Tag Archives: One rupee coin

Ten Rupee Coin: দোকানদার ১ টাকা বা ১০ টাকার কয়েন নিতে চাইছেন না? হতে পারে বড় শাস্তি, জেনে নিন নিয়ম

অনেক সময়ই দোকানে গেলে ব্যবসায়ীরা ১ টাকা বা ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করেন, বিশেষ করে ছোট ১ টাকার কয়েন বা অন্য রকম ১০ টাকার মুদ্রা হলে।
অনেক সময়ই দোকানে গেলে ব্যবসায়ীরা ১ টাকা বা ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করেন, বিশেষ করে ছোট ১ টাকার কয়েন বা অন্য রকম ১০ টাকার মুদ্রা হলে।
কিন্তু সেই সময় উপায়ও থাকে না, আর টাকা নেওয়ার সময় বাধ্য হয়ে ১ টাকা এবং ১০ টাকার কয়েন নিতে হলেও সেই কয়েন অন্য কাউকে দেওয়া যায় না। (Image: Representative)
কিন্তু সেই সময় উপায়ও থাকে না, আর টাকা নেওয়ার সময় বাধ্য হয়ে ১ টাকা এবং ১০ টাকার কয়েন নিতে হলেও সেই কয়েন অন্য কাউকে দেওয়া যায় না। (Image: Representative)
১ টাকার কয়েন হোক বা ১০ টাকার কয়েন, রিজার্ভ ব্যাঙ্ক বাতিল করেনি এমন কোনও মুদ্রা যদি কেউ নিতে অস্বীকার করেন, তা হলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। (Representational image: Shutterstock)
১ টাকার কয়েন হোক বা ১০ টাকার কয়েন, রিজার্ভ ব্যাঙ্ক বাতিল করেনি এমন কোনও মুদ্রা যদি কেউ নিতে অস্বীকার করেন, তা হলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। (Representational image: Shutterstock)
কী ভাবে অভিযোগ জানাবেন, শাস্তিই বা কী হতে পারে?কোনও দোকানদার বা ব্যবসায়ী যদি ১ টাকার বা ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করেন সেই ক্ষেত্রে প্রথমে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা যায়। রিজার্ভ ব্যাঙ্কেও অভিযোগ জানানো যায়। (Image-shutterstock)
কী ভাবে অভিযোগ জানাবেন, শাস্তিই বা কী হতে পারে?
কোনও দোকানদার বা ব্যবসায়ী যদি ১ টাকার বা ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করেন সেই ক্ষেত্রে প্রথমে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা যায়। রিজার্ভ ব্যাঙ্কেও অভিযোগ জানানো যায়। (Image-shutterstock)
সেই ব্যক্তির বিরুদ্ধে ইন্ডিয়ান কারেন্সি অ্যাক্ট বা ভারতীয় ন্যায় সংহিতার ৩৬৫ থেকে ৩৬৯ ধারা। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এই ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে জরিমানা, কারাবাস বা দুই-ই হতে পারে। (Image: Representative)
সেই ব্যক্তির বিরুদ্ধে ইন্ডিয়ান কারেন্সি অ্যাক্ট বা ভারতীয় ন্যায় সংহিতার ৩৬৫ থেকে ৩৬৯ ধারা। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এই ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে জরিমানা, কারাবাস বা দুই-ই হতে পারে। (Image: Representative)