Tag Archives: Shillong

Shillong: রাতভর বৃষ্টিতে জলের তলায় শিলং

নিজস্ব প্রতিবেদন: রবিবার রাতভর প্রবল বর্ষণের জেরে আবারও প্লাবিত হল শিলং শহর। বেশ কিছু এলাকায় বাড়ির মধ্যে রাস্তা থেকে নোংরা জল ঢুকে পড়ে বানভাসি অবস্থা তৈরি হয়েছে। এর ফলে গোটা শহর জুড়ে সোমবার ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

অত্যাধিক বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে শিলং-এর জাতীয় সড়ক। বর্ষায় শিলং শহর প্লাবিত হওয়ার ঘটনা নতুন নয়। তবে এবার কিছুটা আগেই সেই পরিস্থিতি তৈরি হওয়ায় একটু বেশি উদ্বিগ্ন স্থানীয়রা। আসলে শহরের প্রধান তিনটি খাল থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত না হওয়াতেই এমন বিপর্যয় বারবার ঘটে বলে শহরের মানুষের অভিযোগ। এছাড়াও নর্দমাগুলো ময়লা-আবর্জনায় পরিপূর্ণ থাকায় রাস্তার জল বেরোতে পারে না বলেও জানিয়েছেন স্থানীয়রা।

আর‌ও পড়ুন: অনাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পাট চাষ

খারাপ নিকাশি ব্যবস্থার কারণেই বৃষ্টি হলেই শিলংয়ে জল জমে বানভাসি পরিস্থিতি তৈরি হয়। ‌মানুষকে নোংরা জলের উপর দিয়ে হেঁটে কাজে যেতে হয়। এদিকে সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্বে শিলং শহরের বেশ কিছু এলাকার বাসিন্দারা ভোট বয়কট করেছিলেন। তাঁদের নির্বাচনে অংশ না নেওয়ার পিছনে মূল কারণ হল এই নিকাশি ব্যবস্থার বেহাল দশা। এরই প্রতিবাদে ভোট বয়কট করেন অনেকেই।