Tag Archives: Sidharth Shukla Death

Popular Actor Death: মুহূর্তে সব শেষ…! কেউ ঘুমের মধ্যে, কেউ জিমে, হৃদরোগে অকালে চলে গেলেন এই তারকারা, আকস্মিক মৃত্যুতে শোক-হাহাকার

বলিউডে একের পর এক শোকসংবাদ৷ একে একে সব তারকারা ছেড়ে চলে যাচ্ছেন৷ কেউই ঘুমের মধ্যে, কেউ আবার জিম করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ তারকাদের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷
বলিউডে একের পর এক শোকসংবাদ৷ একে একে সব তারকারা ছেড়ে চলে যাচ্ছেন৷ কেউই ঘুমের মধ্যে, কেউ আবার জিম করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ তারকাদের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷
গতকালই প্রয়াত হয়েছেন কভি খুশি কভি গম-খ্যাত জনপ্রিয় অভিনেতা বিকাশ শেঠি৷ তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷ মাত্র ৪৮ বছর বয়সেই হার্টের সমস্যায় মারা গেছেন বিকাশ৷ দুই সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন অভিনেতা৷ তার আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টিভি ইন্ডাস্ট্রিতে।
গতকালই প্রয়াত হয়েছেন কভি খুশি কভি গম-খ্যাত জনপ্রিয় অভিনেতা বিকাশ শেঠি৷ তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷ মাত্র ৪৮ বছর বয়সেই হার্টের সমস্যায় মারা গেছেন বিকাশ৷ দুই সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন অভিনেতা৷ তার আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টিভি ইন্ডাস্ট্রিতে।
বিখ্যাত কৌতুক অভিনেতার ২০২২ সালের সেপ্টেম্বরে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর মারা যান এই কমেডিয়ান। তিনি উত্তর প্রদেশের কানপুরে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। কমেডির রাজা ছিলেন রাজু শ্রীবাস্তব। 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এর মতো শোতে তার কমেডি দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
বিখ্যাত কৌতুক অভিনেতার ২০২২ সালের সেপ্টেম্বরে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর মারা যান এই কমেডিয়ান। তিনি উত্তর প্রদেশের কানপুরে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। কমেডির রাজা ছিলেন রাজু শ্রীবাস্তব। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর মতো শোতে তার কমেডি দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত গায়ক কে কে ১৯৬৮ সালের ২৩ অগাস্ট জন্মগ্রহণ করেন। প্রতিভাবান এই গায়ক ৩১ মে ২০২২-এ কলকাতার কনসার্টে এসে ৫৩ বছর বয়সে মারা যান। কলকাতায় একটি সঙ্গীত অনুষ্ঠানের পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত গায়ক কে কে ১৯৬৮ সালের ২৩ অগাস্ট জন্মগ্রহণ করেন। প্রতিভাবান এই গায়ক ৩১ মে ২০২২-এ কলকাতার কনসার্টে এসে ৫৩ বছর বয়সে মারা যান। কলকাতায় একটি সঙ্গীত অনুষ্ঠানের পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
বিখ্যাত কন্নড় সিনেমা অভিনেতা পুনীত রাজকুমার ২৯ অক্টোবর ২০২১ সালে ৪৬ বছর বয়সে মারা যান। অভিনেতার হার্ট অ্যাটাক হয়েছিল। তিনি ১৭ মার্চ ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। একজন অভিনেতা ছাড়াও, তিনি একজন গায়ক ছিলেন যিনি তার জনহিতকর কাজের কারণেও শিরোনামে ছিলেন। শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়।
বিখ্যাত কন্নড় সিনেমা অভিনেতা পুনীত রাজকুমার ২৯ অক্টোবর ২০২১ সালে ৪৬ বছর বয়সে মারা যান। অভিনেতার হার্ট অ্যাটাক হয়েছিল। তিনি ১৭ মার্চ ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। একজন অভিনেতা ছাড়াও, তিনি একজন গায়ক ছিলেন যিনি তার জনহিতকর কাজের কারণেও শিরোনামে ছিলেন। শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়।
বিখ্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ৪০ বছর বয়সে ২ সেপ্টেম্বর ২০২১-এ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সিদ্ধার্থ শুক্লা 'বালিকা বধু'-এর মতো শো দিয়ে দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি 'বিগ বস ১৩' এবং 'ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি ৭'-এর মতো রিয়েলিটি শো-এর বিজয়ী ছিলেন।
বিখ্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ৪০ বছর বয়সে ২ সেপ্টেম্বর ২০২১-এ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সিদ্ধার্থ শুক্লা ‘বালিকা বধু’-এর মতো শো দিয়ে দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি ‘বিগ বস ১৩’ এবং ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি ৭’-এর মতো রিয়েলিটি শো-এর বিজয়ী ছিলেন।

 

Shehnaaz Gill Public Appearance: সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর এতদিন পর জনসমক্ষে এলেন শেহনাজ গিল, ফিরলেন কাজে! দেখুন

#মুম্বই: কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ সিদ্ধার্থ শুক্লাকে (Sidharth Shukla) হারিয়েছেন কিছুদিন আগেই। তার পর থেকে একপ্রকার ঘরবন্দি হয়েই ছিলেন শেহনাজ গিল (Shehnaaz Gill)। সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত একটি অনুষ্ঠানে তাঁক জনসমক্ষে দেখা গেল বহুদিন পর (Shehnaaz Gill Public Appearance)। দিলজিৎ দোসাঞ্জ ও সোনম বাজওয়ার নতুন ছবি ‘হঁসলা রাখ’-এর প্রচারে গিয়েছিলেন শেহনাজ গিল (Shehnaaz Gill Public Appearance)। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ওই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে (Shehnaaz Gill Public Appearance)। যা দেখে সিজনাজ-এর ফ্যানেদের মন ভিজে গিয়েছে। নিমেষে ভাইরাল হয়েছে ভিডিওটি।

গত ২ সেপ্টেম্বর মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। অভিনেতার মৃত্যুর পর থেকে তাই নেটিজেনদের একটাই প্রশ্ন, কেমন আছেন শেহনাজ? কারণ মৃত্যুর ‌খবর পাওয়ার পরে সহ্য করতে পারেননি তিনি। সিদ্ধার্থের শেষকৃত্যেও শেহনাজকে ভেঙে পড়তে দেখা যায়। চিৎকার করে কাঁদছিলেন অভিনেত্রী। সেই সময়ে তাঁর ভাই শেহবাজ তাঁকে সামলাচ্ছিলেন। সিদ্ধার্থের মা-ও শেহনাজকে বোঝানোর চেষ্টা করে চলেছেন দেখা যায়। সিদ্ধার্থের মৃত্যুর পর থেকেই বিদ্ধস্ত ছিলেন শেহনাজ। সেখান থেকে অবশেষে অনেকটা সামলে ফের কাজের জগতে ফিরলেন শেহনাজ।

 

View this post on Instagram

 

A post shared by Shabina Nahid (@shabinanahid075)

প্রসঙ্গত, বিগ বস ১৩-য় তাঁর ও শেহনাজ গিলের রসায়ন পছন্দ ছিল দর্শকদের। বিগ বস (Bigg Boss 13) থেকে বেরিয়েও দুজনের সম্পর্ক ভালো ছিল এবং একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন তাঁরা।‌সম্প্রতি টেলিভিশনে শেহনাজের সঙ্গেই শেষবার দেখা গিয়েছে সিদ্ধার্থকে। রিয়্যালি‌ট‌ি শো ডান্স দিওয়ানে ৩, সানডে কা ভার এবং বিগ বস ওটিটি-তে একসঙ্গে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ। সেখানেও দুজনের রসায়নে মুগ্ধ ছিলেন দর্শকরা। সিদ্ধার্থ ও শেহনাজের লাভ স্টোরি নিয়েও একটি ছবি তৈরি হয়েছিল। ‘সিলসিলা সিদনাজ কা’ নামে সেই ছবি ভু‌ট-এ মুক্তি পায়। ছবিটি মুক্তি পাওয়ার পরেই তাঁরা বিগ বস ওটিটি তে গিয়েছিলেন প্রচার করতে।

ভালোবেসে ভক্তরা তাঁদের জুটিকে ডাকত ‘সিডনাজ’ বলে। অর্থাৎ কোথায় যেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল (Sidharth Shukla-Shehnaaz Gill) মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন। কিছুদিন আগেই সিদ্ধার্থ ও শেহনাজ গোয়াতে গিয়ে একটি মিউজিক ভিডিও শ্যুট করেছিলেন একসঙ্গে। সেটির গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গত ২ সেপ্টেম্বর সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর পর সেই মিউজিক ভিডিওর বেশ কিছু বিহাইন্ড দ্য সিন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি শেহনাজকে। অবশেষে ফিরলেন কাজে।

আরও পড়ুন: মুক্তির আগেই মৃত্যু! সিদ্ধার্থ শুক্লা-শেহনাজ গিলের একসঙ্গে শেষ মিউজিক ভিডিও লিক, দেখুন