Tag Archives: Space Mission

Gaganyaan: ডিসেম্বরেই পাড়ি দেবে প্রথম গগনযান! আশার কথা শোনালেন ইসরো চেয়ারম্যান

নয়াদিল্লি: চন্দ্রযান পাঠানোর পর কিছুদিন বাদে গগনযানের দিকে আরও এক ধাপ এগোল ভারত। আগামী ডিসেম্বরের মধ্যেই এই মহাকাশযান পাঠানো হবে বলে জানানো হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো-এর তরফ থেকে।
পৃথিবীর অক্ষে প্রথম যান মানববিহীন ভাবে এই প্রদক্ষিণ করবে। পরবর্তীতে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের।
ইতিমধ্যেই রকেটের বিভিন্ন যন্ত্রাংশ ছাড়াও মানববাহী মহাকাশযানের যন্ত্রাংশ মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র সতীশ ধবন স্পেস সেন্টারে আনার কাজ শুরু হয়ে গেছে। এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারেও শুরু হয়েছে মহাকাশ গবেষণার নানান পরীক্ষা নিরীক্ষার কাজ।
এই প্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, “আজ, আমরা চেষ্টা করছি গগনযান জি১ প্রথম মিশনেই যাতে সাফল্য অর্জন করে তা দেখার। ইতিমধ্যেই সব কাজ ঠিক ভাবেই এগোচ্ছে আশা করা যায় আমরা শীঘ্রই সফল হবো।”

আরও পড়ুন: স্বাধীনতা দিবস উদযাপনে স্কুলে দুর্ঘটনা , অসুস্থ ১৪ শিশু
ক্রিউ মডেল ভিএসএসসি ত্রিভান্দ্রামে তৈরি সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা পুরো তারের ওয়ারিং এবং টেস্টিং-এর কাজ সম্পন্ন করে ফেলেছি। আমরা চেষ্টা করছি নভেম্বরের মধ্যে গোটা সিস্টেম তৈরি করে ফেলা। ফলে খুব সহজেই আমরা ডিসেম্বরের মধ্যে উৎক্ষেপণ করতে সক্ষম হবো।”
ইতিমধ্যেই এসএসএলভির সফল উৎক্ষেপণ করেছে ভারত। ফলে ভারতের পক্ষে গগনযানের পথ আরও সুগম হয়েছে বলেই মত ইসরোর চেয়ারম্যানের। তাঁর আরও অভিমত, ইসরো আগে এই ধরনের অভিযান করেনি ফলে এটা সর্বাত্মক ভাবে একটা বিশাল বড় চ্যালেঞ্জ।
এসএসএলভির মূল কিছু বৈশিষ্ট্য হল- মহাকাশে এটি অত্যন্ত নিম্ন খরচের। এছাড়াও লঞ্চ অন ডিম্যান্ডও এই রকেটে পাওয়া যায়। ফলে খুব সহজেই এই ধরনের অভিযানের ক্ষেত্রে এই রকেট কার্যকরী।

ISRO’s EOS-08 Satellite Launch:ইসরোর মুকুটে আরও এক নতুন পালক, স্বাধীনতার পরের দিনই সফল উৎক্ষেপণ SSLV-র, দেখে নিন সেই ভিডিও

শ্রীহরিকোটা: স্বাধীনতার পরের দিনই সবচেয়ে ছোট স্যটেলাইট ভেহিক্যাল, SSLV-D3-EOS-08 সফলভাবে উৎক্ষেপণ করা হল৷ এর আগে ১৪ জুলাই, ২০২৩ সালে চন্দ্রযান থ্রির সফল মিশন সারা দেশের জন্য গর্বের৷ তার ঠিক পরের বছর এই উৎক্ষেপণ ইসরোর মুকুটে আরও একটা পালক যোগ করল৷

শুক্রবার সকাল সাতটার সময়, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে এর সফল উৎক্ষেপণ হয়৷ ইসরো সমাজমাধ্যমে পোস্ট করে এই সফল উৎক্ষেপণের ঘোষণা করেছে৷ ইসরোর তরফ থেকে আরও এক সুখবর পাওয়া গিয়েছে৷ SSLV ইতিমধ্যে পৃথিবীর কক্ষপথে পৌঁছেও গিয়েছে৷


আরও পড়ুন:কোবরার মতো ভয়ঙ্কর সাপকেও গিলে খায়! কোন প্রাণী জানেন? বেশিরভাগজনই কিন্তু ভুল উত্তর দেন

স্যটেলাইট ভেহিক্যালটি উৎক্ষেপের সময় সেখানে অনেক শিশু ও স্থানীয় মানুষেরা একসঙ্গে জড়ো হয়েছিল৷ সফল উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতেই তারা সেখানে পৌঁছেছিল৷ সফল উৎক্ষেপণ প্রত্যক্ষ করে তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো৷

আরও পড়ুন: Viral Video: সিংহের খাঁচার সামনে নানারকম অঙ্গভঙ্গি ব্যক্তির, তারপর যা ভয়ঙ্কর ঘটনা ঘটল

জানা যাচ্ছে, স্বাধীনতার সকালেই উৎক্ষেপণের কথা ছিল৷ কিন্তু কোনও কারণে তা স্থগিত হয়৷ আজ শুক্রবার ১৬ অগাস্ট, দিন নির্ধারণ করা হয়৷ নির্ধারিত সময়তেই উড়ে যায় SSLV৷

এই রকেটের উচ্চতা মাত্র ৩৪ মিটার আর ব্যাস ২ মিটার৷ আর ওজন ১২০ টন৷ এই ক্ষুদ্র যানটি প্রায় ৫০০ কেজির স্যাটেলাইটের ওজন বহন করতে সক্ষম৷ SSLV-তে ১৭৫.৫ কেজির একটা ছোট রকেট ও তিনটে পেলোড রয়েছে৷ এই পেলোড তিনটি পৃথিবীর আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের বায়ু বিশ্লেষণ, মাটির আর্দ্রতা প্রভৃতি-সহ গগনযান মিশনেও সাহায্য করবে৷