Tag Archives: Miscarriage

Shahid Kapoor Wife Miscarriage: প্রথমবার মা হওয়ার আগেই ভয়ঙ্কর ঘটনা শাহিদ-পত্নী মীরার! একটুর জন্য রক্ষা গর্ভস্থ শিশুর, যা ঘটেছিল…!

মর্মান্তিক ঘটনার শিকার হয়েছিলেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। গর্ভের সন্তান প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। সম্প্রতি জীবনের কঠিন পর্যায়ের কথা প্রকাশ করেন মীরা। প্রথমবার মা হওয়ার সময়ে গর্ভপাত হওয়ার উপক্রম হয়েছিল। সম্প্রতি একটি পডকাস্টে এসে সেই কথা জানান শাহিদ-পত্নী।
মর্মান্তিক ঘটনার শিকার হয়েছিলেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। গর্ভের সন্তান প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। সম্প্রতি জীবনের কঠিন পর্যায়ের কথা প্রকাশ করেন মীরা। প্রথমবার মা হওয়ার সময়ে গর্ভপাত হওয়ার উপক্রম হয়েছিল। সম্প্রতি একটি পডকাস্টে এসে সেই কথা জানান শাহিদ-পত্নী।
প্রথমবার মা হওয়ার মুখে। আনন্দে মশগুল ছিল কাপুর পরিবার। চার মাসের গর্ভবতী ছিলেন মীরা। শাহিদ পুরো সময়টা জুড়ে তাঁর পাশে ছিলেন সেই সময়ে।
প্রথমবার মা হওয়ার মুখে। আনন্দে মশগুল ছিল কাপুর পরিবার। চার মাসের গর্ভবতী ছিলেন মীরা। শাহিদ পুরো সময়টা জুড়ে তাঁর পাশে ছিলেন সেই সময়ে।
সাক্ষাৎকারে মীরা বলেন, “এটা অনেকেই জানেন না, আমার মেয়ে হওয়ার আগের গর্ভাবস্থায় ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমার বয়স তখন মাত্র ২০-২১ বছর। তাও মা হওয়ার জন্য যথেষ্ট ফিট ছিলাম। সন্তানের জন্ম দেওয়াটাই আমার জীবনে প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তখন।’’
সাক্ষাৎকারে মীরা বলেন, “এটা অনেকেই জানেন না, আমার মেয়ে হওয়ার আগের গর্ভাবস্থায় ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমার বয়স তখন মাত্র ২০-২১ বছর। তাও মা হওয়ার জন্য যথেষ্ট ফিট ছিলাম। সন্তানের জন্ম দেওয়াটাই আমার জীবনে প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তখন।’’
‘‘সোনোগ্রাফি করানোর সময়ে ডাক্তার বলেন, শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, গর্ভপাত হতে পারে যে কোনও মুহূর্তে। শাহিদ আমার ডাক্তারের সঙ্গে কথা বলতে থাকে। আমাকে তখন শুয়ে থাকতে হয়েছিল। হাসপাতালে ভর্তিও করা হয়। কয়েক মাস পর্যবেক্ষণে রাখা হয়েছিল।’’
‘‘সোনোগ্রাফি করানোর সময়ে ডাক্তার বলেন, শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, গর্ভপাত হতে পারে যে কোনও মুহূর্তে। শাহিদ আমার ডাক্তারের সঙ্গে কথা বলতে থাকে। আমাকে তখন শুয়ে থাকতে হয়েছিল। হাসপাতালে ভর্তিও করা হয়। কয়েক মাস পর্যবেক্ষণে রাখা হয়েছিল।’’
‘‘আড়াই মাস পরে আমি সেখান থেকে বেরতে চাই। কিন্তু বিছানা থেকে নামতে পারছিলাম না। তাই শাহিদ ডাক্তারকে বলে, ‘আমি বাড়িতেই হাসপাতালের সেটআপ করব। সব সুবিধা পাবে, কিন্তু ওকে বাড়ি যেতে দিন।’ শাহিদ বুঝতে পারছিল যে আমি মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম।’’
‘‘আড়াই মাস পরে আমি সেখান থেকে বেরতে চাই। কিন্তু বিছানা থেকে নামতে পারছিলাম না। তাই শাহিদ ডাক্তারকে বলে, ‘আমি বাড়িতেই হাসপাতালের সেটআপ করব। সব সুবিধা পাবে, কিন্তু ওকে বাড়ি যেতে দিন।’ শাহিদ বুঝতে পারছিল যে আমি মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম।’’
‘‘আমি বাড়ি ফিরে গেলাম। আমার পুরো পরিবার আমাকে দেখতে এসেছিল। এতই অভিভূত হয়ে গিয়েছিলাম যে কী বলব। তারপর আমার সংকোচন শুরু হয়। ডাক্তার তখন বলেন যে আমাকে আবার হাসপাতালে যেতে হবে। প্রসবকাল আসন্ন।’’
‘‘আমি বাড়ি ফিরে গেলাম। আমার পুরো পরিবার আমাকে দেখতে এসেছিল। এতই অভিভূত হয়ে গিয়েছিলাম যে কী বলব। তারপর আমার সংকোচন শুরু হয়। ডাক্তার তখন বলেন যে আমাকে আবার হাসপাতালে যেতে হবে। প্রসবকাল আসন্ন।’’
শাহিদ এবং মীরা ২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন এবং ২০১৬ সালে মিশার জন্ম দেন। ২০১৮ সালে দ্বিতীয় সন্তান, ছেলে জাইনের জন্ম দেন মীরা। দু’জনেই এখন মুম্বইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে।
শাহিদ এবং মীরা ২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন এবং ২০১৬ সালে মিশার জন্ম দেন। ২০১৮ সালে দ্বিতীয় সন্তান, ছেলে জাইনের জন্ম দেন মীরা। দু’জনেই এখন মুম্বইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে।

Kiran Rao: এ যেন নরকযন্ত্রণা…! টানা ৫ বছর ধরে একাধিক সন্তান নষ্ট, তারপর যা হয়েছিল কিরণের, শুনলে শিউরে উঠবেন

Kiran Rao: এ যেন নরকযন্ত্রণা...! টানা ৫ বছর ধরে একাধিক সন্তান নষ্ট, তারপর যা হয়েছিল কিরণের, শুনলে শিউরে উঠবেন
Kiran Rao: এ যেন নরকযন্ত্রণা…! টানা ৫ বছর ধরে একাধিক সন্তান নষ্ট, তারপর যা হয়েছিল কিরণের, শুনলে শিউরে উঠবেন
'লাপতা লেডিজ'-এর দুর্ধর্ষ সাফল্য উপভোগ করছেন পরিচালক কিরণ রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন এক তথ্য প্রকাশ্যে আনলেন কিরণ রাও যা শুনে আপনিও চমকে যাবেন৷
‘লাপতা লেডিজ’-এর দুর্ধর্ষ সাফল্য উপভোগ করছেন পরিচালক কিরণ রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন এক তথ্য প্রকাশ্যে আনলেন কিরণ রাও যা শুনে আপনিও চমকে যাবেন৷
কিরণকে প্রশ্ন করা হয়েছিল তিনি গত ১০ বছরে ছেলে আজাদকে নিয়ে কখনও অনুশোচনা করেছেন কি না৷ তারপরই সন্তান ধারণের জন্য সারোগেসি বেছে নেওয়ার ব্যাপারেও কথা বলেন তিনি৷
কিরণকে প্রশ্ন করা হয়েছিল তিনি গত ১০ বছরে ছেলে আজাদকে নিয়ে কখনও অনুশোচনা করেছেন কি না৷ তারপরই সন্তান ধারণের জন্য সারোগেসি বেছে নেওয়ার ব্যাপারেও কথা বলেন তিনি৷
আমিরের প্রাক্তন  স্ত্রী কিরণ জানান, একাধিকবার গর্ভপাত হয়েছিল তাঁর৷ তিনি সত্যিই মা হতে চেয়েছিলেন৷ পাঁচ বছরে একাধিকবার সন্তান নষ্ট হয়ে গিয়েছিল৷ আমি অনেক চেষ্টা করেছি সন্তান নিতে, কিন্তু তাতে বারংবার ব্যর্থ৷
আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ জানান, একাধিকবার গর্ভপাত হয়েছিল তাঁর৷ তিনি সত্যিই মা হতে চেয়েছিলেন৷ পাঁচ বছরে একাধিকবার সন্তান নষ্ট হয়ে গিয়েছিল৷ আমি অনেক চেষ্টা করেছি সন্তান নিতে, কিন্তু তাতে বারংবার ব্যর্থ৷
তিনি আরও বলেন, আমার বেশ কিছু ব্যক্তিগত ও শারীরিক সমস্যা ছিল৷ আমি নিজেই বুঝেছিলাম আমার শরীরের জন্য বাচ্চা ধারণ করা খুবই কঠিন৷ তাই যখন আজাদের জন্ম হয়েছিল তা আমার কাছে আলাদ অনুভূতি ছিল৷
তিনি আরও বলেন, আমার বেশ কিছু ব্যক্তিগত ও শারীরিক সমস্যা ছিল৷ আমি নিজেই বুঝেছিলাম আমার শরীরের জন্য বাচ্চা ধারণ করা খুবই কঠিন৷ তাই যখন আজাদের জন্ম হয়েছিল তা আমার কাছে আলাদ অনুভূতি ছিল৷
শেষে ২০১১ সালে সারোগেসির মাধ্যমে ছেলে আজাদকে পেয়েছিলেন আমির ও কিরণ রাও৷
শেষে ২০১১ সালে সারোগেসির মাধ্যমে ছেলে আজাদকে পেয়েছিলেন আমির ও কিরণ রাও৷
তবে বর্তমানে ডিভোর্স হয়ে গেলেও ছেলে আজাদের জন্য এখনও যৌথভাবেই অভিভাবকত্ব পালন করছেন তাঁরা৷
তবে বর্তমানে ডিভোর্স হয়ে গেলেও ছেলে আজাদের জন্য এখনও যৌথভাবেই অভিভাবকত্ব পালন করছেন তাঁরা৷