Tag Archives: POLICE DG

West Bengal Police: নজরে মহরম, একুশে জুলাই! এসপি, সিপিদের বৈঠকে কড়া নির্দেশ রাজ্য পুলিশের ডিজির

কলকাতা: আরও কড়া হতে হবে পুলিশকে। এসপি, সিপিদের এবার কড়া নির্দেশ রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ের। বৃহস্পতিবার রাজ্য পুলিশের এসপি, সিপিদের নিয়ে জরুরি ভিত্তিতে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি।

“যাঁরা অপরাধমূলক কাজ করছেন তাঁদের কাউকে রেয়াত করা যাবে না।” এবার এসপি, সিপিদের এই মর্মে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির। এসপি, সিপিদের কড়া নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি। “দাগী অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ এলে কড়া পদক্ষেপ নিতে হবে। অপেক্ষা করা যাবে না। প্রয়োজনে পুলিশের প্রতিনিধিদলকে আরও শক্ত করুন।”

মহরম নিয়ে আলাদা করে সতর্ক করেন ডিজি। তাঁর কথায়, “পুলিশকে সতর্ক থাকতে হবে। কোনওরকম ভাবেই যাতে আইনশৃঙ্খলার কোনও অবনতি না হয় তার জন্য এখন থেকেই সব রুট তৈরি করে নেবেন। কোনওরকম হিংসাকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন-শৃঙ্খলার কড়া বার্তা সিপি-এসপিদের। এদিন বিকেলে প্রায় এক ঘন্টা ধরে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি।

আরও পড়ুন: সৌরভের স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ! নবান্নে হস্তান্তর হল গড়বেতার ৩১৮ একর জমি

একুশে জুলাই নিয়েও পুলিশকে সতর্ক করেন রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইন শৃঙ্খলা। বলা হয়, বাসের ছাদে যাতে কেউ বসতে না পারে সেটা দেখতে হবে। এতে দুর্ঘটনা ঘটতে পারে। একুশে জুলাই ট্রাফিক ব্যবস্থা ভাল করে দেখারও নির্দেশ দেওয়া হয় বৈঠকে। ২১ শে জুলাই ট্রাফিক নিয়ে যাতে কোনও অভিযোগ না ওঠে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ তারিখের পর থেকেই বিভিন্ন জেলা থেকে রওনা দেবেন তৃণমূল কর্মী সমর্থকরা। তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজির বার্তায়।

পাশাপাশি এসপি সিপিদের উদ্দেশে এই বৈঠকে ডিজি আরও বলেন, “অনেকেই ভুয়ো খবর ছড়াচ্ছে। ভুয়ো খবর ছড়ালে সঙ্গে সঙ্গে তা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানাতে হবে। পুলিশকে দায়িত্ব নিয়ে এটা করতে হবে। সব সময় সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখুন।”