Tag Archives: Sourav Das

Sourav-Darshana Jamaisasthi: ইলিশ, চিংড়ি, মাটন… রুপোর থালায় ষষ্ঠীপালন! দর্শনার মামাবাড়িতে সৌরভের জামাই-আদর, দেখুন ছবি

প্রথম জামাইষষ্ঠী বলে কথা। বাসন্তী রঙে সেজে উঠেছেন নতুন বর-কনে, সৌরভ দাস এবং দর্শনা বণিক। নায়িকার মামাবাড়িতে এলাহি ষষ্ঠীপুজোর আয়োজন করা হয়েছিল। যার মূল উদ্দেশ্য জামাই-আদর।
প্রথম জামাইষষ্ঠী বলে কথা। বাসন্তী রঙে সেজে উঠেছেন নতুন বর-কনে, সৌরভ দাস এবং দর্শনা বণিক। নায়িকার মামাবাড়িতে এলাহি ষষ্ঠীপুজোর আয়োজন করা হয়েছিল। যার মূল উদ্দেশ্য জামাই-আদর।
হলুদ পাঞ্জাবী এবং হলুদ শাড়িতে সেজেছেন সৌরভ-দর্শনা। পাখার হাওয়া করে জামাই-আদর শুরু করলেন দর্শনার মামি। তারপর হাতে ষষ্ঠীর হলুদ সুতো পরালেন তিনি।
হলুদ পাঞ্জাবী এবং হলুদ শাড়িতে সেজেছেন সৌরভ-দর্শনা। পাখার হাওয়া করে জামাই-আদর শুরু করলেন দর্শনার মামি। তারপর হাতে ষষ্ঠীর হলুদ সুতো পরালেন তিনি।
এরপর সময় হল খানাপিনার। রুপোর থালা, বাটি এবং কাঁসার গ্লাসে বর-কনের জন্য খাবার সাজানো হয়েছে। একাধিক বাঙালি পদ রান্না করা হয়েছে জামাই-আদরের জন্য।
এরপর সময় হল খানাপিনার। রুপোর থালা, বাটি এবং কাঁসার গ্লাসে বর-কনের জন্য খাবার সাজানো হয়েছে। একাধিক বাঙালি পদ রান্না করা হয়েছে জামাই-আদরের জন্য।
মাছের বাহার দেখতে পাওয়া যাবে মেয়ে-জামাইয়ের থালায়। ইলিশ মাছ, চিংড়ি মাছ, চিতল মাছের পেটি, কষা পাঁঠার মাংস ছিল আজকের মেনুতে।
মাছের বাহার দেখতে পাওয়া যাবে মেয়ে-জামাইয়ের থালায়। ইলিশ মাছ, চিংড়ি মাছ, চিতল মাছের পেটি, কষা পাঁঠার মাংস ছিল আজকের মেনুতে।
শেষপাতে ছিল আমের চাটনি এবং বেশ কয়েকটি মিষ্টি ও সন্দেশ। মস্ত মস্ত উপহারের বাক্স নিয়েও ভিডিও তোলেন তারকা দম্পতি।
শেষপাতে ছিল আমের চাটনি এবং বেশ কয়েকটি মিষ্টি ও সন্দেশ। মস্ত মস্ত উপহারের বাক্স নিয়েও ভিডিও তোলেন তারকা দম্পতি।

Flashback Movie: শাকিবের প্রাক্তনের সঙ্গে পর্দায় কৌশিক, বাংলাদেশি পরিচালকের ছবির বড় ঘোষণা, রয়েছেন সৌরভও

কলকাতা: পর্দায় একইসঙ্গে তিন তাবড় শিল্পী। কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস এবং বাংলাদেশের নায়িকা শবনম বুবলীকে নিয়ে এবার টলিউডে নতুন ছবি ‘ফ্ল্যাশব্যাক’। ছবির পরিচালনার দ্বায়িত্বে বাংলাদেশেরই জনপ্রিয় পরিচালক রাশেদ রাহা। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। ছবির কাহিনি রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের। ক্যামেরার পিছনের একাধিক ভূমিকায় বাংলাদেশের শিল্পী থাকলেও ছবিটি এপার বাংলারই।

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার তিন শিল্পী। যাদের জীবনের গল্প বলবে ‘ফ্ল্যাশব্যাক’। ছবিতে অঞ্জনের চরিত্রে দেখা যাবে কৌশিককে। মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। অনেকদিন আগেই সব ছেড়ে খানিকটা অদৃশ্যই তিনি। এখনও অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে ছবিতে ডিকে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ। এক ভবঘুরে চরিত্রে দেখা যায় তাঁকে। অন্যদিকে ছবির আরও এক প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শবনম বুবলী৷ পেশায় একজন ফিল্ম মেকার। তিনজন ভিন্ন চরিত্রের হলেও জীবনের চলার পথে দেখা হয় এই তিনজনের। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে। জীবনের খেলায় কোনদিকে যাবে ছবির মোড়?

কলকাতায় ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। ছবির অনেকটা অংশ শ্যুট হবে উত্তরবঙ্গের পাহাড়ে। পরিচালক রাশেদ রাহা বলেন, ‘‘কৌশিক গঙ্গোপাধ্যায় তো অনবদ্য অভিনেতা বটেই। অন্যদিকে সৌরভ ও শবনম বুবলীও অসাধারণ। ছবিতে আরও কয়েকজন নামকরা অভিনেতা অভিনেত্রী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ছবিটি মুক্তি পাবে নারায়ন চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুনের প্রযোজনাতে ‘এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে।

আরও পড়ুন: শীতে ওষুধ ছাড়াই কমবে যন্ত্রণা! এই কয়েকটি সহজ নিয়মেই মসৃণ হবে জীবন, চিকিৎসকের কথা শুনে নিন

ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে, যেখানে বেশ কিছু জনপ্রিয় শিল্পীকে দেখা যাবে। চলতি বছরে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।