Tag Archives: Om Birla

স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা, আসনে বসালেন মোদি, রাহুল

শত বিতর্কের পর লোকসভায় নির্বাচিত হলেন ওম বিড়লা, নির্বাচিত হলেন স্পিকার পদে৷ বুধবার তাঁকে স্পিকার পদে নির্বাচন করলেন নতুন লোকসভার সদস্যরা৷ এ দিন ওম বিড়লাকে লোকসভার স্পিকার পদে বসালেন রাহুল গান্ধি, নরেন্দ্র মোদি৷

Om Birla: লোকসভার স্পিকার পদে নির্বাচিত ওম বিড়লা, সংঘাত ছেড়ে সৌজন্যই দেখাল ইন্ডিয়া জোট

নয়াদিল্লি: ১৮তম লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন ওম বিড়লা৷ ইন্ডিয়া জোট ভোটাভুটি না চাওয়ায় ধ্বনি ভোটেই টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন তিনি৷ সংখ্যার নিরিখে ওম বিড়লার স্পিকার হিসেবে নির্বাচিত হওয়া সময়ের অপেক্ষা ছিল৷ তাঁর বিরুদ্ধে স্পিকার পদে কংগ্রেসের কে সুরেশকে প্রার্থী করেছিল ইন্ডিয়া জোট৷

টানা দু বার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে বলরাম জাখরের নজির ছুঁলেন ওম বিড়লা৷ এ দিন ওম বিড়লা স্পিকার পদে নির্বাচিত হওয়ার পর তাঁর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

আরও পড়ুন: বাজারের ব্যাগের ভিতরে কেঁদে উঠল শিশু, লোকাল ট্রেনে শিশু পাচার? বিরাটীতে তুলকালাম

এ দিন ওম বিড়লার নাম স্পিকার হিসেবে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রোটেম স্পিকার বি মেহতাব এই ঘোষণা করলেও ভোটাভুটির জন্য চাপ দেননি বিরোধীরা৷ এর পরই ধ্বনি ভোটে সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সমর্থনে স্পিকার পদে নির্বাচিত হন তিনি৷

স্পিকার পদে নির্বাচনকে কেন্দ্র করে গতকাল থেকে সরকার এবং বিরোধীদের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হলেও ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পর দেখা গেল সৌজন্যের ছবি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সংসদীয় মন্ত্রী কিরেন রিজুজুর সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধিও আসন ছেড়ে উঠে এসে ওম বিড়লাকে তাঁর চেয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন৷

ওম বিড়লা স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছরে দক্ষ হাতে লোকসভা পরিচালনার জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, গত পাঁচ বছরের মতো আগামী দিনেও একাধিক গুরুত্বপূর্ণ বিল সংসদে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে৷ বিশেষত নতুন সাংসদদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, কোভিড কালে প্রত্যেক সাংসসদকে ফোন করে তাঁদের খবর নেওয়ার মতো বিষয়গুলি উল্লেখ করে ওম বিড়লার প্রশংসা করেন প্রধানমন্ত্রী৷

১৯৮০ সালে লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন পঞ্জাবের কংগ্রেস সাংসদ বলরাম জাখর৷ ১৯৮৫ সালে ফের স্পিকার পদে নির্বাচিত হন তিনি৷ স্বাধীন ভারতে জাখরের পর ওম বিড়লাই প্রথম, যিনি পর পর লোকসভার দুটি মেয়াদে স্পিকার হিসেবে নির্বাচিত হলেন৷

এনডি-এর বৈঠকে ওম বিড়লাম নামে স্পিকার পদে শিলমোহর

ওম বিড়লায় এনডি-এর শিলমোহর! এনডিএ-র বৈঠকে ওম বিড়লার নামে শিলমোহর পড়ল, স্পিকার পদের প্রার্থী হিসাবে। স্পিকার পদে আজ, মানে সোমবারই মনোনয়ন পেশ করবেন ওম বিড়লা। ‘ইন্ডিয়া’-র স্পিকার পদে প্রার্থী কংগ্রেসের কে সুরেশ। লোকসভায় স্পিকার পদে নির্বাচন আগামিকাল।