Tag Archives: Sudipa Chatterjee

Sudipa Chatterjee: ভারতের ২০টি পদ রাঁধবেন নিজহাতে! ঢাকা থেকে বিশেষ আমন্ত্রণ… মোরগ পোলাও-ইলিশ খেয়ে নতুন রান্নাঘরে সুদীপা!

বাংলাদেশের পাড়ি দিলেন অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। মাছরাঙা টিভি চ্যানেলে নতুন রান্নার শো-এ আমন্ত্রিত অভিনেত্রী। ‘রাঁধুনী: এপার বাংলা, ওপার বাংলা’তে ভারত ও বাংলাদেশের দুই নারীর রান্নাঘর। ভারতের প্রতিনিধিত্ব করবেন সুদীপা। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তারিন জাহান।
বাংলাদেশের পাড়ি দিলেন অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। মাছরাঙা টিভি চ্যানেলে নতুন রান্নার শো-এ আমন্ত্রিত অভিনেত্রী। ‘রাঁধুনী: এপার বাংলা, ওপার বাংলা’তে ভারত ও বাংলাদেশের দুই নারীর রান্নাঘর। ভারতের প্রতিনিধিত্ব করবেন সুদীপা। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তারিন জাহান।
ইতিমধ্যেই ঢাকা পৌঁছে গিয়েছেন সুদীপা। সঙ্গী হয়েছে ছোট্ট আদিদেব। স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গিয়েছে, তাই মায়ের সঙ্গে বাংলাদেশ সফরে পা মেলাল ছেলে। কলকাতা বিমানবন্দর থেকে ছবিও পাঠালেন সুদীপা।
ইতিমধ্যেই ঢাকা পৌঁছে গিয়েছেন সুদীপা। সঙ্গী হয়েছে ছোট্ট আদিদেব। স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গিয়েছে, তাই মায়ের সঙ্গে বাংলাদেশ সফরে পা মেলাল ছেলে। কলকাতা বিমানবন্দর থেকে ছবিও পাঠালেন সুদীপা।
ওপার বাংলা মানেই পেটপুজো। সেই রীতি মেনে ঢাকা পৌঁছেই হোটেলের রেস্তরাঁয় গিয়ে খাওয়াদাওয়া সেরেছেন সুদীপা। নিউজ18 বাংলাকে বললেন, ‘‘এসেই ইলিশ খেয়ে ফেলেছি। মোরগ পোলাও-ও খেয়েছি। কেউ মোরগ পোলাও দিয়ে ইলিশ খেতে পারে, আমি এই প্রথম নিজেকে দিয়ে সেটা বুঝলাম।’’
ওপার বাংলা মানেই পেটপুজো। সেই রীতি মেনে ঢাকা পৌঁছেই হোটেলের রেস্তরাঁয় গিয়ে খাওয়াদাওয়া সেরেছেন সুদীপা। নিউজ18 বাংলাকে বললেন, ‘‘এসেই ইলিশ খেয়ে ফেলেছি। মোরগ পোলাও-ও খেয়েছি। কেউ মোরগ পোলাও দিয়ে ইলিশ খেতে পারে, আমি এই প্রথম নিজেকে দিয়ে সেটা বুঝলাম।’’
‘‘আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কোনটা ছেড়ে কোনটা খাব। সব খেতে ইচ্ছে করছিল, তাই বললাম, দু’টোই দিয়ে দিন। বাদ দেব না কিছুই। ভীষণ আনন্দ হচ্ছে।’’
‘‘আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কোনটা ছেড়ে কোনটা খাব। সব খেতে ইচ্ছে করছিল, তাই বললাম, দু’টোই দিয়ে দিন। বাদ দেব না কিছুই। ভীষণ আনন্দ হচ্ছে।’’
আগামিকাল, ৪ জুন থেকে রিয়্যালিটি শো-এর শ্যুট শুরু। ৮ তারিখ পর্যন্ত ‘রাঁধুনী: এপার বাংলা, ওপার বাংলা’র কাজ চলবে। ইদের কথা মাথায় রেখেই এই অনুষ্ঠান। তবে এখানেই ইতি নয়। সে দেশেই তাঁর নিজের শো লঞ্চ করবেন সুদীপা।
আগামিকাল, ৪ জুন থেকে রিয়্যালিটি শো-এর শ্যুট শুরু। ৮ তারিখ পর্যন্ত ‘রাঁধুনী: এপার বাংলা, ওপার বাংলা’র কাজ চলবে। ইদের কথা মাথায় রেখেই এই অনুষ্ঠান। তবে এখানেই ইতি নয়। সে দেশেই তাঁর নিজের শো লঞ্চ করবেন সুদীপা।
১০ এবং ১১ জুন সে দেশেই শ্যুট হবে ডিজিটাল শো ‘সুদীপার সংসার’-এর। ৮ তারিখ সেই শো-এর লঞ্চ ঢাকাতেই। তার মাঝে ৯ তারিখ প্রদর্শনীও রয়েছে সুদীপার।
১০ এবং ১১ জুন সে দেশেই শ্যুট হবে ডিজিটাল শো ‘সুদীপার সংসার’-এর। ৮ তারিখ সেই শো-এর লঞ্চ ঢাকাতেই। তার মাঝে ৯ তারিখ প্রদর্শনীও রয়েছে সুদীপার।
সুদীপার কথায়, ‘‘ভারতবর্ষ থেকে সম্ভবত প্রথম আমিই কোনও সঞ্চালিকা যে কিনা অন্য দেশের রান্নার শো হোস্ট করছি। এটা খুবই সম্মানের আমার মনে হয়েছে। ভীষণই আপ্লুত আমি। ভাবতেই পারিনি অন্য দেশে গিয়ে কোনও শো হোস্ট করব আমি।’’
সুদীপার কথায়, ‘‘ভারতবর্ষ থেকে সম্ভবত প্রথম আমিই কোনও সঞ্চালিকা যে কিনা অন্য দেশের রান্নার শো হোস্ট করছি। এটা খুবই সম্মানের আমার মনে হয়েছে। ভীষণই আপ্লুত আমি। ভাবতেই পারিনি অন্য দেশে গিয়ে কোনও শো হোস্ট করব আমি।’’
‘‘তাও আবার বাংলাদেশে। যে দেশের সঙ্গে আমাদের কমবেশি সকলেরই আবেগ জড়িয়ে রয়েছে। কেবল কলকাতা নয়, গোটা ভারতের প্রতিনিধিত্ব করছি আমি। প্রায় প্রত্যেকটি প্রদেশের মোট ২০টি রান্না করব এখানে।’’
‘‘তাও আবার বাংলাদেশে। যে দেশের সঙ্গে আমাদের কমবেশি সকলেরই আবেগ জড়িয়ে রয়েছে। কেবল কলকাতা নয়, গোটা ভারতের প্রতিনিধিত্ব করছি আমি। প্রায় প্রত্যেকটি প্রদেশের মোট ২০টি রান্না করব এখানে।’’
‘‘লখনউ, কাশ্মীর, রাজস্থান, কেরল, অন্ধ্রপদেশ, বাংলার মতো একাধিক রাজ্যের খাবার রান্না থেকে মহানায়ক উত্তমকুমারের পছন্দের পদ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পছন্দের খাবারও রান্না করব আমি।’’ এক এক প্রদেশের রান্নার দিন সেই প্রদেশের শাড়িও পরবেন সুদীপা।
‘‘লখনউ, কাশ্মীর, রাজস্থান, কেরল, অন্ধ্রপদেশ, বাংলার মতো একাধিক রাজ্যের খাবার রান্না থেকে মহানায়ক উত্তমকুমারের পছন্দের পদ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পছন্দের খাবারও রান্না করব আমি।’’ এক এক প্রদেশের রান্নার দিন সেই প্রদেশের শাড়িও পরবেন সুদীপা।

Sudipa Chatterjee: সুদীপার পরিবারে এল নতুন অতিথি, খেলার সঙ্গী পেল ছোট্ট আদিদেব, রইল আদুরে ছবি

'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় সর্বদাই খবরের শিরোনামে থাকেন৷ তাকে নিয়ে চর্চা হামেশাই চলে৷ ফের শিরোনামে উঠে এসেছেন  তিনি৷
‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় সর্বদাই খবরের শিরোনামে থাকেন৷ তাকে নিয়ে চর্চা হামেশাই চলে৷ ফের শিরোনামে উঠে এসেছেন তিনি৷
সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ সুদীপা৷ সুখ-দুঃখের সব খবরই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন৷ এবারও  তেমনটাই করলেন অভিনেত্রী সুদীপার পরিবারে এল নতুন অতিথি৷
সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ সুদীপা৷ সুখ-দুঃখের সব খবরই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন৷ এবারও তেমনটাই করলেন অভিনেত্রী সুদীপার পরিবারে এল নতুন অতিথি৷
অগ্নিদেব-সুদীপা এবং আদিদেবের ছোট্ট সংসারে এল নতুন এক সদস্য৷ খুদে সদস্যর সঙ্গে সকলের আলাপও করিয়ে দিলেন সুদীপা৷
অগ্নিদেব-সুদীপা এবং আদিদেবের ছোট্ট সংসারে এল নতুন এক সদস্য৷ খুদে সদস্যর সঙ্গে সকলের আলাপও করিয়ে দিলেন সুদীপা৷
সুদীপা ঠিক কতটা পোষ্য ভালবাসেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ চারপেয়ে সন্তানদের নিয়ে তার ভরা সংসার৷ এবার সেখানেই জায়গা করে নিল অন্য একজন৷
সুদীপা ঠিক কতটা পোষ্য ভালবাসেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ চারপেয়ে সন্তানদের নিয়ে তার ভরা সংসার৷ এবার সেখানেই জায়গা করে নিল অন্য একজন৷
প্রিয় পোষ্য ভানুর মৃত্যুশোকে প্রচন্ড ভেঙে পড়েছিলেন সুদীপা ও তার পরিবারের সকলে৷ এবার সুদীপার বাড়িতে জায়গা করে নিয়েছে একটি পার্সিয়ান বিড়াল৷
প্রিয় পোষ্য ভানুর মৃত্যুশোকে প্রচন্ড ভেঙে পড়েছিলেন সুদীপা ও তার পরিবারের সকলে৷ এবার সুদীপার বাড়িতে জায়গা করে নিয়েছে একটি পার্সিয়ান বিড়াল৷
সুদীপা সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভক্তদের সঙ্গে তার পরিচয়ও করিয়ে দিয়েছেন৷  কোল নিয়ে ছবিতে পোজ দিয়ে তিনি লেখেন- 'আমাদের পরিবারের নতুন সদস্য ফেলিক্স, আমি যদিও ওকে গজা বলি, কখনও আবার গজুবেবি বলি৷ খুব মিষ্টি একটা বাচ্চা, এখনও সবে বিড়াল ছানা, ওকে আর্শীবাদ করুন৷'
সুদীপা সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভক্তদের সঙ্গে তার পরিচয়ও করিয়ে দিয়েছেন৷ কোল নিয়ে ছবিতে পোজ দিয়ে তিনি লেখেন- ‘আমাদের পরিবারের নতুন সদস্য ফেলিক্স, আমি যদিও ওকে গজা বলি, কখনও আবার গজুবেবি বলি৷ খুব মিষ্টি একটা বাচ্চা, এখনও সবে বিড়াল ছানা, ওকে আর্শীবাদ করুন৷’
উল্লেখ্য, একটানা প্রায় দুই দশক ধরে জি বাংলার জনপ্রিয় কুকিং শো 'রান্নাঘর'-এ সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সুদীপা৷ তবে ফের তিনি ফিরতে চলেছেন তাঁর নতুন শো নিয়ে৷ তবে জি-বাংলায় নয়, বরং ইউটিউবে নতুন শো সুদীপার সংসার নিয়ে তিনি ফিরতে চলেছেন৷
উল্লেখ্য, একটানা প্রায় দুই দশক ধরে জি বাংলার জনপ্রিয় কুকিং শো ‘রান্নাঘর’-এ সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সুদীপা৷ তবে ফের তিনি ফিরতে চলেছেন তাঁর নতুন শো নিয়ে৷ তবে জি-বাংলায় নয়, বরং ইউটিউবে নতুন শো সুদীপার সংসার নিয়ে তিনি ফিরতে চলেছেন৷

Sudipa Chatterjee: চলে গেলেন সুদীপার ‘দেবতা’! কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী

কলকাতা: আবার দুঃসংবাদ সুদীপার জীবনে৷ ফের কাছের মানুষকে হারালেন ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী৷ কিছুদিন আগেই মা-কে হারিয়ে মাতৃহারা হন সুদীপা৷ এবার নিজের জীবনের অন্যতম প্রিয় একজন দেবতা-কে হারালেন সুদীপা৷ সোশ্যাল মিডিয়ায় একথা নিজেই শেয়ার করে নিয়েছেন তিনি৷

নিজের সোশ্যাল মিডিয়ায় পুরো পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা৷ যেখানে লেখা- যে হ্যান্ডসাম লোকটিকে আমার পাশে দেখছেন, তিনি আমার দেবতা৷ আমার শাশুড়িমায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল৷ তিনি প্রকৃত অর্থেই সুইটহার্ট৷ একাধিকবার নানা কারণে তিনি আমায় বকেছেন৷ কিন্তু এই বকাগুলি বারবার আমায় শক্ত করে তুসেছে৷ তিনিই আমাকে শিখিয়েছিলেন ম্যানার্স৷ আমার বাবা চলে যাওয়ার পর তিনিই আমার বাবার জায়গাটা নিয়েছিলেন৷ আমার পাশে থাকতেন সবসময় হাসি মুখে৷ সকলের হৃদয়ে এবার তিনি থাকবেন৷ আমি তোমাকে মিস করব, দেবতা৷

বাবাকে হারানোর পর শ্বশুরমশাইকে পেয়েছিলেন বাবা হিসেবে৷ প্রাণের চেয়ে প্রিয় শ্বশুরের কাঁধে মাথা রেখে, শক্ত করে হাত ধরে ছবি পোস্ট করেছেন৷ বাবাকে হারালেন অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ একের পর এক ঝড় বয়ে যাচ্ছে সুদীপার জীবনে৷

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

উল্লেখ্য, কাজের সূত্রে শেষবারের মতো কুকিং শো রান্নাঘর-এ দেখা গিয়েছে সুদীপাকে৷ দীর্ঘ ১৭ বছর তিনি এই শো করেছেন৷ তবে ২০২২ সালে শো বন্ধ হয়ে যায়৷ বর্তমানে পুরোপুরি ব্যবসার কাজেই মন দিয়েছেন সুদীপা৷