Tag Archives: Mohammedan Sporting Club

মহমেডানের নতুন কোচ এবার মেহরাজ, ব্যর্থতার পর চাকরি গেল কিবু ভিকুনার

কলকাতা: অতীতে মোহনবাগান কোচ হিসেবে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। কলকাতার ফুটবল সমর্থকদের কাছে কিবু ভিকুনা পরিচিত নাম। কিবুর মোহনবাগান দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল। মাঝে দায়িত্ব নিয়েছিলেন ডায়মন্ড হারবার এফসির। সেখানে অবশ্য দলকে প্রিমিয়ার লিগে তুলেছিলেন স্প্যানিশ কোচ। এবার এসেছিলেন চার মাসের জন্য লিয়েনে।

তার মধ্যেই চাকরি খোয়ালেন কিবু ভিকুনা। আই লিগে একের পর এক ব্যর্থতার জেরে এই স্প্যানিশ কোচকে ছেঁটে ফেলল মহমেডান স্পোর্টিং। সোমবার ক্লাবের নতুন কমিটি গঠনের পরই এই সিদ্ধান্ত নেয় সাদা-কালো শিবির। কিবুর পরিবর্তে মহমেডানের নতুন কোচ হলেন কলকাতার তিন প্রধানের জার্সি গায়ে চাপানো মেহরাজউদ্দিন ওয়াডু।

কয়েকদিন আগেই আই লিগ ক্লাব রিয়াল কাশ্মীরের কোচের দায়িত্ব ছাড়েন তিনি। প্রাক্তন এই ডিফেন্ডারকে কোচ হিসেবে নিয়োগ করতে সময় নষ্ট করেননি সাদা-কালো কর্তারা। আপাতত আই লিগে শেষ চারটি ম্যাচ ও সুপার কাপের জন্য তাঁকে দায়িত্বে আনা হল। এই পর্বে ভাল ফল করতে পারলে মেহরাজের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পথে হাঁটবে ক্লাব।

দায়িত্ব নিয়েই দল নিয়ে প্রস্তুতি নেমে পড়েন মেহরাজ। তিনি জানান, দলের গত কয়েক ম্যাচে ফল ভালো হয়নি। আপাতত লক্ষ্য লিগের বাকি ম্যাচগুলিতে ভালো ফল করা। সেক্ষেত্রে সুপার কাপের বাছাই পর্বে কিছুটা হলেও সহজ প্রতিপক্ষের মুখোমুখি হতে পারব। উল্লেখ্য, ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে রয়েছে মহমেডান স্পোর্টিং।

পাঁচটি জয় ও আটটিতে হারের মুখ দেখেছে তারা। ড্র করেছে পাঁচটিতে। মেহরাজ ভাল করে জানেন তার দায়িত্ব কতটা। কলকাতা ফুটবল তার কাছে নতুন কিছু নয়। তাই আশা করাই যায় তিনি ভাল ফল এনে দেবেন সাদা কালো ব্রিগেডকে।

Durand cup : দুরন্ত জোসেফ, জামশেদপুরকে হারিয়ে ডুরান্ডে দ্বিতীয় জয় তুলল মহমেডান

মহমেডান স্পোর্টিং -৩
( ফজলু, অভিষেক, ফইয়াজ)

জামশেদপুর -০

#কলকাতা: ডুরান্ড কাপে দারুন ছন্দে রয়েছে মহমেডান স্পোর্টিং। রবিবার জামশেদপুরকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল তারা। যদিও জামশেদপুর তাদের ডেভেলপমেন্টাল দলকে খেলাচ্ছে এই টুর্নামেন্ট। কোনও বিদেশি ছিল না। তাতে অবশ্য মহমেডানের জয়কে ছোট করে দেখার জায়গা নেই। প্রথমার্ধে গোল করেন ফজলু রহমান।

বাঁদিক থেকে একটি আক্রমণ তৈরি হলে ফিরতি বলে হেডে গোল করেন কেরলের ফুটবলারটি। প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধেও গোল করেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান তরুণ বাঙালি ফুটবলার অভিষেক হালদার। মার্কস জোসেফের পাস থেকে অসাধারণ লব করে জালে বল জড়িয়ে দেন অভিষেক। অসাধারণ দর্শনীয় গোল।

জামশেদপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন শেখ ফইয়াজ। এবারও বল বাড়িয়েছিলেন সেই জোসেফ। ক্যারিবিয়ান তারকা ফুটবলার আজ নিজে গোল করতে না পারলেও অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন। যারা মাঠ জুড়ে খেলেছেন। আক্রমণ তৈরি হচ্ছিল তার পা থেকেই। বল ধরে খেলতে জানেন, কখন পাস বাড়াতে হবে ধারণা পরিস্কার।

যত সময় যাচ্ছে জোসেফ যেন নিজেকে মেলে ধরছেন। বুঝিয়ে দিচ্ছেন কেন তিনি সাদা কালো দলের সেরা ফুটবলার। এই জয়ের ফলে নকআউটে যাওয়ার ব্যাপারে মহমেডান দারুন একটা জায়গায় পৌঁছে গেল। যদিও এরপর তাদের গ্রুপে শক্তিশালী বেঙ্গালুরু এবং ভারতীয় বায়ু সেনার বিরুদ্ধে ম্যাচ আছে।

মহামেডান দলের রাশিয়ান কোচ খুশি হলেও স্পষ্ট জানিয়েছেন কিছু জায়গায় উন্নতি প্রয়োজন। তার মতে চ্যাম্পিয়ন হতে গেলে দ্রুত নিজেদের ভুল ঠিক করতে হবে। পাশাপাশি রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী, প্রবীর, সন্দেশদের বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের আসল লড়াই বলছেন কোচ চের্ণিশভ। দিপেন্দু বিশ্বাস অবশ্য আত্মবিশ্বাসী নিজেদের এই ছন্দ ধরে রাখতে পারলে সাদা কালো শিবির ফাইনাল পর্যন্ত পৌঁছবে মনে করেন দিপেন্দু।