Tag Archives: Pranati Nayak

ত্রিপুরার দীপা কর্মকার পারলেন না! বাংলার প্রণতি গর্বিত করলেন গোটা দেশকে 

পশ্চিম মেদিনীপুর: ফের প্রণতির ঝুলিতে আরেকটি মেডেল। দেশকে গর্বিত মেদিনীপুরের মেয়ে। সম্প্রতি আয়োজিত ফিগ অ্যাপারেটাস বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে দেশের নাম উজ্জ্বল করলেন মেদিনীপুরের প্রণতি নায়েক।

শেষ অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেও অল্পের জন্য পিছিয়ে পড়তে হয়েছিল পিংলার করকাই গ্রামের বাসিন্দা, ভারতীয় জিমন্যাস্ট প্রণতি নায়েককে। তবে ফর্মে ফিরে প্যারিস অলিম্পিকের বাছাই পর্বের টুর্নামেন্টে নিজেকে তুলে ধরতে পেরেছেন প্রণতি।

আরও পড়ুন- ১৭ দিন পর সৌরভের আজ ‘খুশির সকাল’, তবে ৭ দিন পর থেকে আবার চিন্তা বাড়বে!

প্রণতি ফাইনালে বা চূড়ান্ত পর্যায়ে 13.616 (13.62) স্কোর করে তৃতীয় স্থান দখল করেন। তবে পিছিয়ে পড়েন জিমন্যাস্ট দীপা।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন করে ফাইনালে উঠলেও ভারতের অপর জিমন্যাস্ট দীপা কর্মকার ১৩.৩৮৩ স্কোর করে পঞ্চম স্থান অধিকার করেন।

উল্লেখ্য, ভারতের প্রণতি নায়ক শনিবার মিশরের কায়রোতে এফআইজি আর্টিস্টিক জিমন্যাস্টিকস অ্যাপারেটাস বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জিতে আগামী জুলাইতে অনুষ্ঠিত হতে চলা প্যারিস অলিম্পিকের পথে একধাপ এগিয়ে গেলেন। প্রসঙ্গত, ফাইনালে উঠেছিলেন দীপা, প্রণতি-সহ বিভিন্ন দেশের ৮ জন প্রতিযোগী। প্রণতি 13.16 স্কোর করে ‘সপ্তম’ হিসেবে ফাইনালে উঠেছিলেন। দীপা 13.45 স্কোর করে তৃতীয় হয়ে ফাইনালে পৌঁছেছিলেন।

আরও পড়ুন- স্পিন বলের সামনে চূর্ণ ইংল্যান্ডের বাজবলের ঔদ্ধত্য! ৪৩৪ রানের রেকর্ড জয় ভারতের

ফাইনালে প্রণতি তাঁর স্বপ্নের পারফরম্যান্স (13.616) তুলে ধরেন! পঞ্চম হয়ে শেষ করেন দীপা (13.38)। প্রতিযোগিতায় যথাক্রমে গোল্ড ও সিলভার মেডেল জয় করেন কোরিয়ার আন চ্যাং-ওক (14.230) এবং বুলগেরিয়ার ভ্যালেন্টিনা জর্জিয়েভা (13.620)। জর্জিয়েভা এবং প্রণতির প্রায় সমান স্কোর থাকলেও, কিছু সূক্ষ্ম বিচারে প্রণতিকে তৃতীয় বলে ঘোষণা করা হয়।

রঞ্জন চন্দ