Tag Archives: OTT Series Review

Chemistry Mashi Review: জীবনের সিলেবাসে যাঁরা কেমিস্ট্রিতে কাঁচা, তাঁদের কেমিস্ট্রিতেই বাঁচা

‘কেমিস্ট্রি’ এবং ‘মাসি’ এই দুই শব্দ যে পাশাপাশি বসতে পারে, সেটাই এতদিন গতানুগতিক চিন্তাভাবনার বাইরে ছিল৷ সেই ভাবনাকেই ছকভাঙা চিন্তায় দ্রবীভূত করেছে হইচই-এর সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’৷ জায়মান হয়ে মিলিয়ে গিয়েছে পুরনো চিন্তাভাবনা ও হিসেবনিকেশ। সৌরভ চক্রবর্তী পরিচালিত এই সিরিজেই ওটিটি-তে আত্মপ্রকাশ হয়েছে দেবশ্রী রায়ের৷ বিনোদনের এই নতুন মাধ্যমে আবির্ভাবেই বাজিমাত করেছেন তিনি৷ অভিনয় দক্ষতার রসায়নে বুঝিয়েছেন মাধ্যম যা-ই হোক না কেন৷ কুশীলবের দক্ষতাই শেষ কথা৷

দেবশ্রী রায় অভিনীত শেষ ধারাবাহিক ‘সর্বজয়া’-র চরিত্রের কিছুটা হলেও ছায়া পড়েছে কেমিস্ট্রি মাসি সুচরিতা লাহিড়ির উপর৷ কাহিনিতে সুচরিতা জৈব রসায়নে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম৷ কিন্তু তাঁর ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ পরিচয় চলে গিয়েছে বৈঠককানার মানানসই কুশনকভারে আড়ালে আর রান্নাঘরে ফোড়নের ছ্যাঁকছোঁকে৷ ওজনদার সরকারি চাকুরে স্বামী সুশোভন চান তাঁর স্ত্রীর পরিচয়েই খুশি থাকুন সুচরিতা৷ ছেলে ঋভুরও ইচ্ছে, জীবনে বেশি পরীক্ষা নিরীক্ষার পথে যেন মা না হাঁটেন৷ তবুও সুচরিতার পড়ানোর ইচ্ছে, শিক্ষকতার স্বপ্ন পল্লবিত হতে থাকে গৃহকোণের পাতাবাহারের মতোই৷

ইচ্ছে আর ভালবাসাকে লালন করতেই যেন সুচরিতা পড়ান৷ তাঁর গৃহ সহায়িকার ছেলের কেমিস্ট্রি দিদিমণি হয়ে ওঠেন৷ তাঁর সেই ছোট্ট পা ফেলাই একদিন হয়ে দৃপ্ত পদচারণা৷ অনলাইন শিক্ষকতার মধ্যমণি হয়ে ওঠেন সুচরিতা৷ ঘরে ঘরে পড়ুয়াদের অগাধ ভরসা কেমিস্ট্রি মাসির উপর৷ যাত্রার এই উড়ানে সুচরিতা বাড়িতে সাহায্য পান কেবল তাঁর পুত্রবধূর৷ পরের প্রজন্মের এই তরুণীর সাহচর্যেই সুচরিতা ক্যামেরার মুখোমুখি হয়ে কাটিয়ে ওঠেন আড়ষ্টতা৷ বুঝতে পারেন রান্নাঘরই সবথেকে বড় রসায়নের পরীক্ষাগার৷ তাই রান্না করতে করতে, রান্নার উপকরণের যুগলবন্দিতেই প্রাঞ্জল করে তোলেন কেমিস্ট্রির গূঢ় তত্ত্ব৷ বুঝিয়ে দেন সমীকরণের জটিলতা৷

আরও পড়ুন : দুই হাতে দু’টো বন্দুক, আর এক হাতে একটা টর্চ নিয়ে রেকর্ড ভাঙা চুম্বনে হৃদয়হরণ দীপক চ্যাটার্জির, থুড়ি আবীরের!

সহজ, সাবলীল কথা বলা, পাঠ্য বোঝানোই কেমিস্ট্রি মাসির তুরুপের তাস৷ কিন্তু সুচরিতার জনপ্রিয়তা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে দুর্বোধ্য হয়ে ওঠে তাঁর অন্দরমহলের সহজপাঠ ৷ অনলাইন কোচিং-য়ের ক্লাস নেওয়ার ভিডিও রেকর্ড করতে শেষে বাড়ি ছাড়েন তিনি৷ বাড়ি ছাড়লেও সংসার ছাড়েননি৷ অন্যত্র একাকী থাকতে শুরু করলেও তাঁর সুচারু, সুপটু নির্দেশেই চলত ঘরকন্না৷ দৃঢ়চেতা স্ত্রীর একরোখা মনোভাবে সায় না থাকলেও শেষ পর্যন্ত তাঁকে অসম্মান করেননি উচ্চপদস্থ স্বামী৷

কেমিস্ট্রি মাসি সুচরিতার চরিত্রে কোথায় যেন উঁকি দিয়ে যান বাস্তবে অনলাইন শিক্ষকতার দুনিয়ায় তুমুল জনপ্রিয় ‘খান স্যর’৷ তিনিও জনপ্রিয় তাঁর বাচনভঙ্গি ও পঠনপাঠনের প্রাঞ্জল ধরনের দৌলতে৷ তাঁদের সহজিয়া
দর্শনেই খোঁজা হয়েছে জটিল ব্যাধির উত্তর৷ উচ্চশিক্ষার পথে আর্থিক অস্বচ্ছলতার বাধাকে ধূলিসাৎ করতে ইন্টারনেট নিজেদের চ্যানেলই হাতিয়ার এই শিক্ষক শিক্ষিকাদের৷

সহজ পথে পাওয়া সাফল্যই কেমিস্ট্রি মাসি সুচরিতাকে দাঁড় করিয়ে দিল নামী বেসরকারি শিক্ষণ-সংস্থার অসূয়ার চাঁদমারিতে৷ কারণ কেমিস্ট্রি মাসির জোয়ারের আকর্ষণে ভাটার টান তাদের পড়ুয়া সংখ্যায়৷ একজন গৃহবধূ তাঁদের মূল প্রতিপক্ষ হয়ে উঠবেন, সেটা মানতে অপারগ বড় ব্র্যান্ড৷ ফলত ষড়যন্ত্রের শিকার হয়ে জেল খাটতে হয় সুচরিতাকে৷ সমস্যায় পড়তে হয় এন্ট্রান্স বোর্ডে সুচাকুরে তাঁর স্বামীকে৷ এই সিরিজে উঠে এসেছে শিক্ষাব্যবস্থাকে জড়িয়ে একাধিক প্রাসঙ্গিক, সামাজিক ও জ্বলন্ত সমস্যা৷

অভিনয়ে দেবশ্রী রায়কে যোগ্য সঙ্গত করেছেন তাঁর স্বামীর ভূমিকায় শঙ্কর চক্রবর্তী৷ দু’জনের বলিষ্ঠ উপস্থিতিতে বাঙ্ময় হয়ে উঠেছে মধ্যবয়সি দম্পতির সম্পর্কের টানাপড়েন৷ অন্যান্য ভূমিকায় প্রশংসার দাবি রাখে শঙ্কর চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, শ্রেয়া ভট্টাচার্য, সৌম্য মুখোপাধ্যায়ের অভিনয়৷ ভাবনাচিন্তার ছাপ আছে চরিত্রদের পোশাক পরিকল্পনাতেও৷ ইমন চক্রবর্তীর কণ্ঠে সিরিজের শীর্ষ সঙ্গীতও শ্রুতিমধুর৷ তবে সংলাপে আরও শান, প্রাণ এবং গতি প্রয়োজন৷

তাহলে কেমিস্ট্রি মাসির স্বপ্নের উড়ান কি থমকে গেল? নাকি ভুলে ভরা সিস্টেমের বিরুদ্ধে জারি থাকবে সুচরিতার লড়াই? উত্তর নিয়ে আসবে সিরিজের দ্বিতীয় মরশুম৷ তত দিন পর্যন্ত জীবনের সিলেবাসে যাঁরা কেমিস্ট্রিতে কাঁচা, তাঁদের কেমিস্ট্রিতেই বাঁচা জারি থাকুক৷