Tag Archives: Spinal Cord

Spinal Cord Pain: যখন তখন ঘাড়ে-পিঠে ব্যাথা? পা অসাড়? শরীরে অস্থিরতা? স্পাইনাল কর্ডের বড় সমস্যা নয় তো? যা বলছেন চিকিৎসক

কলকাতা: মেরুদণ্ড সংক্রান্ত ব্যাধিতে আক্রান্ত অনেক রোগী তথ্যের অভাবে অনেক সময় ভ্রান্ত ধারণার কারণে দীর্ঘ সময় ধরে যন্ত্রণা ভোগ করেন এবং তাঁরা ঠিক মতো চিকিৎসাও করাতে পারেন না। এই প্রসঙ্গে সাহারানপুরের মেডিগ্রাম হাসপাতালে ‘স্পিনোথন’-এর আয়োজন করা হয়েছিল। নিউরোসার্জন ডাঃ রবি ঠক্কর তাঁর দীর্ঘজীবনে যাঁদের মেরুদণ্ডের অপারেশন করেছিলেন তাঁদের ডেকেছিলেন। মেরুদণ্ডের ব্যথায় অস্ত্রোপচার করা নিয়ে মানুষের মধ্যে প্রচলিত ভুল ধারণাও তিনি দূর করতে চেষ্টা করেন।

মেরুদণ্ডের চিকিৎসা হবে সাহারানপুরেই

নিউরোসার্জন ডা. রবি ঠক্কর বলছেন, সাহারানপুরের মানুষদের মেরুদণ্ডের ব্যথা থেকে মুক্তি পেতে আর বাইরে যেতে হবে না, কারণ এখন এর চিকিৎসা সাহারানপুরের মেডিগ্রাম হাসপাতালেই পাওয়া যাবে। আগে মেরুদণ্ডের ব্যথার চিকিৎসায় মানুষকে দিল্লি, চণ্ডীগড়ে যেতে হত। সাধারণ মানুষের নাগালের মধ্যে চিকিৎসার সুবিধে দিতে বদ্ধপরিকর তাঁরা। সাহারানপুরের মেডিগ্রাম হাসপাতাল এই ধরনের রোগীদের সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে এই ব্যথাকে শিকড় থেকে নির্মূল করার এক অনন্য উদ্যোগ নিয়েছে। যাঁরা মেরুদণ্ডের চিকিৎসার পর রোগমুক্ত এবং সুস্থ জীবনযাপন করছেন তাঁদের জন্য একটি বিশেষ ম্যারাথন ‘স্পিনোথন’-এরও আয়োজন করা হয়।

বিভ্রান্তি দূর করতে স্পিনোথনের আয়োজন

নিউরোসার্জন ডা. রবি ঠক্কর বলেন , তিনি ২০১৬ সাল থেকে সাহারানপুরে বসবাস করে মানুষের চিকিৎসা করছেন। মানুষ মেরুদণ্ডের ব্যথাকে সাধারণ ভাবে নেন। তাঁরা তাঁদের মনে এই বিভ্রম পোষণ করেন যে, তাঁরা অপারেশনের পরে আর হাঁটতে পারবেন না। এই বিভ্রান্তির অবসান ঘটাতে বিশেষ ম্যারাথনের আয়োজন করা হয়। যার নাম দেওয়া হয়েছে ‘স্পিনোথন’। যে সমস্ত রোগী মেরুদণ্ডের চিকিৎসা করিয়েছেন, তাঁরা এই ম্যারাথনে হেঁটে মানুষকে বার্তা দিয়েছেন, মেরুদণ্ডের চিকিৎসা সম্ভব এবং অস্ত্রোপচারের মাধ্যমে সবাই সুস্থ হতে পারেন।

মেরুদণ্ডের যত্ন নেওয়া খুবই জরুরি

নিউরোসার্জন ডা. রবি ঠক্কর বলেন, মেরুদণ্ড হল শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে এতে অনেকেই মনোযোগ দেন না এবং এটি সম্পর্কিত ব্যায়ামও করেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং কিছু ভুল অভ্যেসের কারণে, মেরুদণ্ডের অবক্ষয় ঘটে এবং এর বক্রতা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাড় বাড়তে শুরু করে। এর কারণে নার্ভে চাপ পড়ে এবং কোমর, ঘাড়, পা ও হাতে ব্যথা শুরু হয়। এর উপসর্গগুলির মধ্যে রয়েছে পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, শরীরে অস্থিরতা, পায়ে ব্যথা, পায়ে অসাড়তা, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে শিহরণ, হাত-পা অসাড় হয়ে যাওয়া, শরীরে দুর্বলতা।