ব্যবসা-বাণিজ্য SBI Amrit Vrishti Scheme: স্টেট ব্যাঙ্কের ধামাকা স্কিমে স্বপ্নপূরণ! স্বপ্নের স্কিমে ঢালাও সুদ গ্রাহকদের জন্য, বিশাল অঙ্কের টাকা Gallery October 23, 2024 Bangla Digital Desk সোনালি মুহূর্ত এবার হাতের মুঠোয় ৷ এসবিআইয়ের পক্ষ থেকে বড়সড় অফার গ্রাহকদের জন্য ৷ নতুন স্কিমের স্পেশ্যাল ফিচার রয়েছে ৷ প্রতীকী ছবি ৷ যা সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ভাবে উপযুক্ত স্কিম যা রীতিমত ভবিষ্যতকে নিশ্চিত করতে পারে ৷ প্রতীকী ছবি ৷ গত ১৬ জুলাই ২০২৪ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেটেস্ট স্কিম অর্থাৎ টার্ম ডিপোজিট স্কিম অমৃত বৃষ্টি ৪৪৪ দিনের এই স্কিমে সুদের হার অত্যন্ত পরিমাণে আকর্ষণীয় ৷ প্রতীকী ছবি ৷ এই স্কিম ঘরোয়া ও এনআরআইদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ সিনিয়র সিটিজেন অতিরিক্ত পরিমাণে সুযোগ সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷ প্রকল্পটি খোলা থাকছে আগামী ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত ৷ এসবিআই অমৃত বৃষ্টি স্কিম একটি টার্ম ডিপোজিট প্রকল্প ৷ ৪৪৪ দিনের মেয়াদে অত্যন্ত আকর্ষণীয় একটি স্কিম ৷ প্রতীকী ছবি ৷ ঘরোয়া ও খুচরো টার্ম ডিপোজিট স্কিম ৩ কোটি টাকার কম মূল্যের এই স্কিম ৷ এটি নতুন ও নবীকরণ স্কিম ৷ প্রতীকী ছবি ৷ টার্ম ডিপোজিট ও স্পেশ্যাল টার্ম ডিপোজিট স্কিম ৷ টার্ম ডিপোজিট ও স্পেশ্যাল টার্ম ডিপোজিট স্কিম ৷ রেকারিং ডিপোজিট ৷ প্রতীকী ছবি ৷ ট্যাক্স সেভিংস ডিপোজিট, অ্যানিউনিটি ডিপোজিট, ম্যাক্যাড, মাল্টি অপশন ডিপোজিট, ক্যাপিট্যাল গেন স্কিম ইত্যাদি ৷ প্রতীকী ছবি ৷ এনআরআই ডিপোজিট স্টাফেদের বা সিনিয়র সিটিজেনদের জন্য ৷ প্রতীকী ছবি ৷ এসবিআই অমৃত বৃষ্টি স্কিম সর্বনিম্ন টাকার স্কিম, বার্ষিক সুদের হার ৭.২৫ শতাংশ, সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৭৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷ টার্ম ডিপোজিটের সুদের হার মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক সময়ের ব্যবধানে দেওয়া হয়ে থাকে ৷ সুদ টিডিএসের নেট, গ্রাহকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ প্রতীকী ছবি ৷ এরফলে যে সুদ পাবেন গ্রাহকেরা তা করের আওতায় থাকবে ৷ আয়ের স্তর অনুযায়ী ট্যাক্স নির্ধারিত হবে ৷ প্রতীকী ছবি ৷ খুচরো গ্রাহকদের জন্য টার্ম ডিপোজিট ৫ লক্ষ টাকা পর্যন্ত ৷ মেয়াদ সম্পন্ন হওয়ার আগে টাকা তুলে ফেললে (০.৫০ শতাংশ) কেটে নেওয়া হবে ৷ এটি প্রতিটি মেয়াদের জন্যই কার্যকর হবে ৷ প্রতীকী ছবি ৷ টার্ম ডিপোজিটের জন্য ৫ লক্ষ টাকার বেশি, ৩ লক্ষ টাকার কম প্রতিটি মেয়াদের ক্ষেত্রেই জরিমানা ১ শতাংশ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷ টার্ম জিপোজিটের ক্ষেত্রে মেয়াদের আগে টাকা তুলে ফেললে সেক্ষেত্রে কোনও রকমের ছাড় সম্ভব নয় ৷ প্রতীকী ছবি ৷ সুদের হার ০.৫০ থেকে ১ শতাংশ কার্যকর বিভিন্ন মেয়াদের ডিপোজিটের ক্ষেত্রে ব্যাঙ্কের বা চুক্তিক্ষেত্রে সুদের হার ০.৫০ থেকে ১ শতাংশ হারে সুদ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷ এটি প্রতিটি টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ৫ লক্ষ বা ৫ লক্ষ টাকার থেকে বেশি হিসাবেই ধার্য করা হবে ৷ প্রতীকী ছবি ৷ তবে ৭দিনের কম সময়ের ডিপোজিটের ক্ষেত্রে ব্যাঙ্ক কোনও প্রকারের সুদ দেবেনা ৷ এসবিআইয়ের পেনশনভোগীদের জন্য মেয়াদের আগের টাকা তুললে কোনও জরিমানা দিতে হবেনা ৷ প্রতীকী ছবি ৷ মেয়াদ সম্পন্ন হওয়ার আগেই টাকা তুলে নিলে এসবিআই-এ কর্মী ও পেনশনভোগীরা সুদের টাকা পেয়ে যাবেন ৷ প্রতীকী ছবি ৷ এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে হলে সরাসরি শাখা কার্যালয়ে যেতে হবে, এসবিআই, ইয়োনো, ইয়োনো লাইট (মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ) ৷ এছাড়াও ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে কার্যকর করা হয়ে থাকবে ৷ প্রতীকী ছবি ৷ অমৃত বৃষ্টি যোজনার জন্য কোনও ভিন্ন কোড দরকার নেই ৷ ৪৪৪ দিনের মেয়াদে ক্ষেত্রে অটো পিকআপ হবে ৷ প্রতীকী ছবি ৷
ব্যবসা-বাণিজ্য SBI SUPERHIT SCHEME: সুপারহিট স্কিম নিয়ে এল SBI, ১, ২, ৩ ও ৫ বছরের জন্য ১০ লাখ টাকা রাখলে কত লাভ মিলবে ? Gallery September 2, 2024 Bangla Digital Desk সুপারহিট স্কিম নিয়ে এল দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই। কোনও ঝুঁকি ছাড়াই মোটা টাকা লাভ করতে পারবেন গ্রাহকরা। এই স্কিমে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে টাকা জমা করা যায়। এর উপর মেলে সুদ। ১, ২, ৩ এবং ৫ বছর মেয়াদে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিটে কত রিটার্ন মিলবে দেখে নেওয়া যাক। এক বছর মেয়াদে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট থেকে রিটার্ন: এক বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৬.৮০ শতাংশ হারে সুদ দিচ্ছে এসবিআই। অর্থাৎ যদি কেউ ১০ লাখ টাকা জমা করেন তাহলে তিনি ম্যাচিউরিটিতে ১০,৬৯,৭৫৩ টাকা পাবেন। তার মানে সুদ থেকে মিলবে ৬৯,৭৫৩ টাকা। ২ বছর মেয়াদে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট থেকে রিটার্ন: ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে ৭ শতাংশ করেছে এসবিআই। এখন যদি কেউ ২ বছরের জন্য ১০ লাখ টাকা জমা করেন তাহলে তিনি ১১,৪৬,৮৮১ টাকা পাবেন। সুদ থেকে আয় হবে ১,৪৮,৮৮১ টাকা। ৩ বছর মেয়াদে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট থেকে রিটার্ন: ৩ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে বর্তমানে ৬.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এসবিআই। এই মেয়াদে ১০ লক্ষ টাকা জমা করলে ম্যাচিউরিটিতে মিলবে ১২,২২,৩৯৩ টাকা। সুদ থেকে ২,২২,৩৯৩ টাকা পাবেন গ্রাহক। ৫ বছর মেয়াদে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট থেকে রিটার্ন: স্টেট ব্যাঙ্কে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫০ শতাংশ। অর্থাৎ ৫ বছরের জন্য যদি কেউ ১০ লক্ষ টাকা জমা করেন তাহলে মেয়াদপূর্তিতে তিনি ১৩,৮০,৪১৯ টাকা পাবেন। শুধু সুদ থেকে আয় হবে ৩,৮০,৪১৯ টাকা। সাধারণ গ্রাহকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদ দেওয়া হয় প্রবীণ নাগরিকদের। আবার ‘উইকেয়ার ডিপোজিট’ স্কিমে ৫ বছর বা তার বেশি মেয়াদে ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেওয়া হয়। অর্থাৎ সব মিলিয়ে এক শতাংশ বেশি সুদ পান প্রবীণ নাগরিকরা। এই স্কিমে যদি কেউ ৫ বছর মেয়াদে ১০ লক্ষ টাকা জমা করা হয় তাহলে ম্যাচিউরিটিতে ১৪,৪৮,৯৪৮ টাকা রিটার্ন মিলবে।
ব্যবসা-বাণিজ্য SBI Account Balance Check Online: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ধামাকা খবর! ৮টি বিশাল পদ্ধতিতেই সেকেন্ডেই জানবেন অ্যাকাউন্টে কত আছে? কত খরচ হল? Gallery June 19, 2024 Bangla Digital Desk দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস গ্রাহকদের জন্য ৷ অনেক সময়ে গ্রাহকদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা অ্যাকাউন্টে কত ব্যালান্স আছে জানার জন্য ৷ প্রতীকী ছবি ৷ এই সামান্য কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যায় করতে হয় অনেক সময়েই ৷ অনেক সময়ে কোনও সময়ই বের করতে পারেন না গ্রাহকেরা অ্যাকাউন্টের ব্যালান্স ঠিক কতখানি তা জানতে ৷ প্রতীকী ছবি ৷ কিন্তু অত্যন্ত বড় খবর আসছে ৷ এবার বাড়িতে বসেই এসএমএস বা হোয়াটসঅ্যাপেও এই সুবিধা পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷ কেননা অনলাইন ব্যালান্স চেক করার জন্য স্টেট ব্যাঙ্ক বেশ কয়েকটি অপশন দিয়ে রেখেছে ৷ যা অতি সহজেই গ্রাহকদের অ্যাকাউন্টের ডিটেইলস রিয়েল টাইমে দিয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ এসবিআই অ্যাকাউন্টে ব্যালান্স চেক করার বেশ কয়েকটি পদ্ধতি আছে ৷ মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিং-এর সুবিধা দিয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷ বা পাশ বইয়ের মাধ্যমেও অ্যাকাউন্টের ব্যালান্স চেক করতে পারেন, ডিটেলস পেতে পারেন অফলাইনে তবে এটি সময় সাপেক্ষ ব্যাপার ৷ প্রতীকী ছবি ৷ এসবিআইয়ের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ইয়োনোর মাধ্যমে ব্যালান্স চেক করা যাবে সরাসরি তার জন্য লগইন করতে হবে অর্থাৎ ওটিপি বা এমপিনের সাহায্য সহজেই ব্যালান্স চেক করা যাবে ৷ প্রতীকী ছবি ৷ এছাড়াও ইয়োনোতে লগইন করা যাবে ইন্টারেন্ট ব্যাঙ্কিং-এর ক্রেডেনশিয়াল দিয়েও ৷ লগ ইন করে ইউ ব্যালান্স বিকল্পতে ক্লিক করতে হবে ৷ ভীম এসবিআই পে অ্যাপের মাধ্যমেও এসবিআইয়ের ব্যালান্স চেক করা যাবে প্রধানত ইউপিআইয়ের মাধ্যমে টাকা জমানোর ক্ষেত্রে কাজে লাগে বিশেষ ভাবে ৷ প্রতীকী ছবি ৷ এসএমএস সার্ভিসের মাধ্যমে কীভাবে অ্যকাউন্ট ব্যালান্স চেক করবেন? রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 09223766666 BAL লিখে এসএমএস করতে হবে ৷ প্রতীকী ছবি ৷ এরপরেই বর্তমান এসবিআই সেভিংস অ্যাকাউন্টের ব্যালান্স জানতে পারা যাবে ৷ প্রতীকী ছবি ৷ ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকলেই এসবিআইয়ের ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে জানতে পারা যাবে অ্যাকাউন্টের ব্যালান্স ৷ তারপরে মাই অ্যাকাউন্টে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷ এসবিআইয়ের হোয়াটসঅ্যাপ নম্বর 9022690226 নিজের স্মার্টফোনে সেভ করতে হবে ৷ রেজিস্টার্ড নম্বর থেকে চ্যাট করতে হবে সেক্ষেত্রে প্রথমেই লিখতে হবে হাই ৷ প্রতীকী ছবি ৷ তারপরে সঠিক অপশনে ক্লিক করতে হবে ৷ টাকা পয়সা পাওয়া যাবে ৷ এছাড়াও যদি এই সমস্ত প্রযুক্তিগত ব্যবস্থার সঙ্গে সরগর না থাকে সেক্ষেত্রে শাখায় হিয়ে জানতে পারেন ৷ প্রতীকী ছবি ৷ নইলে টোলফ্রি নম্বরে ফোন করে জানতে পারেন, অবশ্যই যেই নম্বর থেকে ফোন করছেন সেই নম্বর রেজিস্টার্ড হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
ব্যবসা-বাণিজ্য State Bank of India FD: কোটি কোটি গ্রাহকদের জন্য স্টেট ব্যাঙ্কের ধামাকা! FD-তে ব্যাপক হারে সুদ, অ্যাকাউন্ট থাকলেই বড় কথা Gallery June 17, 2024 Bangla Digital Desk দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ কোটি কোটি গ্রাহকদের জন্য অত্যন্ত বড় খবর দিচ্ছে ৷ প্রতীকী ছবি ৷ ব্যাঙ্কের পক্ষ থেকে ১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত বা ২১১ দিন সময়ের কম সময়ের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷ স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে এই অবধিতে ০.২৫ শতাংশ সুদ বাড়ানো হয়েছে ৷ আরবিআইয়ের নিয়ম অনুযায়ী এবার ২ কোটি টাকার সীমার থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷ ৩ কোটি টাকার মূল্যের ফিক্সড ডিপোজিটের সীমা ১৫ জুন ২০২৪ থেকে কার্যকর করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷ এবার একনজরে দেখে নেওয়া যাক ৭দিন থেকে ৪৫ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে সাধারণত সুদের হার, ৩.৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৪ শতাংশ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷ ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.২০ শতাংশ ৷ সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৬ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷ ১৮০ দিন থেকে ২১০ দিনের মেয়াদে সুদের হার ৬.২৫ শতাংশ হারে সুদ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৭৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷ ২১১ দিন থেকে ১ বছরের মেয়াদে সুদের হার ৬.৫ শতাংশ, সিনিয়র সিটিজেনদের জন্য ৭ শতাংশ হারে সুদ ৷ প্রতীকী ছবি ৷ ১ বছর থেকে ২ বছরের মেয়াদে সুদের হার ৬.৮ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৭.৩০ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷ ২ বছর থেকে ৩ বছরের মেয়াদে সুদের হার ৭ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷ ৩ বছর থেকে ৫ বছরের মেয়াদে সুদের হার ৬.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৭.২৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷ ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদে সুদের হার ৬.৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷ (৫ থেকে ১০ বছরের এসবাইয়ের উইকেয়ার এফডিতে প্রবীণ নাগরিকেরা ০.৫০ শতাংশ বাড়তি সুদ পাবেন) ৷ প্রতীকী ছবি ৷
ব্যবসা-বাণিজ্য State Bank of India FD Scheme: এবার নো চিন্তা! প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্কের ধামাকা! প্রকল্পের টাকার সুদ তুলতে পারবেন ATM থেকেই Gallery June 8, 2024 Bangla Digital Desk ফিক্সড ডিপোজিটে যাঁরা বিনিয়োগ করে থাকেন তাঁদের জন্য কয়েকটি শর্ত থাকে, তার মধ্যে অন্যতম শর্ত হল মেয়াদ শেষের আগে লক-ইন পিয়িডের আগে টচাকা তুললে জরিমানা দিতে হয় ৷ প্রতীকী ছবি ৷ কিন্তু এসবিআইয়ের ফিক্সড ডিপোজিটে কোনও লক ইন পিরিয়ড নেই ৷ এরফলে যে কোনও সময়ে টাকা তুলতে পারেন ৷ এই সময়ে টাকা পয়সা সর্বদা লিঙ্কড থাকবে ৷ প্রতীকী ছবি ৷ সময়ের আগে যদি টাকার দরকার পড়ে সেক্ষেত্রে টাকা তোলার সুযোগ থাকছে কোনও রকমের পেনাল্টি দিয়ে হয়না ৷ প্রতীকী ছবি ৷ এই স্কিমের জন্য টাকা তুলতে পারবেন এটিএম থেকে যেমন ভাবে সেভিংস অ্যাকাউন্টের টাকা এটিএম কার্ডের মাধ্যমে তুলতে পারেন ৷ প্রতীকী ছবি ৷ ১,০০০ এর গুণতক রূপে টাকা তুলতে পারেন ৷ টাকা তোলার পরে অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা অবশিষ্ট থাকবে সেই পরিমাণ টাকার উপরে সুদ পাবেন ৷ প্রতীকী ছবি ৷ যে কোনও ভারতীয়ই এই স্কিমে ১ থেকে ৫ বছরের অবধিতে টাকা জমাতে পারেন ৷ এসবিআইয়ের জন্য প্রবীণ নাগরিকদের জন্য সাধারণ এফডি স্কিমে অতিরিক্ত সুদ পাওয়ার সুযোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷ এসবিআইয়ের (MODS) এফডি স্কিমে সাধারণ ফিক্সড ডিপোজিটের মত অতিরিক্ত সুদ পেতে পারেন প্রবীণ নাগরিকেরা ৷ এতে ০.৫০ শতাংশ বেশি সুদ পাওয়ার সুযোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷ প্রকল্প থেকে অসুবিধার সময়ে টাকা তোলার ক্ষেত্রে কোনও চিন্তা করার দরকার নেই ৷ কেননা কোনও রকমের জরিমানা দিতে হবেনা এই ক্ষেত্রে ৷ প্রতীকী ছবি ৷