Tag Archives: Petrol price

TMC Protest against Fuel Price hike| তেলের দাম নিয়ে আজ থেকে রাস্তায় তৃণমূল, নেটদুনিয়ায় হাতিয়ার অটলের ভিডিও

#কলকাতা: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ও কাল রাজ্য জুড়ে পথে নামছে তৃণমূল। রাজ্যের ২৯৪ আসনেই চলবে প্রতিবাদ কর্মসূচি।  দলের সব মন্ত্রী-বিধায়কদেরই প্রতিবাদে রাস্তায় নামতে বলা হয়েছে। পাশাপাশি তৃণমূল যুব সংগঠনও রাস্তায় নামছে এই ইস্যুকে হাতিয়ার করে। প্রথম দিনেই পথে নামবেন ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়রা। আর নেটদুনিয়ায় এই প্রতিবাদকে সফল করতে তৃণমূলের হাতিয়ার খোদ অটলবিহারী বাজপেয়ীর একটি ভিডিও।  ১৯৭৩ সালে তেলের দাম ৭ পয়সা বেড়ে যাওয়ায়  গোরুর গাড়িতে চড়ে সংসদভবনে গিয়েছিলেন। তৃণমূলের সৌজন্যে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওই।

এ দিন আরও একবার ভিডিওটি শেয়ার করে আগামী দুদিনের কর্মসূচির কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন।  সূত্রের খবর রাজ্য জুড়ে সব পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের নেতাকর্মীরা। গণস্বাক্ষর সংগ্রহের কাজও চলবে পাশাপাশি।কোভিড বিধি মেনেই সব কর্মসূচি পালনের নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের।

গত ৪০ দিন কলকাতায় লাগাতার বেড়েছে পেট্রোলের দাম। সরাসরি টান পড়ছে মধ্যবিত্তর পকেটে। পাল্লা দিয়েই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। তৃণমূল চাইছে এই ইস্যুকে বৃহত্তর মঞ্চে কাজে লাগাতে।একদিকে যেমন প্রত্যেক বিধায়ক-নেতা স্ব স্ব জেলায় পথে নামবেন,তেমনই আসন্ন বাদল অধিবেশনে লোকসভাতেও এই নিয়ে ঝড় তুলতে চায় তৃণমূল। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সংসদ কক্ষে নেতৃত্ব দেবেন।

ইতিমধ্যেই নিজেই নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন, জ্বালানি কর কমানোর প্রস্তাব দিয়ে। চিঠিতে মমতা স্পষ্ট পরিসংখ্যান তুলে দিয়ে লিখেছেন, মে মাসে ৮ বার পেট্রোলের দাম বেড়ে গিয়েছে। জুনে দাম বেড়েছে মোট ৬ বার। আর জুলাইয়ের প্রথম সপ্তাহেই ৪ বার দাম বাড়ল পেট্রোলের। পাশাপাশি তিনি সেস নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন। আগামী দিনে তিনি এই ইস্যুতে আরও সুর চড়াবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। নোটবন্দির সময় থেকেই জনতার ইস্যুতে দ্রুত বিরোধিতার অবস্থান নেওয়া তৃণমূলের রাজনৈতিক কৌশল। এবারেও তার অন্যথা হচ্ছে না।

গ্যাসের দামে মাথায় হাত, আত্মনির্ভরতা কী ভাবে আসবে, প্রশ্ন মিমির

#কলকাতা: চার দিনের ব্যবধানে গ্যাসের দাম বেড়েছে মোট ৫০ টাকা। তিন মাসে মূল্যবৃ্দ্ধি হয়েছে ২২৫ টাকা। রান্নার গ্যাসের এমন লাগামছাড়া মূল্যবৃদ্ধিকেই এবার হাতিয়ার করলেন সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর প্রশ্ন, গ্যাসের দাম দিতে কি রক্ত বেচতে হবে দেশবাসীকে?

মিমি এদিন ট্যুইটারে লেখেন, “আমার বাড়িতে আজ সকালে গ্যাস দিতে এসেছিল। গ্যাসের দাম শুনেই মূর্ছা যাচ্ছি।” আক্রমণ শানিয়ে মিমি বলেন, “কেয়া হুয়া তেরা বাদা। আত্মনির্ভর কেয়া অ্যায়সে বানেগা ইন্ডিয়া।” অর্থাৎ একদিকে যখন কেন্দ্রীয় নেতারা বারবার বাংলায় এসে আত্মনির্ভরতার বার্তা দিচ্ছেন, সাংসদ অভিনেত্রী কটাক্ষ করছেন সেই বাক্যবন্ধকেই।

রবিবার মধ্যরাতেই আরও ২৫ টাকা বাড়ে গ্যাসের দাম। ডিসেম্বরে দুদফায় গ্যাসের দাম বেড়েছিল ১০০ টাকা। আপাতত কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা ৫০ পয়সা। ফেব্রুয়ারিতে তিন দফায় দাম বেড়ে হল ১০০ টাকা। অনেকই প্রশ্ন তুলছেন, মার্চে কি আরও এক-দু দফায় দামবে গ্যাসের দাম? এই অবস্থায় পেট্রোপণ্যের বেলাগাম দামকেই হাতিয়ার করেছে তৃণমূল।গত কয়েক কয়েক দিন বারংবার পথে নেমেছেন তৃণমূলের নেতাকর্মীরা। প্রসঙ্গত তেলের দামে একটাকা কর ছাড়ও দিয়েছে রাজ্য সরকার। এই অবস্থায় শেষ চমকটা দেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। গ্যাস-পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে তিনি ই-স্কুটি চালিয়ে নবান্নে যান। ফেরেনও সেই ভাবেই। ক্রমেই পরিষ্কার হয়, আসন্ন নির্বাচনে পেট্রোপণ্যের দাম একটি ইস্যু হয়ে উঠতে চলেছে।

উল্লেখ্য কুকুরের ক্যান্সার ধরা পড়ায় দীর্ঘদিন তাই নিয়েই ব্যস্ত মিমি চক্রবর্তী। মিটিং মিছিলেও দেখা যাচ্ছে না তাঁকে।  এই অবস্থায় মিমির ট্যুইটটি কার্যত রাজনীতির উত্তপ্ত ময়দানে নতুন করে তাঁর এন্ট্রি। দেখার, আগামী দিনে ঠিক কতটা ঝাঁঝালো হয়ে ওঠেন মিমি।