Tag Archives: Shirshendu Mukhopadhyay


Shirshendu Mukhopadhyay: ভাল আছেন, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, শীঘ্রই ফিরবেন বাড়ি

কলকাতা: ভাল আছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি। গত ১৫ জুন শ্বাসকষ্ট এবং প্যালপিটেশিন নিয়ে প্রবীণ সাহিত্যিককে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, লেখকের পেসমেকার-এর পালস জেনারেটর পরিবর্তন করা হয়েছে। বর্তমানে ৮৮ বছরের সাহিত্যিকের অবস্থা স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরবেন তিনি।

সাধারণত রোগীর শরীরে পেসমেকার বসানো থাকলে, তা নির্দিষ্ট সময় পরপর বদলে নিতে হয়। লেখকেও তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় পেসমেকার বদলের জন্য। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালেই হয় এই অপারেশন। পেসমেকার বদলানোর পর সামান্য শ্বাসকষ্ট হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। তবে বর্তমানে ৮৮ বছরের সাহিত্যিকের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।

Shirshendu Mukhopadhyay Hospitalised: হাসপাতালে ভর্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হঠাৎ কী হল প্রবীণ সাহিত্যিকের? এখন কেমন আছেন

কলকাতা: শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন।হৃদযন্ত্রের জটিলতা এড়াতে সাহিত্যিকের বুকে পেসমেকার বসানো রয়েছে অনেকদিন ধরেই।

চিকিৎসার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর সেই পেসমেকার বদলাতেও হয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পেসমেকারটি পুরনো হয়ে গিয়েছিল। সেই পেসমেকার পাল্টানোর অস্ত্রোপচারের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হন। সেই অস্ত্রোপাচার সফল হয়েছে।

আরও পড়ুন-   বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

হাসপাতালে ভর্তির খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ তবে চিন্তার কোনও কারণ নেই৷ আপাতত তিনি ভাল আছেন৷ তবে মাঝে কিছুটা শ্বাসকষ্ট শুরু হলেও এখন ভাল আছেন ৮৮ বছর বয়সী সাহিত্যিক।