তার আর্দ্রতা কমে গিয়ে, জৌলুস হারিয়ে যায়৷ সে ক্ষেত্রে মোম বা সিলিকন জাতীয় লেদার কন্ডিশনার ব্যবহার করুন৷
চামড়ার জুতো অনেক সময় শুকিয়ে যায়৷ বেশি দিন রাখলে তার আর্দ্রতা কমে গিয়ে, জৌলুস হারিয়ে যায়৷ সে ক্ষেত্রে মোম বা সিলিকন জাতীয় লেদার কন্ডিশনার ব্যবহার করুন৷
এই ধরনের জুতো থেকে জলের দাগ দূর করতে খুব মাইল্ড ডিটারজ়েন্ট ব্যবহার করতে পারেন৷
এই ধরনের জুতো থেকে জলের দাগ দূর করতে খুব মাইল্ড ডিটারজ়েন্ট ব্যবহার করতে পারেন৷