Tag Archives: Madras High Court

Husband Assaulting Daughter: যৌন হেনস্থা থেকে মেয়েকে বাঁচাতে স্বামীকে খুন মহিলার! বড় নির্দেশ মাদ্রাজ আদালতের

চেন্নাই: আরজি কর কাণ্ডকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই শুধু রাজ্য নয়, সারা দেশ উত্তাল হয়ে উঠেছে৷ এই সময়ই নজির বিহীন রায় দিল মাদ্রাজ হাইকোর্ট, যৌন হেনস্থা থেকে নিজেকে বা অন্যকে আত্মরক্ষার জন্য কেউ হত্যা করে তাকে শাস্তি দেওয়া হবে না৷

বিচারপতি জয়চন্দ্রনের বেঞ্চে একটা কেস আসে৷ খুনের কেস৷ একজন মহিলা তাঁর স্বামীকে হত্যা করে৷ কিন্তু গোলমাল দেখা যায়, হত্যার কারণে৷ আদালত জানতে পারে, সেই মহিলার স্বামী মাতাল অবস্থায় তাঁদের ২১ বছর মেয়ের উপর যৌন হেনস্থা করার চেষ্টা করে৷

আরও পড়ুন: ভয়ঙ্কর ঘটনা, অজগরের সামনে মহিলা, তারপর যা ঘটল ভাবতে পারবেন না! জেনে শিউরে উঠবেন

৪৮২ সিআরপিসি ধারার অধীনে এই কেসটি আদালতে ওঠে৷ সেখানে বলা হয়৷ মহিলা তাঁর মেয়েকে স্বামীর হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন৷ জানা গিয়েছে ওই মহিলা শব্দ শুনে দেখে মাতাল স্বামী তাঁর মেয়েকে যৌন হেনস্থা করার চেষ্টা করে৷

মহিলাটি প্রথমে একটা কাঠের ছুড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু তারপরও তাঁর স্বামী অত্যাচার চালিয়ে যায়৷ তখন আর কোনও উপায় না দেখে হাতুড়ি নিয়ে স্বামীর মাথায় আঘাত করেন৷ আর তাতেই ব্যক্তিটির মৃত্যু ঘটে৷

আরও পড়ুন: ও মা এ কোন আয়েশা টাকিয়া! প্লাস্টিক সার্জারির পর ছবি পোস্ট, সমালোচনার সামনে পড়ে এ কী করলেন অভিনেত্রী!

এই ঘটনায় মাদ্রাজ আদালত জানিয়েছে ধারা ৯৭, ধারা ৩৫৪, ৩৭৫, ৩৫৪-এ, ৩৫৪-বি ধারা যৌন অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার অনুমতি দিয়েছে৷ মহিলার আইনজীবি আদালতে জানিয়েছেন ৩০২ ধারায় মামলা বিরুদ্ধে মামলা করা পুলিশের ভুল ছিল৷

শেষ অবধি, হাইকোর্টের বিচারপতি জয়চন্দ্রনের বেঞ্চ জানায় যৌন হেনস্থার ঘটনায় নিজেকে বা অন্যকে রক্ষা করার জন্য হত্যা করলেও তাঁকে কোনও রকম শাস্তি দেওয়া হবে না৷ বিচারকের আদেশে শেষ পর্যন্ত সমস্ত অভিযোগ থেকে মুক্তি পায় মহিলা৷