Tag Archives: Manali

Manali cloud burst: মেঘ ভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত মানালি, জাতীয় সড়কে জল! বিয়াস নদীতে বিপর্যয়

কুলু: মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত মানালি। ধুন্দি থেকে পলচানের বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে বন্যায়। জল উঠে এসেছে মানালি-লেহ জাতীয় সড়কে। প্লাবিত অঞ্জনি-মহাদেব নালা। বন্যার জেরে আপাতত বন্ধ জাতীয় সড়ক। যান চলাচল হচ্ছে রোহতাং পাস দিয়ে। জনসাধারণের জন্য সতর্কবার্তা জারি করেছে কুল্লু এবং লাহৌল স্পিতি পুলিশ।

জানা গিয়েছে, বুধবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় মানালিতে। অঞ্জনি-মহাদেব নালা প্লাবিত হয়ে মেশে বিয়াস নদীতে। অটল টানেলের চার কিলোমিটার আগে ধুন্ডিতে আচমকাই ভূমিধ্বস শুরু হয়। বন্ধ হয়ে যায় স্নো গ্যালারি। বিয়াস নদীর জলের তোড়ে মানালি-লেহ জাতীয় সড়কের একাংশ এখন জলের তলায়। তবে স্বস্তির বিষয় হল, বৃহস্পতিবার সকালে রোদ উঠেছে। আবহাওয়া পরিষ্কার।

লাহৌল স্পিতি পুলিশ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, মানালিতে মেঘ ভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে ধুন্দি থেকে পলচান পর্যন্ত এলাকা। এই রুটে যান চলাচল বন্ধ রয়েছে। অন্য দিকে, অটল টানেলের সাউথ পোর্টালের ওপারের জাতীয় সড়ক বন্ধ থাকার কারণে কেলং মানালি সরকাঘাট যাওয়ার বাস ও অন্যান্য যানবাহন নর্থ পোর্টালের কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে। তৈরি হয়েছে ব্যাপক যানজট। স্থানীয়রা বিধায়ক অনুরাধা রানাকে কেলং ডিপো ম্যানেজমেন্টকে রোহতাং পাস দিয়ে যান চালানোর আদেশ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত এমন কোনও নির্দেশ জারি হয়নি।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আকস্মিক বন্যায় পলচানের তিনটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সেতু। ১২টি ভেড়া ও ছাগল ভেসে গিয়েছে বলে খবর মিলেছে। আশঙ্কার বিষয় হল, পলচান সেতুর কাছে অঞ্জনি মহাদেব নালা হঠাৎই গতিপথ পরিবর্তন করায় দুর্ভোগ আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্য দিকে, জলের তোড়ে সলং নালার কাছের রাস্তারও ব্যাপক ক্ষতি হয়েছে।

ভারি বর্ষণ ও বন্যার কারণে নেহরাকুন্ড থেকে পাটলিকুহাল-সহ পলচান, রুয়াদ, কুলংয়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বাড়িতেই আটকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিয়াস নদীও গতিপথ পরিবর্তন করেছে। উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। সরকারের তরফে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালেও ব্যাপক বন্যা ও বৃষ্টির কারণে মানালিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল।