Tag Archives: Mahabharat

Bollywood Gossip: দ্রৌপদীর রোলে না করে আমিরের সঙ্গে চুটিয়ে করেন রোম্যান্স, সেই নায়িকাই আজ বিশ্বখ্যাত

বি আর চোপড়ার তৈরি 'মহাভারত' একটি আইকনিক শো। এই পৌরাণিক ধারাবাহিকে কৌরব এবং পাণ্ডবদের গল্প বলা হয়েছিল৷ যা দর্শকদের কাছে অফুরান ভালবাসা পায়৷ আজও এই ধারাবাহিকের উল্লেখ করা হয়৷
বি আর চোপড়ার তৈরি ‘মহাভারত’ একটি আইকনিক শো। এই পৌরাণিক ধারাবাহিকে কৌরব এবং পাণ্ডবদের গল্প বলা হয়েছিল৷ যা দর্শকদের কাছে অফুরান ভালবাসা পায়৷ আজও এই ধারাবাহিকের উল্লেখ করা হয়৷
'মহাভারত' শোতে কাজ করা অনেক অভিনেতাই বিখ্যাত হয়েছিলেন। এতে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, যা সকলের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু আপনি কি জানেন যে এই ভূমিকা আগে অন্য অভিনেত্রীকে দেওয়া হয়েছিল?
‘মহাভারত’ শোতে কাজ করা অনেক অভিনেতাই বিখ্যাত হয়েছিলেন। এতে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, যা সকলের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু আপনি কি জানেন যে এই ভূমিকা আগে অন্য অভিনেত্রীকে দেওয়া হয়েছিল?
সেই অভিনেত্রী নিজে জানান যে 'মহাভারত'-এ দ্রৌপদীর ভূমিকা পেয়েছিলেন। এমনকি তিনি নির্বাচিত হন, কিন্তু একটি ছবিতে কাজ করার জন্য তাঁকে মহাভারতের অফার ছেড়ে দিতে হয়৷
সেই অভিনেত্রী নিজে জানান যে ‘মহাভারত’-এ দ্রৌপদীর ভূমিকা পেয়েছিলেন। এমনকি তিনি নির্বাচিত হন, কিন্তু একটি ছবিতে কাজ করার জন্য তাঁকে মহাভারতের অফার ছেড়ে দিতে হয়৷
এই নায়িকা আর কেউ নন, জুহি চাওলা৷  'কেয়ামত সে কেয়ামত তক' ছবির কারণে তিনি শো ছেড়ে দেন। বিআর চোপড়াই জুহি চাওলাকে 'মহাভারত' শো ছেড়ে 'কেয়ামত সে কেয়ামত তক'-এ কাজ করার পরামর্শ দিয়েছিলেন।
এই নায়িকা আর কেউ নন, জুহি চাওলা৷ ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবির কারণে তিনি শো ছেড়ে দেন। বিআর চোপড়াই জুহি চাওলাকে ‘মহাভারত’ শো ছেড়ে ‘কেয়ামত সে কেয়ামত তক’-এ কাজ করার পরামর্শ দিয়েছিলেন।
জুহি চাওলা বলেন, 'আমি বিআর চোপড়া স্যারের সঙ্গে দেখা করেছি। তাঁর আচরণ অত্যন্ত ভাল ছিল। তিনি আমাকে অনেক সম্মান দিয়েছেন। দ্রৌপদীর চরিত্রের জন্য তিনি আমার স্ক্রিন টেস্ট নিয়েছিলেন। এমনকি আমি নির্বাচিত হয়েছি। কিন্তু আমি যখন কেয়ামত সে কেয়ামত তক সই করেছি তখন৷ তখন তিনি আমাকে আমার শো না করতে বলেছিলেন। টিভি ছেড়ে ফিল্মে কাজ করতে বলেন।
জুহি চাওলা বলেন, ‘আমি বিআর চোপড়া স্যারের সঙ্গে দেখা করেছি। তাঁর আচরণ অত্যন্ত ভাল ছিল। তিনি আমাকে অনেক সম্মান দিয়েছেন। দ্রৌপদীর চরিত্রের জন্য তিনি আমার স্ক্রিন টেস্ট নিয়েছিলেন। এমনকি আমি নির্বাচিত হয়েছি। কিন্তু আমি যখন কেয়ামত সে কেয়ামত তক সই করেছি তখন৷ তখন তিনি আমাকে আমার শো না করতে বলেছিলেন। টিভি ছেড়ে ফিল্মে কাজ করতে বলেন।
আরও বলেন, 'কী করব তা নিয়ে খুব দ্বিধায় ছিলাম। তখন কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমার খুব একটা বোঝাপড়া ছিল না। তাই তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন এবং সঠিক পরামর্শ দিয়েছেন।
আরও বলেন, ‘কী করব তা নিয়ে খুব দ্বিধায় ছিলাম। তখন কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমার খুব একটা বোঝাপড়া ছিল না। তাই তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন এবং সঠিক পরামর্শ দিয়েছেন।
যে 'কেয়ামত সে কেয়ামত তক' ছিল ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্টিক প্রেমের গল্প, যেখানে আমির খান এবং জুহি চাওলার রসায়ন ছিল। মুক্তির পর ছবিটি বক্স অফিসে সুপারহিট ছিল। এটি পরিচালনা করেছেন মনসুর আলী খান। ছবির ৬টি গান সুপারহিট হয়, যা আজও সমানভাবে জনপ্রিয়। অ্যালবামের এক কোটি ক্যাসেট বিক্রি হয়েছে বলে জানা যায়। 'কেয়ামত সে কেয়ামত তক'-এর সাফল্য জুহি চাওলাকে রাতারাতি তারকা বানায়।
যে ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছিল ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্টিক প্রেমের গল্প, যেখানে আমির খান এবং জুহি চাওলার রসায়ন ছিল। মুক্তির পর ছবিটি বক্স অফিসে সুপারহিট ছিল। এটি পরিচালনা করেছেন মনসুর আলী খান। ছবির ৬টি গান সুপারহিট হয়, যা আজও সমানভাবে জনপ্রিয়। অ্যালবামের এক কোটি ক্যাসেট বিক্রি হয়েছে বলে জানা যায়। ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর সাফল্য জুহি চাওলাকে রাতারাতি তারকা বানায়।