Tag Archives: Personal Loans

SBI থেকে ৩ বছরের জন্য ৯ লাখ টাকার Personal Loan নিচ্ছেন? কত EMI দিতে হবে দেখুন

হঠাৎ টাকার দরকার পড়লে প্রথমেই সঞ্চয়ে হাত পড়ে। জমানো টাকা ভাঙানো ছাড়া অন্য কোনও উপায়ও থাকে না। কিন্তু একটা উপায় রয়েছে, যাতে সঞ্চয়ে হাত না দিয়েও টাকার প্রয়োজন মেটানো যায়। সেটা হল পার্সোনাল লোন।
হঠাৎ টাকার দরকার পড়লে প্রথমেই সঞ্চয়ে হাত পড়ে। জমানো টাকা ভাঙানো ছাড়া অন্য কোনও উপায়ও থাকে না। কিন্তু একটা উপায় রয়েছে, যাতে সঞ্চয়ে হাত না দিয়েও টাকার প্রয়োজন মেটানো যায়। সেটা হল পার্সোনাল লোন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১১.৩৫ শতাংশ সুদের হারে পার্সোনাল লোন নিতে পারেন গ্রাহক। তবে এর জন্য ভাল ক্রেডিট স্কোর থাকতে হবে। ক্রেডিট স্কোর যত বেশি হবে তত কম সুদে লোন মিলবে। আবার ক্রেডিট স্কোর কম হলে সুদ বেশি দিতে হবে। এটাই নিয়ম।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১১.৩৫ শতাংশ সুদের হারে পার্সোনাল লোন নিতে পারেন গ্রাহক। তবে এর জন্য ভাল ক্রেডিট স্কোর থাকতে হবে। ক্রেডিট স্কোর যত বেশি হবে তত কম সুদে লোন মিলবে। আবার ক্রেডিট স্কোর কম হলে সুদ বেশি দিতে হবে। এটাই নিয়ম।
এখন যদি কেউ স্টেট ব্যাঙ্ক থেকে ৩ বছর মেয়াদে ৯ লাখ টাকার পার্সোনাল লোন নেন, তাহলে প্রতি মাসে কত টাকা ইএমআই দিতে হবে? পার্সোনাল লোন ক্যালকুলেটর অনুযায়ী, ১১.৩৫ শতাংশ সুদের হারে প্রতি মাসে ইএমআই পড়বে ২৬,৬১৪ টাকা।
এখন যদি কেউ স্টেট ব্যাঙ্ক থেকে ৩ বছর মেয়াদে ৯ লাখ টাকার পার্সোনাল লোন নেন, তাহলে প্রতি মাসে কত টাকা ইএমআই দিতে হবে? পার্সোনাল লোন ক্যালকুলেটর অনুযায়ী, ১১.৩৫ শতাংশ সুদের হারে প্রতি মাসে ইএমআই পড়বে ২৬,৬১৪ টাকা।
ইএমআইতে সুদ এবং আসল দুটোই দিতে হয়। হিসাব অনুযায়ী, ৩ বছর মেয়াদি ৯ লাখ টাকার পার্সোনাল লোনে ব্যাঙ্ককে সুদ হিসাবে মোট ১,৬৬,১১৩ টাকা মেটাতে হবে। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে মোট ১০,৫৫,১১৩ টাকা শোধ করতে হবে।
ইএমআইতে সুদ এবং আসল দুটোই দিতে হয়। হিসাব অনুযায়ী, ৩ বছর মেয়াদি ৯ লাখ টাকার পার্সোনাল লোনে ব্যাঙ্ককে সুদ হিসাবে মোট ১,৬৬,১১৩ টাকা মেটাতে হবে। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে মোট ১০,৫৫,১১৩ টাকা শোধ করতে হবে।
বলে রাখা ভাল, পার্সোনাল লোনের জন্য বিশেষ নথিপত্রের দরকার পড়ে না। গ্যারেন্টারও লাগে না। তবে আইটিআর, ৬ মাসের পে স্লিপ, ২টি পাসপোর্ট আকারের ছবি, আইডি প্রমাণ এবং আবাসিক প্রমাণ দেখাতে হয় ব্যাঙ্ককে। সর্বনিম্ন ৬ মাস এবং সর্বোচ্চ ৭২ মাসের মধ্যে শোধ করতে হয় পার্সোনাল লোন।
বলে রাখা ভাল, পার্সোনাল লোনের জন্য বিশেষ নথিপত্রের দরকার পড়ে না। গ্যারেন্টারও লাগে না। তবে আইটিআর, ৬ মাসের পে স্লিপ, ২টি পাসপোর্ট আকারের ছবি, আইডি প্রমাণ এবং আবাসিক প্রমাণ দেখাতে হয় ব্যাঙ্ককে। সর্বনিম্ন ৬ মাস এবং সর্বোচ্চ ৭২ মাসের মধ্যে শোধ করতে হয় পার্সোনাল লোন।
অনেকে জানতে যান, যাঁদের বেতন কম তাঁরা কী পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারেন। এর উত্তর হল, হ্যাঁ। ধরে নেওয়া যাক, কারও মাসিক বেতন ১৫ হাজার টাকা। তিনি খুব সহজেই ৫০ হাজার টাকা থেকে শুরু ক্রে ৫ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পেতে পারেন। তবে মাসিক আয়ের ৫০ শতাংশের বেশি যেন ইএমআই না হয় সেটা খেয়াল রাখতে হয়। অর্থাৎ যদি কারও মাসিক বেতন ৩০ হাজার টাকা হয়, তাহলে ইএমআই ১৫ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়।
অনেকে জানতে যান, যাঁদের বেতন কম তাঁরা কী পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারেন। এর উত্তর হল, হ্যাঁ। ধরে নেওয়া যাক, কারও মাসিক বেতন ১৫ হাজার টাকা। তিনি খুব সহজেই ৫০ হাজার টাকা থেকে শুরু ক্রে ৫ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পেতে পারেন। তবে মাসিক আয়ের ৫০ শতাংশের বেশি যেন ইএমআই না হয় সেটা খেয়াল রাখতে হয়। অর্থাৎ যদি কারও মাসিক বেতন ৩০ হাজার টাকা হয়, তাহলে ইএমআই ১৫ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়।