Tag Archives: Nipah virus

Nipah Virus: ফের ‘নিপা’-র হানা, মৃত্যু, বাদুড়ে মুখ দেওয়া ফল থেকেও ছড়ায় নিপা ভাইরাস, ফল খাওয়ার আগে কী সাবধানতা অবলম্বন করবেন? পড়ুন

দেশে ফের হানা দিয়েছে নিপা ভাইরাস। ইতিমধ্যেই কেরলের কোঝিকোড়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। এর পরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। উদ্বেগের কারণ হল, নিপা ভাইরাস খুব সহজেই ছড়িয়ে পড়ে। কেরলের ১৪ বছরের কিশোরের মৃত্যু হয় বাদুড়ে ঠোকরানো একটি ফল খেয়ে।
দেশে ফের হানা দিয়েছে নিপা ভাইরাস। ইতিমধ্যেই কেরলের কোঝিকোড়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। এর পরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। উদ্বেগের কারণ হল, নিপা ভাইরাস খুব সহজেই ছড়িয়ে পড়ে। কেরলের ১৪ বছরের কিশোরের মৃত্যু হয় বাদুড়ে ঠোকরানো একটি ফল খেয়ে।
চিকিৎসকেরা বলছেন, বাদুড় কিংবা 'ফ্রুট ব্যাট' ঠোকরানো ফল থেকেও নিপার সংক্রমণ হতে পারে। Pteropus প্রজাতির ফ্রুট ব্যাট নিপা ভাইরাসের প্রধান উৎস।
চিকিৎসকেরা বলছেন, বাদুড় কিংবা ‘ফ্রুট ব্যাট’ ঠোকরানো ফল থেকেও নিপার সংক্রমণ হতে পারে। Pteropus প্রজাতির ফ্রুট ব্যাট নিপা ভাইরাসের প্রধান উৎস।
এই প্রজাতির বাদুড়ের শরীরের মধ্যে নিপা ভাইরাস থাকে, কোন-ও লক্ষণ দেখায় না। কাজেই এই সমস্ত ফ্রুট ব্যাট অজান্তেই নিপা ভাইরাসের বাহক হয়ে ওঠে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষণায় দেখা যায়, ফ্রুট ব্যাটের নমুনায় নিপা ভাইরাসের অ্যান্টিবডি রয়েছে।
এই প্রজাতির বাদুড়ের শরীরের মধ্যে নিপা ভাইরাস থাকে, কোন-ও লক্ষণ দেখায় না। কাজেই এই সমস্ত ফ্রুট ব্যাট অজান্তেই নিপা ভাইরাসের বাহক হয়ে ওঠে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষণায় দেখা যায়, ফ্রুট ব্যাটের নমুনায় নিপা ভাইরাসের অ্যান্টিবডি রয়েছে।
ফ্রুট ব্যাটের থুতু, মল, মূত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে নিপা ভাইরাস। যখন বাদুড়ের এই বর্জ্যপদার্থ কোন-ও ফলের সংস্পর্শে আসে, তখন সেটিও সংক্রমিত হয়ে যায়। এবার সেই ফল যখন কোন-ও মানুষে খায়, তখন সেও নিপায় আক্রান্ত হয়। এই এক-ই ঘটনা ঘটেছে  কেরলের কোঝিকোড়ে মৃত কিশোরের ক্ষেত্রে।
ফ্রুট ব্যাটের থুতু, মল, মূত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে নিপা ভাইরাস। যখন বাদুড়ের এই বর্জ্যপদার্থ কোন-ও ফলের সংস্পর্শে আসে, তখন সেটিও সংক্রমিত হয়ে যায়। এবার সেই ফল যখন কোন-ও মানুষে খায়, তখন সেও নিপায় আক্রান্ত হয়। এই এক-ই ঘটনা ঘটেছে কেরলের কোঝিকোড়ে মৃত কিশোরের ক্ষেত্রে।
সংক্রমিত ফ্রুট ব্যাট নিপা ভাইরাস অন্যান্য জন্তুদের মধ্যেও ছড়িয়ে দিতে পারে, যেমন-- শুয়োর, কুকুর, বিড়াল। এরপর সেই জন্তুরা 'ইন্টারমিডিয়েট হোস্ট' হিসাবে কাজ করে এবং তাদের থেকে মানুষে সংক্রমিত হয়।
সংক্রমিত ফ্রুট ব্যাট নিপা ভাইরাস অন্যান্য জন্তুদের মধ্যেও ছড়িয়ে দিতে পারে, যেমন– শুয়োর, কুকুর, বিড়াল। এরপর সেই জন্তুরা ‘ইন্টারমিডিয়েট হোস্ট’ হিসাবে কাজ করে এবং তাদের থেকে মানুষে সংক্রমিত হয়।
নিপা ভাইরাসের লক্ষণ-- শ্বাসযন্ত্র ও নার্ভের গুরুতর সমস্যা দেখা দেয়। অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ঝিম ধরা। জটিল পরিস্থিতিতে দেখা দেয় এনসেফালাইটিস। সেখান থেকে কোমা এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই কীভাবে নিজেকে বাঁচাবেন?
নিপা ভাইরাসের লক্ষণ– শ্বাসযন্ত্র ও নার্ভের গুরুতর সমস্যা দেখা দেয়। অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ঝিম ধরা। জটিল পরিস্থিতিতে দেখা দেয় এনসেফালাইটিস। সেখান থেকে কোমা এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই কীভাবে নিজেকে বাঁচাবেন?
যে-কোনও ফল ভালভাবে ধুয়ে খাবেন। গাছের তলা থেকে কোড়ানো ফল খাবেন না। যদি ফলে কোন-ওরকম কোন-ও ক্ষতদাগ থাকে, খাবেন না। ফল সমসময় বন্ধ জায়গায় রাখুন। খোলা জায়গায় রাখবেন না।
যে-কোনও ফল ভালভাবে ধুয়ে খাবেন। গাছের তলা থেকে কোড়ানো ফল খাবেন না। যদি ফলে কোন-ওরকম কোন-ও ক্ষতদাগ থাকে, খাবেন না। ফল সমসময় বন্ধ জায়গায় রাখুন। খোলা জায়গায় রাখবেন না।
ফল ধরার পর ভাল করে হাত ধুয়ে নিন। খেয়াল রাখুন আপনার পোষ্য যেন সেই-সব জায়গায় না যেতে পারে, যেখানে বাদুড়ের আনাগোনা আছে।

ফল ধরার পর ভাল করে হাত ধুয়ে নিন। খেয়াল রাখুন আপনার পোষ্য যেন সেই-সব জায়গায় না যেতে পারে, যেখানে বাদুড়ের আনাগোনা আছে।