Tag Archives: Rahul Vaidya

Dubai Flood: দুবাইয়ের ভয়াবহ বন্যায় চরম বিপাকে রাহুল বৈদ্য! ভয়ঙ্কর শোচনীয় অবস্থা গায়কের, দেখুন ভিডিও

দুবাই: দুবাইয়ের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত পুরো শহর৷ ভারী বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর, শপিং মলে সবকিছুই জলমগ্ন৷ মরুদেশে এমন বৃষ্টি যেন নজিরবিহীন ঘটনা৷ আচমকা এমন বন্যা পরিস্থিতিতে ইতিমধ্যেই আতঙ্কে বাড়ছে সকলের মধ্যে৷ একদিনের বৃষ্টিতে এমন ভয়াবহ পরিস্থিতির কথা কেউই ভাবতে পারেননি ৷ দুবাইয়ের বন্যা পরিস্থিতিতে এবার চরম বিপাকে পড়লেন জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য৷ ভারী বৃষ্টিতে গায়কের নাজেহাল অবস্থা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে হাঁটুজলে জুতো হাতে নিয়ে হাঁটতে দেখা গেছে গায়ককে৷ রাহুলের এই চরম দুর্বিসহ পরিণতি ভাইরাল হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে জলমগ্ন, একটি বহুতলের বাইরে হাতে সাদা রঙের জুতো নিয়ে প্যান্ট তুলে হাঁছেন রাহুল৷ রাস্তার চারপাশে সারি সারি গাড়ির লাইন৷ প্রতিটি গাড়ির চাকা জলে ডুবে রয়েছে৷ রাহুলের এই অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়েছেন ভক্তরা৷ মুহূর্তের মধ্যে কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ তিনি যেন সুরক্ষিত থাকেন, সেই প্রার্থনা করেছেন অনুরাগীরা৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

রিপোর্ট বলছে, ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আমিরশাহীর এই অংশে৷ ভারী বৃষ্টির ফলে বিমানবন্দরের অবস্থা খুবই খারাপ৷ বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইয়ে মঙ্গলবার থেকেই বিমান চলাচলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ৫০টিরও বেশি বিমান বাতিল করতে হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে৷ শুধু তাই নয়, বৃষ্টিতে বিপর্যস্ত দুবাইয়ে স্কুল-কলেজ-অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, বিগবস১৪-তে আসার পরই অভিনেত্রী দিশা পারমারের সঙ্গে সম্পর্কে জড়ান রাহুল৷ তারপর ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন৷ তাদের ২ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে৷

Abhijeet Sawant VS Rahul Vaidya: কেউ নিল ট্রফি, কেউ জনপ্রিয়তা! আজ ২০ বছর পর কার বেশি সম্পত্তি? রাহুল বৈদ্য-অভিজিৎ সাওয়ান্তের পারিশ্রমিকের ব্যবধানে চমকে উঠবেন

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে রিয়্যালিটি শো-এর ময়দানে ইতিহাস তৈরি করেছে ‘ইন্ডিয়ান আইডল’। প্রথমবার এরকম একটি রিয়্যালিটি শো। সকলেরই মনে প্রশ্ন জেগেছিল, গোটাটাই বাস্তব নাকি স্ক্রিপ্টেড? এ নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল।
ভারতীয় টেলিভিশনের ইতিহাসে রিয়্যালিটি শো-এর ময়দানে ইতিহাস তৈরি করেছে ‘ইন্ডিয়ান আইডল’। প্রথমবার এরকম একটি রিয়্যালিটি শো। সকলেরই মনে প্রশ্ন জেগেছিল, গোটাটাই বাস্তব নাকি স্ক্রিপ্টেড? এ নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল।
সেই সময়ে তিন প্রতিযোগীর লড়াই প্রত্যক্ষ করেছিল গোটা দেশ- অভিজিৎ সাওয়ান্ত, অমিত সানা এবং রাহুল বৈদ্য। রাহুল তৃতীয় স্থান অধিকার করে, অভিজিৎ সাওয়ান্ত প্রথম স্থান। অমিত সানা দ্বিতীয় হয়েছিলেন।
সেই সময়ে তিন প্রতিযোগীর লড়াই প্রত্যক্ষ করেছিল গোটা দেশ- অভিজিৎ সাওয়ান্ত, অমিত সানা এবং রাহুল বৈদ্য। রাহুল তৃতীয় স্থান অধিকার করে, অভিজিৎ সাওয়ান্ত প্রথম স্থান। অমিত সানা দ্বিতীয় হয়েছিলেন।
কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলা যায়, তৃতীয় স্থান অধিকার করলেও রাহুল সকলের থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিজিৎ ছিলেন সেই মুহূর্তের তারকা। কিন্তু রাহুল আজকের তারকা।
কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলা যায়, তৃতীয় স্থান অধিকার করলেও রাহুল সকলের থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিজিৎ ছিলেন সেই মুহূর্তের তারকা। কিন্তু রাহুল আজকের তারকা।
ইন্ডিয়ান আইডলের পরে, রাহুল বছরের পর বছর বিভিন্ন জায়গায় শো করেছেন। পারফর্মার হিসেবে তাঁর চাহিদা অনেক বেশি ছিল অভিজিতের তুলনায়।
ইন্ডিয়ান আইডলের পরে, রাহুল বছরের পর বছর বিভিন্ন জায়গায় শো করেছেন। পারফর্মার হিসেবে তাঁর চাহিদা অনেক বেশি ছিল অভিজিতের তুলনায়।
রাহুলের বেতন এবং সম্পত্তি যেভাবে বৃদ্ধি পেতে থাকে, তা থেকে বোঝা যায়, অভিজিৎ কেবল শিরোপা জিতেছিলেন, রাহুল জিতেছিলেন জনপ্রিয়তা, আর সেটাই কাজে লেগেছে পরবর্তীকালে।
রাহুলের বেতন এবং সম্পত্তি যেভাবে বৃদ্ধি পেতে থাকে, তা থেকে বোঝা যায়, অভিজিৎ কেবল শিরোপা জিতেছিলেন, রাহুল জিতেছিলেন জনপ্রিয়তা, আর সেটাই কাজে লেগেছে পরবর্তীকালে।
শো প্রতি অভিজিৎ সাওয়ান্তের পারিশ্রমিক আর রাহুল বৈদ্যের পারিশ্রমিকের তুলনা করলেই স্পষ্ট হয়ে যাবে। বিভিন্ন রিপোর্ট এবং ইভেন্ট আয়োজকদের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান আইডল বিজয়ী একটি পারফরম্যান্সের জন্য ৬-৮ লক্ষ টাকা নেন।
শো প্রতি অভিজিৎ সাওয়ান্তের পারিশ্রমিক আর রাহুল বৈদ্যের পারিশ্রমিকের তুলনা করলেই স্পষ্ট হয়ে যাবে। বিভিন্ন রিপোর্ট এবং ইভেন্ট আয়োজকদের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান আইডল বিজয়ী একটি পারফরম্যান্সের জন্য ৬-৮ লক্ষ টাকা নেন।
কিন্তু শো জেতার পর পর তাঁর কাছে সুযোগের ছড়াছড়ি ছিল। তবে ধীরে ধীরে তাঁর স্টারডম ম্লান হয়ে যায়। কিন্তু যখন তিনি সাফল্যের শীর্ষে, সেই সময়েই বাড়ি কিনে, বিয়ে করে, জীবনে থিতু হয়ে নিয়েছিলেন।
কিন্তু শো জেতার পর পর তাঁর কাছে সুযোগের ছড়াছড়ি ছিল। তবে ধীরে ধীরে তাঁর স্টারডম ম্লান হয়ে যায়। কিন্তু যখন তিনি সাফল্যের শীর্ষে, সেই সময়েই বাড়ি কিনে, বিয়ে করে, জীবনে থিতু হয়ে নিয়েছিলেন।
অন্যদিকে রাহুল নিজের পারিশ্রমিক ধার্য করেন সেই শো-এর দর্শকসংখ্যা দেখে বা কত বড় ব্র্যান্ডের, সে সব দেখে। ১৫ থেকে ১৮ লক্ষের মধ্যে ঘোরাফেরা করে তাঁর ফি। বর্তমানে, রাহুল অভিজিৎ সাওয়ান্তের চেয়ে ১৫০ শতাংশ বেশি টাকা নেন।
অন্যদিকে রাহুল নিজের পারিশ্রমিক ধার্য করেন সেই শো-এর দর্শকসংখ্যা দেখে বা কত বড় ব্র্যান্ডের, সে সব দেখে। ১৫ থেকে ১৮ লক্ষের মধ্যে ঘোরাফেরা করে তাঁর ফি। বর্তমানে, রাহুল অভিজিৎ সাওয়ান্তের চেয়ে ১৫০ শতাংশ বেশি টাকা নেন।
অভিজিতের মোট সম্পত্তির পরিমাণ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে কিছু রিপোর্টের দাবি, ৬-৮ কোটির টাকার মালিক তিনি। আবার কেউ কেউ বলে, ১.২-১.৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে ইন্ডিয়ান আইডলের বিজয়ীর কাছে।
অভিজিতের মোট সম্পত্তির পরিমাণ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে কিছু রিপোর্টের দাবি, ৬-৮ কোটির টাকার মালিক তিনি। আবার কেউ কেউ বলে, ১.২-১.৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে ইন্ডিয়ান আইডলের বিজয়ীর কাছে।
রাহুল প্রায় ৩-৩.৫ কোটি টাকার সম্পত্তির মালিক। বিগ বস ১৪- এ অংশগ্রহণের জন্য প্রতি সপ্তাহে ১ লাখ টাকা দেওয়া হয়েছিল তাঁকে। শো থেকে মোট ২০ লাখ উপার্জন করেছিলেন। ‘খতরোঁ কে খিলাড়ি’র জন্য প্রতি পর্বে ১৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। মোট ৩.৩ কোটি আয় করেছেন।
রাহুল প্রায় ৩-৩.৫ কোটি টাকার সম্পত্তির মালিক। বিগ বস ১৪- এ অংশগ্রহণের জন্য প্রতি সপ্তাহে ১ লাখ টাকা দেওয়া হয়েছিল তাঁকে। শো থেকে মোট ২০ লাখ উপার্জন করেছিলেন। ‘খতরোঁ কে খিলাড়ি’র জন্য প্রতি পর্বে ১৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। মোট ৩.৩ কোটি আয় করেছেন।
ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের পরে অভিজিৎ ট্রফি-সহ এক কোটি টাকার নগদ পুরস্কার জিতেছিলেন। রাহুল সনি বিজিএম-এর সঙ্গে চুক্তির স্বাক্ষর করেছিলেন। যেখানে তাঁকে প্রতি মাসে ১০ লাখ টাকা দেওয়া হয়। শো হেরে গিয়েও মাত্র ১৮ বছর বয়সে রাহুলের এত উপার্জন!
ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের পরে অভিজিৎ ট্রফি-সহ এক কোটি টাকার নগদ পুরস্কার জিতেছিলেন। রাহুল সনি বিজিএম-এর সঙ্গে চুক্তির স্বাক্ষর করেছিলেন। যেখানে তাঁকে প্রতি মাসে ১০ লাখ টাকা দেওয়া হয়। শো হেরে গিয়েও মাত্র ১৮ বছর বয়সে রাহুলের এত উপার্জন!

Rahul Vaidya sings Pushpa Song: আল্লু অর্জুনের কপি? পুষ্পার গানে নেচে গেয়ে মাতালেন রাহুল বৈদ্য

#মুম্বই: এবার পুষ্পা’র ম্যাজিকে আচ্ছন্ন ইন্ডিয়ান আইডল এবং বিগ বস-১৪ খ্যাত গায়ক রাহুল বৈদ্য (Rahul Vaidya)! সোশ্যাল মিডিয়াতে নিজের ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেই পছন্দ করেন রাহুল। নিজের অনুরাগীদের নিয়মিত গান শোনান, ভক্তদের সঙ্গে গল্পও করেন জমিয়ে। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের প্রথম পর্বের এই প্রতিযোগী গায়ক নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। পুষ্পা (Pushpa) সিনেমায় আল্লু অর্জুনের (Allu Arjun) গলায় বিখ্যাত ‘শ্রীভাল্লি’ (Srivalli) গানটি গাইতে দেখা গিয়েছে রাহুলকে (Rahul Vaidya sings Pushpa Song)।

শুধু গেয়েই (Rahul Vaidya sings Pushpa Song) অবশ্য থেমে থাকেননি রাহুল। দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) বিখ্যাত নাচের ভঙ্গিমাতে সামান্য নেচেও নিয়েছেন তিনি। আল্লু অর্জুনের এই গান এবং সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার! দক্ষিণি সিনেমার অনুরাগীরা শুধু যে সিনেমাটিকেই পছন্দ করেছেন তা নয় সিনেমার বেশ কয়েকটি জনপ্রিয় গানের ইনস্টা রিল তৈরি করেছেন অনেকেই। এরই একটি হল শ্রীভাল্লি গানটি। রাহুল শুধু আল্লু অর্জুনের স্টাইলে নাচেননি, নিজের মায়াবী গলায় গানটি গেয়েওছেন (Rahul Vaidya sings Pushpa Song)।

আরও পড়ুন- করোনা আক্রান্ত শাবানা আজমি, জাভেদ আখতারের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ভক্তদের

পুষ্পা জ্বরে চলচ্চিত্র জগত আচ্ছন্ন বলাই যায়। শুধু রাহুল নয় সম্প্রতি গায়িকা নেহা কক্করকেও এই একই সিনেমায় সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) আইটেম গান ‘ও আন্তাভা’-তে নাচতে দেখা গিয়েছে। এই ভাইরাল হওয়া গানের তালে নাচ করা থেকে নিজেদের সামলাতে পারেননি বহু তারকাই। সারা ভারতের নানান প্রান্তের তারকারা ‘ও আন্তাভা’ (Oo Antava) গানে নেচেছেন, সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন। গায়িকা নেহা কক্করও (Neha Kakkar) একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে এই বিখ্যাত গানটিতে জমিয়ে নাচতে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন- যৌনকর্মী থেকে মাফিয়া! বড় পর্দায় কবে মুক্তি পাচ্ছে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি?

বর্তমানে, রাহুল অবশ্য শুধু গান নিয়েই ব্যস্ত রেখেছেন নিজেকে। শেষবার খতরোঁ কে খিলাড়ি ১১-তে দেখা গিয়েছিল রাহুলকে। গায়ক রাহুলের আড়ালে যে অদ্ভুত সাহসী রাহুল লুকিয়ে রয়েছেন তাঁকে আবিষ্কার করেন দর্শকরা। সবাইকে নিজের এই দ্বিতীয় সত্ত্বা দিয়ে মুগ্ধ করেন এই শিল্পী। বিগ বস ১৪-তে তাঁর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন রাহুল। গত বছর বেশ জাঁকজমক করেই বিয়েও করেছেন তাঁরা। বিগ বস ১৪ (Bigg Boss 14)-এ রাহুল নিজের সততা এবং সরল স্বভাব দিয়েই দর্শকদের মন জিতে নিয়েছিলেন। শোয়ের প্রথম রানার আপও হন রাহুল।

সদ্য বিয়ের পরই একি হল রাহুল পত্নী দিশার? কপালে সিঁদুর নেই, হাতে বিয়ের আংটিও নেই!

#মুম্বই: কিছুদিন আগেই দিশা-রাহুলের ভালোবাসার বাগানে লাল গোলাপ ফুটেছে। দুই লাভ বার্ডস বিয়ে করেছেন। ইতিমধ্যে রাহুল বৈদ্যের Instagram হ্যান্ডেলে ২ মিলিয়ন ফলোয়ার্স হয়ে গিয়েছে। সেই কারণে একটি Instagram live সেশনে সকলকে ধন্যবাদ জানাতে এসেছিলেন দিশা পারমার (Disha Parmar) ও রাহুল বৈদ্য (Rahul Vaidya)। সেখানেই ঘটে এক কাণ্ড। দেখা গিয়েছে দিশা না পরেছেন সিঁদুর, না পরেছেন বিয়ের আংটি। এই নিয়ে তাঁদের অনুগামীরা নানা প্রশ্ন করতে থাকে।

Live চালাকালীন নানা ধরনের কথোপকথন চলতে থাকে। সেই সময় হঠাৎই এক অনুরাগী প্রশ্ন করেন “ দিশা আপনি সিঁদুর পরেননি কেন?” সেই মন্তব্য পড়ার পরই দিশা বলে ওঠেন “রাহুল আমাকে পরিয়ে দেয়নি, তাই আমি সিঁদুর পরিনি” এরপরই রাহুল বলে ওঠেন, “ শুনেছি সিঁদুর স্বামীর চিহ্ন, তাই প্রতিদিন নিজেই একটু করে লাগিয়ে নিও। হাতের কাছে সিঁদুরের কৌটো আছে কী, তাহলে আমি এখনই পরিয়ে দিচ্ছি।’’ দিশা তখন বলেন, “না, এখন নয়, এটা আমার ব্যক্তিগত অনুভূতি। যেটা আমি তোমাকে (রাহুল) দিয়ে আলাদা ভাবে করিয়ে নেব।’’ এরপরই রাহুল গোটা পরিস্থিতিকে হালকা করার জন্য বলে ওঠেন, “আপনারা কেউ চিন্তা করবেন না, আমার স্ত্রী সিঁদুর না পরলেও আমি সুস্থ রয়েছি, তাই চিন্তা করার কোনও কারণ নেই।’’

এবার উঠে আসে আরও এক প্রসঙ্গ। যেখানে, এক অনুরাগী দিশার কাছে তাঁর বিয়ের আংটি দেখতে চান। কিন্তু, দিশা দেখাতে পারেননি, তিনি বলেন, “আমি বিয়ের আংটি পরে নেই, আমি কাজ করছিলাম তাই খুলে রেখেছি”। রাহুল বলেন, “তুমি এটাও পরনি!”। এরপরই অনুরাগীদের উদ্দেশে দিশা বলেন, “আমার বিয়ের ১১ দিনেই আপনারা আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেবেন!”

 

View this post on Instagram

 

A post shared by RAHUL VAIDYA RKV ? (@rahulvaidyarkv)

কিছুদিন আগেই খাতরো কে খিলাড়ি ১১ (Khatron Ke Khiladi 11) শোয়ের শুটিংয়ের জন্য বিদেশে গিয়েছিলেন রাহুল। দেশে ফিরেই দিশাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন রাহুল। এই দম্পতির বিয়ের অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাহুলের সঙ্গে বিগ বস ১৪ (Bigg Boss 14) র প্রতিযোগী আলি গোনি (Aly Goni), জেসমিন ভাসিন (Jasmin Bhasin) ও রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) এবং খতরো কে খিলাড়ি ১১ এর প্রতিযোগী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) ও অর্জুন বিজলানিকে (Arjun Bijlani) বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছে।

Rahul Vaidya-Disha Parmar Viral Video|| রাহুল-দিশার বাসর রাতেই দুর্ঘটনা! ভিডিও শেয়ার করলেন গায়ক, মুহূর্তে ভাইরাল…

#মুম্বই: একে অপরকে ছেড়ে আর থাকতে পারছিলেন না গায়ক রাহুল বৈদ্য (Rahul Vaidya) ও অভিনেত্রী দিশা পারমার (Disha Parmar)। গত শুক্রবার পরিবার-পরিজনদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। বিয়ের পর প্রথম রাত মোটেও ভালো কাটেনি রাহুল, দিশার। সেই কথা সবার সমক্ষে এনেছেন রাহুল বৈদ্য। তারকা দম্পতির একটি ফ্যান পেজ Instagram-এ একটি ভিডিও শিয়ার করেছে। সেই ভিডিওতে একটি মঞ্চের ওপর দাঁড়িয়ে রাহুল তাঁদের বিয়ের প্রথম রাতের অভিজ্ঞতা পরিবার ও বন্ধুদের জানাচ্ছিলেন। মঞ্চে তাঁর স্ত্রী দিশা সহ ছিলেন অন্যান্য সদস্যরা।

রাহুল বলেন, “আমার বিয়ের প্রথম রাত কেমন কাটিয়েছিলাম তা আপনাদের সকলকে জানাতে চাই। আমার ভাই শ্রেয়স, অর্পিতকে সে দিন পার্টির জন্য আমি বলেছিলাম। কিন্ত কী ঘটেছিল আমি জানি না সেদিন রাত ৩টের সময় দুই ভাই ও আমার এক মামা আমার ঘরের দরজায় নক করে, সেদিন আমার দিশার সঙ্গে প্রথম রাত। আমি এবং দিশা অবাক হয়ে গিয়েছিলাম। রাত ৩টের সময় কী আমরা জেগে থাকব? দিশা আমাকে প্রশ্ন করেছিল, আমাদের ঘরে আর কে কে আছে? আমি ব্যঙ্গ করে বলেছিলাম এঁরাই আছেন, এঁরা সব মহান ব্যক্তিত্ব”।

 

View this post on Instagram

 

A post shared by JASLY X DISHUL?? (@jasly.dishul_)

 

View this post on Instagram

 

A post shared by JASLY X DISHUL?? (@jasly.dishul_)

এর সঙ্গে রাহুল আরও বলেন, সেই রাতে এত সব কিছুর পরে যখন তাঁরা সব ঘুমিয়ে পড়েছিলেন, আরেক মামা সকালবেলায় দরজায় আবার কড়া নাড়েন। তিনি বলেছিলেন, “রাহুল তোমরা কি ঘুমাচ্ছো? আমি জিজ্ঞেস করলাম কেন কী হয়েছে? মামা বলেন, আসলে আমার জ্যাকেটটা তোমার ঘরে রয়েছে। আমি মামাকে বলি, মামা ১২টার সময়ও জ্যাকেটটা নেওয়া যেত। তবে ধন্যবাদ সকাল ৮টায় আমার ঘুম নষ্ট করার জন্য”।

 

View this post on Instagram

 

A post shared by JASLY X DISHUL?? (@jasly.dishul_)

 

View this post on Instagram

 

A post shared by JASLY X DISHUL?? (@jasly.dishul_)

 

View this post on Instagram

 

A post shared by JASLY X DISHUL?? (@jasly.dishul_)

 

View this post on Instagram

 

A post shared by JASLY X DISHUL?? (@jasly.dishul_)

বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল রাহুল আর দিশা কবে বিয়ে করছেন। এর পর দুই তারকাই একটি বিবৃতি দিয়ে নিজেদের বিয়ের দিন ঘোষণা করেন। ১৬ জুলাই মুম্বইয়ে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন রাহুল আর দিশা। বিয়ের অনুষ্ঠানে মেহন্দি, হলদি, সঙ্গীত বেশ জাঁকজমক ভাবে করা হয়। সেই সমস্ত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। বিয়ের রিসেপশন পার্টিতে বিনোদন জগতের বহু তারকাকেই দেখা গিয়েছিল।

Rahul Vaidya-Disha Parmar wedding : রাহুল বৈদ্য-দিশা পারমারের বিয়ে! দেখুন মেহেন্দিতেই কেমন ডান্স ফ্লোর মাতলেন অভিনেত্রী…

 

#মুম্বই: হাতে আর মাত্র ১ দিন। আগামীকাল অর্থাৎ শুক্রবার চার হাত এক হতে চলেছে ছোটপর্দার পাঙ্খুরি অর্থাৎ দিশা পারমার (Disha Parmer) ও বিগ বস (Bigg Boss) খ্যাত রাহুল বৈদ্য (Rahul Vaidya)-র। তাঁদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল থেকেই। আর সেই অনুষ্ঠানেরই প্রথমটি ছিল মেহন্দি। যার কিছু ঝলক শেয়ার হল তাঁদের ফ্যান পেজ থেকে।

গত সপ্তাহে মঙ্গলবারই বিয়ের দিন ঘোষণা করেন এই জুটি। আর তার পর নিজেদের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দেন। এক্ষেত্রে অনুগামীদের নিরাশ করেননি তাঁরা। একাধিক ছোট ছোট ক্লিপ, ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে। এবার মূল অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ও ছবি শেয়ার করল তাঁদের ফ্যান পেজ।

ভিডিওগুলিতে দেখা যাচ্ছে লাল সাদা সালোয়াল কামিজে একদম সিম্পল লুকে সেজেছেন অভিনেত্রী। হাতে মেহন্দি। অনুষ্ঠানে তাঁর কয়েকজন বন্ধুকেও দেখা গিয়েছে। প্রথমে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে একদিকে তাঁর হাতে মেহন্দি লাগানো চলছে, ব্য়াকগ্রাউন্ডে ২০১০ সালের আয়শা (Aisha) সিনেমার গান গাল মিঠঠি মিঠঠি বোল (Gal Mitthi Mitthi Bol)। সেই তালে নাচতেও দেখা যায় তাঁর দুই বান্ধবীকে।

এর পর অভিনেত্রীর মেহন্দি অনুষ্ঠানের আরও একটি ভিডিও সামনে আসে। যেখানে তাঁকে আরও দুই বান্ধবীর সঙ্গে গানের তালে মেতে উঠতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে বলিউডের বেশ কয়েকটি পরিচিত গান। দেখা যায়, তিনি ছাড়া অনুষ্ঠানে উপস্থিত আরও অনেকে মেহন্দি করেছেন। রাহুল বৈদ্যর বিগ বসের বন্ধু আরশি খান (Arshi Khan)-কেও মেহন্দির ছবি শেয়ার করতে দেখা যায়।

পরবর্তীতে শেয়ার করা একাধিক ছবি থেকে বোঝা যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুলও। তাঁদের দু’জনের একটি ছবি সামনে আসে। যাতে শুভেচ্ছার কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুগামীরা।

তাঁদের সম্পর্কের কথা জনসমক্ষে আসে দিশার জন্মদিনে। বিগ বসের ঘরে তাঁকে বিয়ের প্রস্তাব দেন রাহুল। নিজের টি-শার্টে দিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে লেখেন, উইল ইউ ম্যারি মি? যা দেখে রীতিমতো চমকে যান সকলে। প্রোপোজের এই অভিনব ও মিষ্টি ব্যাপারটি সকলের মন ছুঁয়ে নেয়। তার পর থেকে দিশার উত্তরের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু সরাসরি দিশার তরফে এই নিয়ে কিছু মন্তব্য করা হয়নি তখন।

তবে, দিশার Instagram পোস্ট ও স্টোরিতে মাঝে মধ্যেই রাহুলের সঙ্গে ছবি দেখতে পাওয়ায় অনেকেই ধরে নেন উত্তরটা হয় তো হ্যাঁ। তার পর থেকেই তাঁদের নিয়ে নানান কথা ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

দিশা যখন বিষয়টি নিয়ে স্পিকটি নট ছিলেন তখন অন্য দিকে রাহুলের মা বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি জানান, অভিনেত্রী প্রায় রাজি হয়েই গিয়েছেন বিয়ে করতে। পরে বিগ বস হাউজে ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে এ বিষয়ে আরও নিশ্চিত করে তিনি বললেন, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

আর তার পর থেকেই তাঁদের বিয়ে কবে হচ্ছে সেই নিয়ে জল্পনা শুরু হয়। অনেকেই বলেছিলেন রাহুল বিগ বসের ঘর থেকে বেরোনোর পর হয় তো বিয়ে হবে। তাঁদের ভ্য়াকেশনের ছবি দেখে আবার কথা ওঠে ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা। কিন্তু সে সময় নিজের বিয়ের তারিখ নিয়ে একদমই কথা কিছু জানাননি দু’জন!

রাহুল বৈদ্যের সঙ্গে দিশা পারমারের বিয়ে, তারপর মিঞা বিবি-র রোমান্সের নন্দনকানন হবে এই বাড়ি

#মুম্বই: হাতে মাত্র আর ৯ দিন। এর পরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাহুল বৈদ্য (Rahul Vaidya) এবং দিশা পারমার (Disha Parmar)। গতকালই নিজের Instagram পেজে বিয়ের কার্ড পোস্ট করেছেন গায়ক রাহুল বৈদ্য। একইসঙ্গে Twitter-এ একটি যৌথ বিবৃতি শেয়ার করে দু’জনে প্রধানত ভক্তদের বিয়ের কথা জানিয়েছেন। আগামী ১৬ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই লাভ বার্ডস।

অ্যাডভেঞ্চার-ভিত্তিক রিয়েলিটি শো খতরোঁ কে খিলাড়ি ১১ (Khatron Ke Khiladi)-র শুটিং শেষ করে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন থেকে ফিরে এসেছেন রাহুল। এর কয়েক মাস আগে বিগ বস ১৪ (Bigg Boss 14)-র প্রথম রানার আপ প্রতিযোগী হয়ে ফেরার পর থেকেই বিভিন্ন সময়ে রাহুলকে মুম্বইয়ে নিজের বিশাল প্রশস্ত ঘরের ছবি শেয়ার করতে দেখা যায়। রাহুলের বাড়িতে একটি বিশাল বসার ঘর রয়েছে যেখানে একটি পালঙ্কে ধূসর ও লাল কুশন রাখা আছে। বসার ঘরের কোণায় কিছু শো পিস সহ একটি কাঠের টেবিল রয়েছে। ঘরটির দেওয়ালে একটি বিশাল হলুদ এবং লাল রঙের পেন্টিং রয়েছে যা দেওয়ালটির শোভা বাড়িয়ে দিয়েছে।

কাচের দরজা দিয়ে রাহুলের ঘরের সঙ্গে বারান্দা আলাদা করা হয়েছে। যেখানে ঝুলছে ধূসর ও লাল রঙের পর্দা। এছাড়া বারান্দায় কাঁধের দৈর্ঘ্যের কাচের দেওয়াল রয়েছেও ।

প্রাক্তন ইন্ডিয়ান আইডল প্রতিযোগীর বেডরুমের কাঠের বিছানায় একটি নেভি ব্লু কুশনের হেড সাপোর্ট রয়েছে। তবে বেডরুমটির প্রধান আকর্ষণ হল একটি কাঠের ডেস্ক, একটি আলনা, একটি কাঠের টেবিল এবং কয়েকটি ল্যাম্প। এই ঘরটিরও একটি বারান্দা রয়েছে। স্লাইডিং কাচের দরজা এবং লাল পর্দা দিয়ে ব্যালকনিকে বেডরুম থেকে আলাদা করা হয়েছে। দেওয়ালগুলি একটি গোল আয়না দিয়ে সাজানো হয়েছে এবং একদিকে প্রিন্টেট ওয়ালপেপার রয়েছে।

রাহুলের রান্নাঘরটিও বেশ বিলাসবহুল পদ্ধতিতে বানানো। গায়কের মডুলার রান্নাঘরে সমস্ত ধরনের সুবিধা এবং প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা আছে। উপরের দিকে কালো রঙের দেওয়াল এবং সাদা ক্যাবিনেটের রান্নাঘরে গ্লাস চিমনি রয়েছে। রান্নাঘরের তাকগুলিও সাদা রঙের করা হয়েছে।

প্রসঙ্গত, বিগ বসের ঘরেই দিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাহুল। এর পর ওই রিয়েলিটি শো-এ অতিথি হয়ে এসে জনসমক্ষে সেই প্রস্তাব গ্রহণও করেছিলেন অভিনেত্রী। বিগ বসের বাড়ি থেকে বেরোনোর পরও তাঁদের ভালোবাসায় ছেদ পড়েনি। ফেব্রুয়ারিতে বিগ বস শেষ হওয়ার তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড ১৯ মহামারীর দ্বিতীয় তরঙ্গের কারণে পরিকল্পনা কিছুটা পিছিয়ে যায়। এবার খুব শীঘ্রই রাহুলের ওই স্বাচ্ছন্দ্যপূর্ণ বিলাসবহুল বাড়িতে পা রাখতে চলেছেন দিশা পারমার।

 

View this post on Instagram

 

A post shared by RAHUL VAIDYA RKV ? (@rahulvaidyarkv)

প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলে প্রতিযোগী হওয়ার পরে খ্যাতি অর্জন করেছিলেন রাহুল বৈদ্য। তাঁর বে ইনতেহা (Be Intehaan), তেরা ইনতেজার (Tera Intezaar), কবুল কর লে (Qabool Kar Le) গানগুলি বেশ জনপ্রিয় হয়েছে। আবার দিশা উও আপনা সা (Woh Apna Sa) এবং পেয়ার কা দর্দ হ্যায় মিঠা মিঠা পেয়ারা পেয়ারা (Pyaar Ka Dard Hai Meetha Meetha Pyaara Pyaara) সিরিয়ালের অভিনয় করার জন্য পরিচিত। বিগ বসের পরে রাহুল এবং দিশা মধ্যাহ্ন (Madhanya) নামের একটি মিউজিক ভিডিওতে এক সঙ্গে কাজ করেছেন।

 

Rahul Vaidya-Disha Parmar Wedding|| দীর্ঘ প্রতীক্ষার অবসান! ‘এই’ শুভদিনেই সাতপাকে বাঁধা পড়ছেন দিশা-রাহুল…

#মুম্বই: প্রেম শুরু হয়েছিল বিগ বস ১৪ (Bigg Boss 14)-র ঘর থেকে। ‘তোমায় ভালোবাসি’ বলে প্রস্তাব রেখেছিলেন রাহুল বৈদ্য (Rahul Vaidya)। সেই ভালোবাসার ডাক শুনে দিশা পারমার (Disha Parmar), বিগ বসের ঘরে এসেই নিজের সম্মতি প্রদান করেছিলেন। তার পর কেটেছে অনেকগুলো দিন। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় খতরোঁ কে খিলাড়ি ১১-এর (Khatron Ke Khiladi 11) জন্য ভিন দেশে পাড়ি দিতে হয়েছিল গায়ক রাহুল বৈদ্যকে। তাঁর অনুগামীরা বেশ কিছু দিন ধরেই জানতে চাইছিলেন কবে বিয়ে করবেন এই লাভ বার্ডস। অবশেষে দিন ঘোষণা হয়ে গিয়েছে। ২০২১-এর ১৬ জুলাই শুভ পরিণয়ে আবদ্ধ হচ্ছেন রাহুল বৈদ্য ও দিশার পারমার।

৬ জুলাই একটি Instagram পোস্ট করেন রাহুল। তাতে ঘোষণা করেন, “আমার পরিবারের আশীর্বাদ নিয়ে আমরা দুজন নতুন পথ চলা শুরু করতে চলেছি। সেই সুন্দর মুহূর্তটি আপনাদের সকলের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। আমার খুব আনন্দ হচ্ছে এটা জানাতে যে আমি ও দিশা ১৬ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ আমরা কামনা করছি”। এটা লিখে রাহুল নিজেই ক্যাপশনে একটি হ্যাশট্যাগ ব্যবহার করেন, যার মধ্যে লেখা ছিল ‘দ্য দিশহুল ওয়েডিং’।

 

View this post on Instagram

 

A post shared by RAHUL VAIDYA RKV ? (@rahulvaidyarkv)

রাহুল একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমাদের বিয়ের অনুষ্ঠান খুবই ঘরোয়াভাবে করতে চাইছি। আমরা আশা করি পরিবারের আপনজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমাদের আশীর্বাদ করবেন। বৈদিক রীতি মেনেই আমাদের বিয়ে হবে। এছাড়াও অনুষ্ঠানে গুরবাণী সাহেবকে স্মরণ করা হবে”। পাশাপাশি দিশাও জানিয়েছেন, তাঁরা দু’জনেই জীবনের এই বিশেষ মুহূর্ত নিয়ে খুব উত্তেজিত। প্রিয়জনদের উপস্থিতি কামনা করছেন। খুব সাধারণভাবেই বিয়ের অনুষ্ঠান হোক চাইছেন দিশা।

রাহুল বৈদ্য এবং দিশা পারমারের প্রথম দেখা হয়েছিল ২০১৮ সালে। সেই সময় তাঁরা দু’জনেই একটি মিউজিক ভিডিওতে কাজ করছিলেন। ২০২০-এর বিগ বসের ঘরে ন্যাশনাল টেলিভিশনে দিশার প্রতি প্রেম নিবেদন করেছিলেন রাহুল। এর পর থেকে সম্পর্ক এগিয়েছে তাঁদের মতো করে। দিশা এবং রাহুলের শুভ পরিণয়ের খবরে ভালবাসা জানিয়েছেন তাঁদের অনুগামীরা।

Bollywood Viral Video: ক্যামেরার সামনেই চরম ঘনিষ্ঠ অলি-জেসমিন, উষ্ণতা ছড়ালেন সোশ্যাল মিডিয়ায়…

#মুম্বই: সম্প্রতি বিগ বস ১৪ (Big Boss 14) সিজিনে থাকাকালীনই আলি গানটি রিলিজ করেন রাহুল বৈদ্য (Rahul Vaidya) । এই গানটি তিনি তাঁর প্রিয় বন্ধু অলি গনি (Aly Goni) এবং জেসমিন ভাসিনের (Jasmin Bhasin) জন্যই বানিয়েছিলেন। দর্শকমহলে বেশ সাড়াও ফেলেছিল এই গানটি। যদিও অনেকেই এই ভিডিওর অংশ হিসাবে গনি এবং জেসমিনকে দেখতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি।

তবে ভক্তদের নিরাশ করেননি অলি গনি এবং জেসমিন ভাসিন। এই গানে একটি রিল ভিডিও বানিয়ে তা নিজের Instagram হ্যান্ডেলে শেয়ার করলেন আলি গনি। গানের তালে এই জুটির রোমান্টির নাচের দৃশ্য মুগ্ধ করে অনুরাগীদের। অলি ভিডিওটি শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে লেখেন, “এই গানটি সর্বদায় আমাদের হৃদয়ে এক বিশেষ জায়গা জুড়ে থাকবে।” সেই সঙ্গে তিনি রাহুলকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “এই আসাধারণ গান গাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই”। সেই সঙ্গে ভিডিওটিতে কমেন্টে ভরিয়ে দেন এই জুটির ভক্তবৃন্দও। এখনও পর্যন্ত ভিডিওতে লাইক পড়েছে ৩ লক্ষ ৭০ হাজারেরও বেশি।

গত মাসে লাভবার্ডস রাহুল বৈদ্য এবং দিশা পারমারের (Disha Parmar) সঙ্গে লাইভ সেশনে অংশ নিতে দেখা যায় অলি এবং জেসমিনকে। ভালোবাসার মানুষের জন্য এদিন লাইভে রাহুল হঠাৎই গাইতে শোনা গেল ‘তেরা ইন্তেজার’। রাহুলের গাওয়া এই গান শুনে আবেগপ্লুত হয়ে পড়তে দেখা যায় দিশাকে।

তবে এটাই প্রথম নয়, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেদের বেশ কিছু মুহুর্তের ভিডিও পোস্ট করতে দেখা যায় অভিনেতা তথা বিগ বস ১৪-এর প্রতিযোগী আলি গনি এবং জেসমিন ভাসিনকে। সপ্তাহ খানেক আগেই রানঅ্যাওয়ে চ্যালেঞ্জ (Runaway Challenge) নিয়ে আলিকে Instagram-এ একটি ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছিল। ভিডিওটি শেয়ার করে আলি লেখেন, “অনেক ভেবেছিলাম যে, সবার মতো বাইরে গিয়ে সুন্দর ভিউ পয়েন্ট থেকে পোজ দেব, কিন্তু আমরা দু’জন এতটাই অলস যে এটাই আমাদের দ্বারা সম্ভব হয়েছে। @jasminbhasin2806।”

কেপ টাউনে যেতে দেবেন না বলে রাহুলকে দড়ি দিয়ে বাঁধলেন দিশা, ভিডিও ভাইরাল

#মুম্বই: বিগ বস ১৪ (Bigg Boss 14) চলাকালীন বহু দিন ভালোবাসার মানুষকে ছেড়ে থেকেছেন রাহুল বৈদ্যর (Rahul Vaidya) প্রেমিকা দিশা পারমার (Disha Parmar)। বিগ বস ১৪ শেষ হতেই একসঙ্গে সময় কাটাচ্ছেন এই দুই লাভ বার্ড। প্রায়শই এই জুটিকে তাঁদের ভালোবাসার মুহূর্ত শেয়ার করতে দেখা যায় Instagram-এ। কিন্তু এবার ক’দিন এই জুটিকে আলাদা থাকতে হবে। কারণ রাহুল বৈদ্য এবার খতরোঁ কে খিলাড়ি ১১-য় (Khatron Ke Khiladi 11) যোগ দেবেন। তাই দিশার মন খারাপ।

রাহুল তাঁর Instagram হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে বাচ্চাদের কোমরে মায়েরা যে ভাবে দড়ি বেঁধে রাখে, যাতে সে বাঁধন ছেড়ে কোথাও যেতে না পারে, ঠিক তেমনটাই করেছেন দিশাও। এই পোস্ট দেখে নেটাগরিকদের বুঝতে একটুও অসুবিধে হয়নি যে রাহুলের সঙ্গে কিছু দিনের বিচ্ছেদ দিশা মেনে নিতে পারছেন না। এছাড়া ভিডিওটি শেয়ার করে সঙ্গীতশিল্পী লিখেছেন তাঁর লেডিলাভ তাঁকে ছাড়তে চাইছেন না। কারণ, খতরোঁ কে খিলাড়ি ১১ এবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিত হবে। মে মাসের ৭ তারিখে রাহুল দেশ ছাড়বেন। এছাড়াও শো-তে সাপ ও নানাধরনের প্রাণীর সঙ্গে রাহুলকে কাজ করতে হবে, সেই সব নিয়ে চিন্তিত দিশা পারমার।

 

View this post on Instagram

 

A post shared by RKV ? (@rahulvaidyarkv)

এই Instagram পোস্টটিকে রাহুলের বহু অনুগামী পছন্দ করেছেন। এছাড়াও প্রাক্তন বিগ বসের প্রতিযোগী শেফালি বগ্গা (Shefali Bagga) ও রোশমি বণিক (Roshmi Banik) পোস্টটিতে কমেন্ট করেছেন। শেফালি লিখেছেন, “হাহাহা তুসি যা রে হো .. তুসি না যাও” সঙ্গে একটা হার্ট আইড ইমোজিও রেখেছেন। কয়েকদিন আগে রাহুল একটি Instagram স্টোরি শেয়ার করেছিলেন, তাতে একটি দামি রিস্টওয়াচ দেখা গিয়েছিল যেটা রাহুলকে দিশা উপহার দিয়েছিল। তার সঙ্গে একটি নোটে লেখা ছিল “তোমার জন্য একটা ছোট উপহার, নতুন এক অ্যাডভেঞ্চারাস জার্নি উপলক্ষে, তোমাকে ভালোবাসি ”। বিগ বস ১৪ চলাকালীন বিগ বসের ঘর থেকেই রাহুল টি-শার্টে বার্তা লিখে তাঁর ভালোবাসার প্রস্তাব রাখেন বান্ধবী দিশা পারমারের কাছে। তার পর দিশাও চুপ করে থাকে নি। একেবারে ব্যান্ড বাজা নিয়ে রাহুলের প্রস্তাব মেনে নিয়েছেন দিশা। তার পর থেকে প্রায়শই এই জুটিকে তাঁদের ভালোবাসার মুহূর্ত শেয়ার করতে দেখা গিয়েছে নানাভাবে। অনুগামীরা তাঁদের নাম রেখেছে ‘দিশুল’।