Tag Archives: Prithvi Vazir

Bollywood:একটা ভুল সিদ্ধান্তে বরবাদ কেরিয়ার, এই নায়কের ছেড়ে দেওয়া ছবিই শাহরুখ-কে রাতারাতি ‘স্টার’ বানায়

একটা ভুলেই অনেকসময় কেরিয়ার ধ্বংস হয়ে যায়। একটা ভুল সিদ্ধান্ত অনেকসময় কেরিয়ারে ধস নামায়। যেমন এই বলিউড তারকার কথাই ধরুন! বলিউডে পা রেখেছিলেন ব্লকবাস্টার ছবি দিয়ে। কিন্তু তারপরেই মুখ থুবড়ে পরে কেরিয়ার। কেন? ভুল সিদ্ধান্ত। তাঁর ছেড়ে দেওয়া ছবিতে অভিনয় করেন খোদ শাহরুখ খান। বলা বাহুল্য ছবিগুলো মারকাটারি হিট করে।
একটা ভুলেই অনেকসময় কেরিয়ার ধ্বংস হয়ে যায়। একটা ভুল সিদ্ধান্ত অনেকসময় কেরিয়ারে ধস নামায়। যেমন এই বলিউড তারকার কথাই ধরুন! বলিউডে পা রেখেছিলেন ব্লকবাস্টার ছবি দিয়ে। কিন্তু তারপরেই মুখ থুবড়ে পরে কেরিয়ার। কেন? ভুল সিদ্ধান্ত। তাঁর ছেড়ে দেওয়া ছবিতে অভিনয় করেন খোদ শাহরুখ খান। বলা বাহুল্য ছবিগুলো মারকাটারি হিট করে।
বাল যায় এই নায়কের ছেড়ে দেওয়া ছবিতে অভিনয় করেই শাহরুখের স্টারডমের শুরু। অভিনেতা কে বলুন তো? পৃথ্বী ওয়াজির।
বাল যায় এই নায়কের ছেড়ে দেওয়া ছবিতে অভিনয় করেই শাহরুখের স্টারডমের শুরু। অভিনেতা কে বলুন তো? পৃথ্বী ওয়াজির।
দিল্লিতে জন্ম পৃথ্বী ওয়াজিরের। ছোট থেকে কোনওদিন-ই অভিনয়ের শখ ছিল না। কিন্তু তিনি নজরে পড়েন প্রযোজক মুকেশ দুগ্গল-এর। দিব্যা ভারতীর বিপরীতে রোম্যান্টিক ছবি 'দিল কা কেয়া কসুর' ছবি দিয়ে বলিউডে পা রাখেন পথ্বী। ছবিটি সুপারডুপার হিট হয়।
দিল্লিতে জন্ম পৃথ্বী ওয়াজিরের। ছোট থেকে কোনওদিন-ই অভিনয়ের শখ ছিল না। কিন্তু তিনি নজরে পড়েন প্রযোজক মুকেশ দুগ্গল-এর। দিব্যা ভারতীর বিপরীতে রোম্যান্টিক ছবি ‘দিল কা কেয়া কসুর’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন পথ্বী। ছবিটি সুপারডুপার হিট হয়।
শুধু পৃথ্বী-দিব্যা ভারতীর কেমিস্ট্রি-ই নয়, 'দিল কা কেয়া কসুর' -এর প্রতিটা গান মারকাটারি হিট হয়। কিন্তু সফলভাবে কেরিয়ার শুরু করলেও, পৃথ্বীর সাফল্যের যাত্রা শুরুতেই শেষ হয়। কোনওদিন-ই হিরো হিসাবে আর নাম করতে পারেননি তিনি।
শুধু পৃথ্বী-দিব্যা ভারতীর কেমিস্ট্রি-ই নয়, ‘দিল কা কেয়া কসুর’ -এর প্রতিটা গান মারকাটারি হিট হয়। কিন্তু সফলভাবে কেরিয়ার শুরু করলেও, পৃথ্বীর সাফল্যের যাত্রা শুরুতেই শেষ হয়। কোনওদিন-ই হিরো হিসাবে আর নাম করতে পারেননি তিনি।
তবে এক-সে-বরকর- এক ছবির অফার এসেছিল পৃথ্বীর কাছে। কিন্তু তিনি 'না' করে দেন। শুনলে বিশ্বাস হবে বা, পৃথ্বীর কাছেই প্রথম যায় 'দিওয়ানা' ও 'ডর'-এর অফার। কিন্তু তিনি রাজি হন না। তখন এই ছবিদুটোর অফার যায় শাহরুখের কাছে। তিনি করেন এবং ইতিহাস তৈরি করেন। শাহরুখকে 'কিং খান' বানানোর নেপথ্যে এই দুটো ছবির অবদান বিশাল।
তবে এক-সে-বরকর- এক ছবির অফার এসেছিল পৃথ্বীর কাছে। কিন্তু তিনি ‘না’ করে দেন। শুনলে বিশ্বাস হবে বা, পৃথ্বীর কাছেই প্রথম যায় ‘দিওয়ানা’ ও ‘ডর’-এর অফার। কিন্তু তিনি রাজি হন না। তখন এই ছবিদুটোর অফার যায় শাহরুখের কাছে। তিনি করেন এবং ইতিহাস তৈরি করেন। শাহরুখকে ‘কিং খান’ বানানোর নেপথ্যে এই দুটো ছবির অবদান বিশাল।
পৃথ্বী একটি সাক্ষাৎকারে জানান, '' আমি তখন মুকেশ দুগ্গল-এর সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম। তাই 'ডর' আর 'দিওয়ানা' করতে পারি নি।''
পৃথ্বী একটি সাক্ষাৎকারে জানান, ” আমি তখন মুকেশ দুগ্গল-এর সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম। তাই ‘ডর’ আর ‘দিওয়ানা’ করতে পারি নি।”
হিরো না হলেও একাধিক পাশ্বচরিত্রে পৃথ্বীর অভিনয় প্রশংসিত। যেমন ১৯৯৩ সালে অজয় দেবগণের সঙ্গে 'প্ল্যাটফর্ম', ১৯৯৬ সালে 'দরার', ১৯৯৮ সালে 'ঘুলাম', ১৯৯৯ সালে 'হোগি পেয়ার কি জিত', ২০০২ সালে 'হামরাজ', ২০০২ সালে 'মা তুঝে সলাম', ২০০৩ সালে 'খাজর'।
হিরো না হলেও একাধিক পাশ্বচরিত্রে পৃথ্বীর অভিনয় প্রশংসিত। যেমন ১৯৯৩ সালে অজয় দেবগণের সঙ্গে ‘প্ল্যাটফর্ম’, ১৯৯৬ সালে ‘দরার’, ১৯৯৮ সালে ‘ঘুলাম’, ১৯৯৯ সালে ‘হোগি পেয়ার কি জিত’, ২০০২ সালে ‘হামরাজ’, ২০০২ সালে ‘মা তুঝে সলাম’, ২০০৩ সালে ‘খাজর’।