Tag Archives: Satellite

Indian Space Programme: নতুন দিশা ভারতের, মহাকাশ গবেষণায় PPP মডেলে বিরাট পদক্ষেপ! শুনে চমকে যাবেন

নয়াদিল্লি: আবারও মহাকাশ গবেষণায় নতুন ইতিহাসের দোরগোড়ায় ভারত। ২০২০ সাল থেকে বিভিন্ন স্টার্ট আপে সরকার আর্থিক সহায়তা করে ধীরে ধীরে বিশ্বের কাছে নিজের মাটি শক্ত করতে চাইছে ভারত সরকার। এবার প্রথম আর্থ ওবজারভেশন স্যাটেলাইট কন্সটেলেশন তৈরির কথা ঘোষণা করা হল। ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার (ইন-স্পেস) ইতিমধ্যেই সরকার এবং ব্যক্তিগত যৌথ উদ্যোগে অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি)-এর মাধ্যমে, সরকারের আর্থিক সহায়তায় এই স্টার্ট আপটি করবার কথা ঘোষণা হয়েছে।
এখনও পর্যন্ত গোটা বিষয়টিই ভাবনা চিন্তার স্তরে রয়েছে বলে জানান, ইন-স্পেসের অধিকর্তা পবন গোয়েঙ্কা।
এই বিষয়ে তিনি জানান, “এই ধরনের উদ্যোগ বিভিন্ন স্টার্ট আপকে ভবিষ্যতে আরও ক্ষমতা প্রদান করবে।”

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মূলত এই নিয়ে তৃতীয়বার “হর ঘর তিরঙ্গা” এই প্রচারের জন্যই এই উদ্যোগ
কিন্তু, কীভাবে কাজ করবে এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট কন্সটেলেশন ?
আদতে স্যাটেলাইটের মাধ্যমেই আমরা ম্যাপের জিপিএস থেকে অবস্থান, আবহাওয়া-সহ নানান তথ্য পেতে থাকি। স্যাটেলাইটও পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকে। কিন্তু একটি স্যাটেলাইট থাকলে কিছুটা সময়ের জন্য শূন্যস্থানের সৃষ্টি হয়। কারণ গোটা পৃথিবীকে এক বার প্রদক্ষিণ করতেও একটি স্যাটেলাইটের সময় লাগে। সেক্ষেত্রে আর্থ অবজারভেশন স্যাটেলাইট কন্সটেলেশন থাকার ফলে কোনও শূন্যস্থান থাকবে না। সবসময় একটি স্যাটেলাইট সবসময় অবস্থান করবে। ফলে সবসময়ের তথ্য পাওয়া যাবে।
কিন্তু কী স্টার্ট আপ লাভের মুখ দেখবে?
লাভ মূলত আশা করা হচ্ছে স্পেস ডেটা থেকে পাওয়া মুনাফার উপর। এরফলে জিও-স্পেসিয়াল মার্কেটে ভারতের ভিত মজবুত হবে। কেন্দ্রের সহায়তায় এই স্টার্ট আপ বাস্তবের মুখ দেখলে ভারত আবার নতুন দিশা দেখাবে বলেই অভিমত বিভিন্ন বিশেষজ্ঞ মহলের।