Tag Archives: ODI Series

নামেই ‘সিংহ’! দাঁত, নখ কিছুই নেই দক্ষিণ আফ্রিকার! সহজ জয় টিম ইন্ডিয়ার

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে।

ইনিংস শুরু হতে না হতেই ক্ষুধার্ত সিংহের মতো স্বাগতিকদের ওপর ঝাঁপিয়ে পড়েন ভারতীয় পেসাররা। আরশদীপ সিং এবং আভেশ খান প্রোটিয়া ব্যাটারদের নাজেহাল করে দেন। আরশদীপ পান ৫ উইকেট, আবেশ চারটি। মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার সাতজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটসম্যান শূন্য রানে উইকেট হারান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে ৫ উইকেট নেওয়া প্রথম পেসার আরশদীপ সিং।

আরও পড়ুন- সবুজ জার্সি নয়, আজ কেন গোলাপি জার্সি পরে নামল দক্ষিণ আফ্রিকা? রয়েছে বড় কারণ

ফ্যালকাওর ৩৩ রান দক্ষিণ আফ্রিকার সম্মান বাঁচায়। শেষমেশ ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় তারা। শ্রেয়াস আইয়ার এবং সাই সুদর্শন দুরন্ত ব্যাটিং করেন এদিন।সা

সাই সুদর্শনকে এদিন শুধুমাত্র প্লেয়িং ইলেভেনেই নয়, ওপেনিং ব্যাটার হিসেবেও সুযোগ দেওয়া হয়। তিন নম্বরে ব্যাট করতে এসে বিস্ফোরক স্টাইল দেখান শ্রেয়াস আইয়ার।

সাই সুদর্শন ৪৩ বলে ৯টি চারের সাহায্যে ৫৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। অপর প্রান্তে শ্রেয়াস আইয়ারও খেলেন ৫২ রানের দুর্দান্ত ইনিংস। দুই ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- ‘ইডেন গার্ডেন্স ইজ মাই ফেভারিট গ্রাউন্ড’,মুম্বই সরিয়ে দেওয়ার পর রোহিত কি KKR এ

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে দক্ষিণ আফ্রিকার জন্য সিরিজ বাঁচানোর লড়াই। ১৯ ডিসেম্বর দুই দল মুখোমুখি হবে। টিম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচেও জিতলে একদিনের সিরিজ জিতবে।

Rohit Sharma: ওডিআই-তে খেলবেন না রোহিত! পরিবর্তে কে হতে পারেন ভারত অধিনায়ক? দৌড়ে ৩ জন

ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল। ৩টি টি-২০, ৩টি ওডিআই ও ২টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। গত টি-২০ বিশ্বকাপের পর আর কোনও টি-২০ ম্যাচ খেলননি রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ সিরিজে খেলবেন না রোহিত।
ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল। ৩টি টি-২০, ৩টি ওডিআই ও ২টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। গত টি-২০ বিশ্বকাপের পর আর কোনও টি-২০ ম্যাচ খেলননি রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ সিরিজে খেলবেন না রোহিত।
তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে রোহিত শর্মার না খেলার সম্ভাবনাই বেশি। বিশ্বকাপ ফাইনালে হারের পর বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন রোহিত শর্মা। খুব সম্ভাবনা টেস্ট সিরিজ থেকে দলে ফিরবেন তিনি।
তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে রোহিত শর্মার না খেলার সম্ভাবনাই বেশি। বিশ্বকাপ ফাইনালে হারের পর বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন রোহিত শর্মা। খুব সম্ভাবনা টেস্ট সিরিজ থেকে দলে ফিরবেন তিনি।
রোহিত শর্মা যদি একদিনের সিরিজে না খেলে তাহলে ভারতীয় দলকে নেতৃত্ব দেবে কে তা নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে। টি-২০-তে রোহিতের অনুপস্থিতিতে এক বছরের বেশি সময় হার্দিক পান্ডিয়া নেতৃত্ব ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনিও চোটের কারণে দলের বাইরে।
রোহিত শর্মা যদি একদিনের সিরিজে না খেলে তাহলে ভারতীয় দলকে নেতৃত্ব দেবে কে তা নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে। টি-২০-তে রোহিতের অনুপস্থিতিতে এক বছরের বেশি সময় হার্দিক পান্ডিয়া নেতৃত্ব ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনিও চোটের কারণে দলের বাইরে।
ফলে রোহিতের বদলে কে হতে পারে ওডিআই সিরিজে কে হতে পারে ভারতের অধিনায়ক সেই তালিকায় উঠে আসছে ৩ জনের নাম। প্রথম নাম হল কেএল রাহুল। বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া চোটের কারণে ছিটকে যাওয়ায় কেএল রাহুলকে সহ অধিনায়ক করা হয়েছিল। এর আগেও ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রাহুলের। ব্যাট হাতেও ছন্দে রয়েছেন রাহুল।
ফলে রোহিতের বদলে কে হতে পারে ওডিআই সিরিজে কে হতে পারে ভারতের অধিনায়ক সেই তালিকায় উঠে আসছে ৩ জনের নাম। প্রথম নাম হল কেএল রাহুল। বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া চোটের কারণে ছিটকে যাওয়ায় কেএল রাহুলকে সহ অধিনায়ক করা হয়েছিল। এর আগেও ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রাহুলের। ব্যাট হাতেও ছন্দে রয়েছেন রাহুল।
ওডিআই সিরিজে ভারতের নেতৃত্ব দেওয়ার আরও এক দাবিদার হলেন জসপ্রীত বুমরাহ। এর আগে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন তারকা পেসার। এমনকী টেস্টেও অধিনায়কত্ব করেছেন। দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারও বুমরাহ। ফলে বুমরাহের কাঁধেও গুরু দায়িত্ব দিতে পারে বিসিসিআই।
ওডিআই সিরিজে ভারতের নেতৃত্ব দেওয়ার আরও এক দাবিদার হলেন জসপ্রীত বুমরাহ। এর আগে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন তারকা পেসার। এমনকী টেস্টেও অধিনায়কত্ব করেছেন। দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারও বুমরাহ। ফলে বুমরাহের কাঁধেও গুরু দায়িত্ব দিতে পারে বিসিসিআই।
এছাড়া তৃতীয় যেই নাম উঠে আসছে তা হল শ্রেয়স আইয়ার। বিশ্বকাপের ২টি শতরান করেছেন। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন শ্রেয়স আইয়ার। টি-২০ ক্রিকেটে ও আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে।
এছাড়া তৃতীয় যেই নাম উঠে আসছে তা হল শ্রেয়স আইয়ার। বিশ্বকাপের ২টি শতরান করেছেন। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন শ্রেয়স আইয়ার। টি-২০ ক্রিকেটে ও আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে।

অবশেষে স্বপ্নপূরণ বাংলার শাহবাজ আহমেদের, ভারতীয় দলে অভিষেক হল তরুণ অলরাউন্ডারের

#রাচি: ওয়াশিংটনরে চোটের কারণে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাংলার শাহবাজ আহমেদ। কিন্তু অভিষেক হয়নি। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তোলার অপেক্ষাটা দীর্ঘায়িত হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ফের জাতীয় দলে ডাক পাওয়ায় ফের আশা জেগেছিল শাহবাজের। অবশেষে হল স্বপ্নপূরণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্য়াচে ভারতীয় দলে অভিষেক হল বাংলার অলরাউন্ডারের।

আইপিএলে ২০২২-এ লাগাতার রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত পারফরম্যান্স। রঞ্জি ট্রফিতেও বাংলা দলকে একার হাতে জিতিয়েছেন একাধিক ম্যাচ। তারপর থেকেই ভারতীয় দলে সুযোগ পাওয়ার একটা জল্পনা তৈরি হয়েছিল বালার স্পিনার-অলরাউন্ডার শাহবাজ আহমেদের। জিম্বাবোয়ো সফরে সেই ডাক আসে আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলা থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া আরও এক ক্রিকেটার হলেন শাহবাজ।

বিসিসিআইয়ের তরফ থেকে শাহবাদ আহমেদের ভারতীয় দলের টুপি পাওয়ার ভিডিও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় ম্য়াচের টিম হার্ডেলে শাহবাজ আহমেদকে টুপি দেওয়া হয়। নিজের স্বপ্নপূরণ হওয়ায় খুশি বাঁ হাতি স্পিনার-ব্য়াটসম্য়ান। শাহবাজকে শুভেচ্ছা জানান দলের অন্য়ান্য় সতীর্থরা। শুভেচ্ছা জানানো হয় বিসিসিআইয়ের তরফ থেকেও।

প্রসঙ্গ,আইপএলে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ খেলে ২৭৯ রান ককরেছেন শাহবাজ আহমেদ। উইকেট নিয়েছেন ১৩টি। ফার্স্ট ক্লাস কেরিয়ারে ১৮ ম্যাচে ১০৪১ রান করেছেন শাহবাজ। গড় ৪১.৬৪, সর্বোচ্চ স্কোর ১১৬, শতরান ১টি, অর্ধশতরান ৭টি। বল হাতে ১৮ ম্যাচে ৫৭টি উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ। ৫৭ রান দিয়ে ৭ উইকেট তার বেস্ট বোলিং ফিগার।

IND vs SA 2nd ODI: ডি কক, মালানদের ব্যাটে প্রোটিয়াদের কাছে টেস্টের পর এবার একদিনের সিরিজও খোয়াল ভারত

দক্ষিণ আফ্রিকা জয়ী ৭ উইকেটে

#পার্ল: বাঁচা-মরার প্রশ্ন। সম্মানের প্রশ্ন। টিকে থাকার লড়াই। টেস্ট সিরিজ হারের পর সাদা বলের একদিনের সিরিজ জিতে জবাব দেওয়ার প্লাটফর্ম। যেভাবে ইচ্ছে ভারতীয় সর্মথকরা দেখেছিলেন এই একদিনের সিরিজটাকে। রামধনুর দেশ থেকে সম্পূর্ণ খালি হাতে ফিরতে চায়নি ভারত। কিন্তু বাস্তবটা বড় কঠিন। আর বাস্তব হল টেস্ট সিরিজ হারের পর, এবার একদিনের সিরিজও খুইয়ে আসতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

আরও পড়ুন – Exclusive: Rohit Sharma: রাহুল, পন্থ নাকি শেষমেশ বাজিমাত রোহিতের? টেস্ট অধিনায়ক চূড়ান্ত করল BCCI

শুক্রবার অবশ্য টস ভাগ্য সহায় ছিল অধিনায়ক কে এল রাহুলের। ব্যাট হাতে নিজে অর্ধশতরান করেন। ঋষভ পন্থ এবং শার্দুল ঠাকুর মিলে ভারতের রান ২৮৭ পর্যন্ত নিয়ে যান। প্রথমে ব্যাট করে অন্তত ৩০০ করতে না পারা ভারতের ব্যর্থতা। তাও এই রান লড়াইয়ের পক্ষে নেহাত ছিল না। কিন্তু শুরু থেকেই মাখনের মতো ব্যাট করতে থাকলেন কুইন্টন ডি কক এবং জানেমান মালান।

আরও পড়ুন – Australian Open Nadal last 16: অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় নাদাল, বার্টি! অবাক বিদায় ওসাকার

ডি কক যেন ঋষভ পন্থ এর পাল্টা জবাব দিতে নেমেছিলেন। ভারতীয় উইকেট রক্ষকের ৮৫ রানের ইনিংসের জবাবে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক থামলেন ৭৮ করে। ছয়টি বাউন্ডারি এবং তিনটি ছক্কা ছিল ইনিংসে। শার্দুল ঠাকুর এলবিডব্লিউ করেন। ওপেনিং পার্টনারশিপে ১৩২ তোলে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপর জানেমন মালান এবং অধিনায়ক বাভুমা এগিয়ে নিয়ে যেতে থাকেন প্রোটিয়াদের রান।

ব্যক্তিগত ৯১ রান করে বুমরাহর বলে বোল্ড হন মালন। এরপর যুজবেন্দ্র চাহাল ভারতকে এনে দেন বহু মূল্যবান বাভুমার উইকেট। এই সময় ৮৬ বলে ৭৪ রানের প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। উইকেটে দুজন নতুন ব্যাটসম্যান। কয়েক মুহূর্তের জন্য আশার আলো জেগেছিল ভারতের।

কিন্তু ছন্দে থাকা ভ্যান ডের ডুসেন কোন ভুল করেননি। তাকে সহায়তা করলেন মার্করাম। ভুবনেশ্বর কুমার প্রথম স্পেলে ৪ ওভারে ৪০ রান দিলেন। নিজের সেরা সময় পেছনে ফেলে এসেছেন ভুবি পরিষ্কার। প্রথম ম্যাচে বল না পেলেও আজ বল করলেন ভেঙ্কটেশ আইয়ার।

দারুণ উল্লেখযোগ্য বল না করলেও খুব খারাপ করেননি। তবে চাহাল দারুণ চেষ্টা করেছিলেন। একটি উইকেট পাওয়া তার খারাপ ভাগ্য। একটি উইকেট পেলেও  নিজেকে উজাড় করে দিলেন বুমরাহ। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই ম্যাচ এবং সিরিজ পকেটে পুরে নিল প্রোটিয়া ব্রিগেড।

 

IND vs SA, 1st ODI : বাভুমা, ডুসেনের জোড়া শতরানে ভারতের সামনে বড় টার্গেট রাখল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা – ২৯৬/৪

#পার্ল: নেলসন ম্যান্ডেলার দেশে গত সপ্তাহে জোর ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্বপ্ন। ধূলোয় গড়াগড়ি খেয়েছে টেস্ট জয়ের আশা। পরের দিন আরও বড় চমক অপেক্ষা করছিল। আচমকাই টেস্টের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন কোহলি। এখন দেখার, রোহিত শর্মার অনুপস্থিতিতে ওয়ান ডে সিরিজের স্টপগ্যাপ অধিনায়ক লোকেশ রাহুলকে গাইড করার সদিচ্ছা তিনি দেখান কিনা। যেমনটা এক সময় ধোনি তাঁকে করতেন।

আরও পড়ুন – Rafael Nadal Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সহজেই পৌঁছলেন নাদাল, বার্টি এবং ওসাকা

কোহলি উদারতা দেখাক বা না দেখাক, এবার কিন্তু আতসকাচের নীচে থাকবে তাঁর ব্যাটিং। টেস্ট সিরিজে রক্ষণাত্মক দেখিয়েছিল তাঁকে। তবে এবার গিয়ার পাল্টে শটের ফুলঝুরি ছোটানোর চ্যালেঞ্জের সামনে ভিকে। কঠিন পরীক্ষা ওপেনার শিখর ধাওয়ানেরও। রোহিত শর্মা ফিরলে প্রথম এগারোয় জায়গা অনিশ্চিত তাঁর। পায়ের তলার জমি শক্ত করতে এটাই সেরা মঞ্চ। পার্ল, ছবির মতো সুন্দর মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক বাভুমা।

আরও পড়ুন – Australia vs New Zealand postponed: ওমিক্রনের চোখ রাঙানিতে আপাতত স্থগিত হল নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর

ওপেনার জানেমান মালানকে (৬) ফিরিয়ে দিলেন বুমরাহ। কুইন্টন ডি কক (২৭) ভাল ব্যাট করছিলেন। বল করতে এসেই প্রথম বলে বোল্ড করলেন অশ্বিন। মার্করামকে (৪) সরাসরি থ্রো করে ফিরিয়ে দিলেন ভেঙ্কটেশ আইয়ার। কিছুটা চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই জায়গা থেকে অধিনায়ক বাভুমা এবং ভ্যান ডের দুসেন সামলে নিলেন। ধৈর্য দেখালেন।

বুমরাহ, ভুবনেশ্বর, অশ্বিন, চাহালদের বিরুদ্ধে স্কোরবোর্ড চালু রাখলেন দুজনে। দুজনেই করলেন অর্ধশতরান। ভারতের দুই স্পিনার উইকেট থেকে টার্ন আদায় করছিলেন। বিশেষ করে চাহাল দারুণ বল করেন। কিন্তু বাভুমা এবং ডুসেন দুজনেই উইকেট কামড়ে পড়ে রইলেন। ৩৮ ওভারে ২০০ তুলে নিল দক্ষিণ আফ্রিকা। উইকেট খুব একটা দ্রুতগতির ছিল না।

বল পড়ে সেভাবে ব্যাটে আসছিল না। তবে দুজন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান যথেষ্ট মানিয়ে নিয়েছিলেন পিচের গতির সঙ্গে। দুজনেই জানতেন নতুন ব্যাটসম্যান এসে মানিয়ে নিতে যতটা সময় নেবেন, তা থেকে তারা দুজন যতদূর পর্যন্ত থাকতে পারবেন, তত বেশি রান ওঠার সম্ভাবনা। সেটাই করলেন।

বাভুমা একদিনের ক্যারিয়ারের দ্বিতীয় শতরান পেয়ে গেলেন। অন্যদিকে শতরান পেলেন ভ্যান দু সেন। বাভুমা আউট হয়ে গেলেও তিনি অপরাজিত রইলেন ১২৯ রানে। যে রান দক্ষিণ আফ্রিকা তুলেছে, সেটা তোলা ভারতের পক্ষে অসম্ভব নয়। কিন্তু প্রথম তিন জন ব্যাটসম্যানকে ভরসা দিতে হবে।

IND vs SA ODI series : চোটের জন্য নেই নখিয়া, ভারতের বিরুদ্ধে দেখে নিন দক্ষিণ আফ্রিকার একদিনের দল

#জোহানেসবার্গ: দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগের দিন একদিনের সিরিজের দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটে প্রথম ম্যাচ ভারতের কাছে হেরে সোমবার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকা। তার আগে দক্ষিণ আফ্রিকা বুঝিয়ে দিতে চাইল তারা একদিনের চ্যালেঞ্জ এর জন্য তৈরি। বর্তমান দক্ষিণ আফ্রিকা দলটা টেস্টের থেকে একদিনের ক্রিকেট অনেক বেশি ভাল খেলে।

আরও পড়ুন – Ravi Shastri T20 World Cup : টি টোয়েন্টি বিশ্বকাপে হারে ব্যাখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড রবি শাস্ত্রী

মার্করাম, ডেভিড মিলারদের হত আক্রমনাত্মক ক্রিকেটার রয়েছে। অধিনায়ক বাভুমা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারেন। দীর্ঘ দিনের পুরনো পারনেল আবার ফিরে এসেছেন। ভ্যান ডের দুসেন যথেষ্ট বিপদজনক ব্যাটসম্যান। যদিও দলে নেওয়া হয়নি ফাফ দু প্লেসিকে। ঘরের মাঠে ১৭ জনের দল নিয়ে তিন ম্যাচের সিরিজ খেলতে নামবে তারা। একদিনের দলের অধিনায়ক তেম্বা বাভুমা।

আরও পড়ুন – Chetan Sharma on Ruturaj Gaikwad : ভারতীয় ক্রিকেটে রাজ করতেই এসেছে ঋতুরাজ, নিশ্চিত চেতন শর্মা

রয়েছেন টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া কুইন্টন ডি’কক। প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটে দক্ষিণ আফ্রিকার জোরে বোলার মার্কো জানসেনের। একদিনের দলেও জায়গা পেয়েছেন তরুণ পেসার। দলে নেই এনরিখ নোখিয়া। চোটের কারণে বাদ পড়েছেন তিনি। দলে ফিরেছেন ওয়েন পারনেল, সিসান্দা মাগালা এবং জুবের হামজা। বাভুমার ডেপুটি হিসাবে ঘোষণা করা হয়েছে স্পিনার কেশব মহারাজের নাম।

দলে রয়েছেন অভিজ্ঞ ডেভিড মিলারও। ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ। পরের ম্যাচ ২১ জানুয়ারি। দুটি ম্যাচই হবে পার্লে। সিরিজের শেষ ম্যাচ কেপ টাউনে। ২৩ জানুয়ারি হবে সেই খেলা। অন্যদিকে ভারতের জাতীয় দলে ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ার যেমন সুযোগ পেয়েছেন, তেমনই জায়গা হয়েছে শিখর ধাওয়ান, চাহালদের।

শক্তির বিচারে অনেক এগিয়ে ভারত। কিন্তু নিজেদের ঘরের মাঠ এবং পরিবেশ বলে দক্ষিণ আফ্রিকা চমক দিতে পারে। তাই টিম ইন্ডিয়া তাদের হালকা করে দেখার ভুল করবে না। এছাড়া ভারতের ফাস্ট বোলারদের সামলানো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কাছে টেস্টের মতই বড় চ্যালেঞ্জ হতে চলেছে একদিনের ক্রিকেটে।