Tag Archives: Pataudi palace

Bollywood Gossip: কপাল পোড়া নায়কের! বাবার ৫হাজার কোটির সম্পত্তি কিছুই পাবেন না বলিউডের এই হিরো!

অভিনেতার বাবার বিশাল সম্পত্তির, কিন্তু এই সম্পত্তি নিয়ে রয়েছে নানা জটিলতা৷ ফলে হাজার হাজার কোটি টাকার সম্পতি থেকে দূরেই থাকবে হবে৷
অভিনেতার বাবার বিশাল সম্পত্তির, কিন্তু এই সম্পত্তি নিয়ে রয়েছে নানা জটিলতা৷ ফলে হাজার হাজার কোটি টাকার সম্পতি থেকে দূরেই থাকবে হবে৷
রাজ পরিবারের সন্তান, তিনি নিজেও নবাব৷ তাঁর ধমনিতে বইছে রয়াল ব্লাড৷ তিনি সইফ আলি খান৷ বলিউডের জনপ্রিয় অভিনেতা৷ বাবা মনসূর আলি খান পতৌদি, মা শর্মিলা ঠাকুর৷ স্ত্রী করিনা কাপুর খান৷
রাজ পরিবারের সন্তান, তিনি নিজেও নবাব৷ তাঁর ধমনিতে বইছে রয়াল ব্লাড৷ তিনি সইফ আলি খান৷ বলিউডের জনপ্রিয় অভিনেতা৷ বাবা মনসূর আলি খান পতৌদি, মা শর্মিলা ঠাকুর৷ স্ত্রী করিনা কাপুর খান৷
বলিউড অভিনেতা সাইফ আলি খান পতৌদি বংশের দশম নবাব। বাবা প্রয়াত মনসুর আলি খান পতৌদির কাছ থেকে পেয়েছেন বিশাল সম্পত্তি। তাঁর বাবা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের নামজাদা ক্রিকেটার।
বলিউড অভিনেতা সাইফ আলি খান পতৌদি বংশের দশম নবাব। বাবা প্রয়াত মনসুর আলি খান পতৌদির কাছ থেকে পেয়েছেন বিশাল সম্পত্তি। তাঁর বাবা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের নামজাদা ক্রিকেটার।
২০১১ সালে মনসুর আলি খানের মৃত্যুর পরে, হরিয়ানার পতৌদি গ্রামে একটি প্রতীকী অনুষ্ঠানে সাইফ আলিকে পতৌদির দশম নবাব হিসেবে তাঁকে তুলে ধরা হয়।
২০১১ সালে মনসুর আলি খানের মৃত্যুর পরে, হরিয়ানার পতৌদি গ্রামে একটি প্রতীকী অনুষ্ঠানে সাইফ আলিকে পতৌদির দশম নবাব হিসেবে তাঁকে তুলে ধরা হয়।
সাইফ তাঁর পারিবারিক ঐতিহ্য অব্যাহত রেখেছেন। সাইফ আলি খানের দুই ছোট বোন রয়েছে। সাবা আলি খান এবং সোহা আলি খান। এরা সবাই নবাব পরিবারের বংশধর। সাবা ডিজাইনার এবং সোহা অভিনেত্রী৷
সাইফ তাঁর পারিবারিক ঐতিহ্য অব্যাহত রেখেছেন। সাইফ আলি খানের দুই ছোট বোন রয়েছে। সাবা আলি খান এবং সোহা আলি খান। এরা সবাই নবাব পরিবারের বংশধর। সাবা ডিজাইনার এবং সোহা অভিনেত্রী৷
হরিয়ানার পতৌদি প্যালেস এবং ভোপালেও রয়েছে তাঁদের সম্পতি৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পারিবারিক সূত্রে প্রায় ৫ হাজার কোটি টাকার মালির সইফ। পতৌদি প্যালেসেই রয়েছে তাঁর বাবা এবং পূর্বপুরুষদের সমাধি৷
হরিয়ানার পতৌদি প্যালেস এবং ভোপালেও রয়েছে তাঁদের সম্পতি৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পারিবারিক সূত্রে প্রায় ৫ হাজার কোটি টাকার মালির সইফ। পতৌদি প্যালেসেই রয়েছে তাঁর বাবা এবং পূর্বপুরুষদের সমাধি৷
তাঁর বাবার কাছ থেকে যে সম্পত্তি তিনি পেয়েছেন, উত্তরাধিকারসূত্রে সাইফ তাঁর সন্তানদের সেই সম্পত্তি দিতে পারেবেন না৷ অর্থাৎ সারা আলি খান, ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খান এই সম্পত্তির উত্তরাধিকারী হবেন না। কারণ এতে আইনি জটিলতা রয়েছে৷
তাঁর বাবার কাছ থেকে যে সম্পত্তি তিনি পেয়েছেন, উত্তরাধিকারসূত্রে সাইফ তাঁর সন্তানদের সেই সম্পত্তি দিতে পারেবেন না৷ অর্থাৎ সারা আলি খান, ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খান এই সম্পত্তির উত্তরাধিকারী হবেন না। কারণ এতে আইনি জটিলতা রয়েছে৷
একটি বিশেষ রিপোর্ট অনুযায়ী, হাউস অফ পতৌদি ভারত সরকারের এমন এক আইনের অধীনে পড়ে যাতে সম্পত্তি পরের প্রজন্মকে দেওয়া যায় না৷ ফলে কেউ এর উত্তরাধিকারী দাবি করতে পারবে না।
একটি বিশেষ রিপোর্ট অনুযায়ী, হাউস অফ পতৌদি ভারত সরকারের এমন এক আইনের অধীনে পড়ে যাতে সম্পত্তি পরের প্রজন্মকে দেওয়া যায় না৷ ফলে কেউ এর উত্তরাধিকারী দাবি করতে পারবে না।
হাউস অফ পতৌদির সমস্ত সম্পত্তি এবং অন্যান্য সম্পর্কিত সম্পত্তি একই আইনের অধীনে পড়ে। তাই এ ধরনের সম্পত্তির উত্তরাধিকারী বলে কেউ দাবি করতে পারে না। এই আইনের আওতায় যেসব সম্পত্তি ও সম্পদ আসে সেগুলো পরিপারিক সূত্রে নিজের হবে না।
হাউস অফ পতৌদির সমস্ত সম্পত্তি এবং অন্যান্য সম্পর্কিত সম্পত্তি একই আইনের অধীনে পড়ে। তাই এ ধরনের সম্পত্তির উত্তরাধিকারী বলে কেউ দাবি করতে পারে না। এই আইনের আওতায় যেসব সম্পত্তি ও সম্পদ আসে সেগুলো পরিপারিক সূত্রে নিজের হবে না।
কিন্তু যদি এই পরিবারের কোনও ব্যক্তি সম্পত্তি দাবি করতে চান এবং বিশ্বাস করেন যে সম্পত্তিটি তাদেরই, তবে তারা এই বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হতে পারেন৷
কিন্তু যদি এই পরিবারের কোনও ব্যক্তি সম্পত্তি দাবি করতে চান এবং বিশ্বাস করেন যে সম্পত্তিটি তাদেরই, তবে তারা এই বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হতে পারেন৷