Tag Archives: Sushant Sigh Rajput

Sushant Singh Rajput: এই আবাসনেই মিলেছিল সুশান্তের মৃতদেহ… সেখানেই ঠাকুরঘরে প্রার্থনারত আদা শর্মা…! গৃহপ্রবেশ?

গত বছর প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মুম্বইয়ের অভিজাত বান্দ্রা এলাকার সাগর পাড়ের বিল্ডিং মঁ ব্লাঁ-র বাইরে দেখা গিয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’ অভিনেত্রী আদাহ শর্মাকে। এরপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় জোর চর্চা। ভক্তদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি সুশান্তের ফ্ল্যাটেই শিফট করছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘বস্তার: দ্য নকশাল স্টোরি’-তে। আদাহ জানিয়ে দিয়েছেন যে, তিনি মঁ ব্লাঁঁ-এ শিফট করেছেন। সম্প্রতি এক ভিডিও-য় দেখা গিয়েছে নতুন বাড়ির ঠাকুরঘরে প্রার্থনা করছেন আদাহ। যা দেখে জোর চর্চা শুরু করেছেন অভিনেত্রীর ভক্তরাও!

জনসাধারণের কাছ থেকে নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন আদাহ। News18 -র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তাঁর বাসস্থানের বিষয়টাই তুলে ধরলেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমার মনে হয় দর্শক, সংবাদমাধ্যম এবং ফিল্ম ইন্ডাস্ট্রি হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে, আমি খুবই ব্যক্তিগত মানুষ। আমি যা যা করছি বা করব, সেটার ঝলকই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি। কিন্তু যা আমায় অস্বস্তিতে ফেলে, তা আমি প্রকাশ করি না। সেগুলি আমি আগলে রাখি।” আগে পালি হিলে থাকতেন আদাহ। বর্তমানে জগার্স পার্ক সংলগ্ন এলাকায় মা এবং দিদিমাকে নিয়ে শিফট করেছেন তিনি।

আরও পড়ুন: নারদ মামলায় শুভেন্দু অধিকারী কেন গ্রেফতার হননি? আদালতে উঠল প্রশ্ন, তুমুল চাঞ্চল্য!

৩২ বছর বয়সী অভিনেত্রীর বক্তব্য, “আমাদের সংবাদমাধ্যম খুবই সংবেদনশীল এবং বুদ্ধিমান। আমি নিশ্চিত যে, তারা এই বিষয়টাকে সম্মান করবে। আমার বাড়ি তো পাখি এবং কাঠবিড়ালিদেরও আস্তানা। আসলে আমি নিজেই আমার গোপনীয়তা লঙ্ঘনের অনুমতি ওদের দিয়েছি।”

২০২০ সালের জুন মাস থেকেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল মঁ ব্লাঁ। আসলে ওই ড্যুপ্লেতেই মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের দেহ। এরপর প্রায় চার বছর খালি ছিল ফ্ল্যাটটি। কিছু সময় আগে মুম্বইয়ের এক রিয়েল এস্টেট ব্রোকার রফিক মার্চেন্ট জানিয়েছিলেন যে, ভাড়াটেরা ওই ফ্ল্যাটটি ভাড়া নিতে এমনকী সেখানে যেতেও ভয় পাচ্ছিলেন। ফলে কোনও কিছুই চূড়ান্ত করা যাচ্ছিল না। অথচ আদাহ-র কিন্তু কোনও সমস্যা হয়নি। বরং তিনি ওই বাসভবন কিনতে চেয়েছেন। কারণ তাঁর মতে, সেখান থেকে এক ইতিবাচকতা পেয়েছেন তিনি।

আদাহ-র কথায়, “কোনও ছবির কাজ হোক কিংবা কোনও নতুন বাড়িতে থাকার বিষয়ই হোক, আমি নিজের সমস্ত সিদ্ধান্ত নিই মন থেকেই। ফলে নিজের নেওয়া সিদ্ধান্ত নিয়ে কোনও সন্দেহও থাকে না। আমি হয়তো নতুন ঠিকানায় শিফট করেছি। কিন্তু লক্ষ লক্ষ মানুষের হৃদয়ই আমার স্থায়ী ঠিকানা।”

প্রয়াত সুশান্তের বাসভবন কেনার সিদ্ধান্ত নিয়ে কী বলছেন আদার পরিবার? অভিনেত্রী জানান, “আমার পরিবারও আমারই মতো। তারা  বিশ্বাস এবং আনন্দ নিয়ে জীবন কাটাতে পছন্দ করে।”

সব ছিল রেডি, বেঁচে থাকলে ২০২৪ সালে চাঁদে যেতেন সুশান্ত !

#মুম্বই: এই দিনটার দিকে তাকিয়েই তো বাঁচা যেত সুশান্ত ! এই দিনটাকে মনে রেখে আর বাদ বাকি জীবন কাটানো ৷ যে চাঁদকে পৃথিবীরে মাটি থেকে দেখে বড় হওয়া, সেই চাঁদের মাটিতে পা দেওয়ার সুযোগ ক’জন পায় !

তবে পারলেন না সুশান্ত ৷ সমুদ্রের মতো গভীর দুঃখ, মানসিক চাপ নিয়েই মৃত্যুলোকে পাড়ি দিলেন নায়ক ৷ পিছনে রেখে গেলেন মৃত্যু রহস্য ৷

১৪ জুন গোটা বিশ্ববাসীকে হতবাক করে মৃত্যুলোকে পাড়ি দিয়েছেন সুশান্ত সিং রাজপুত ৷ তাঁর জীবনের এরকম পরিণতি এখনও যেন মেনে নিতে পারছে না কেউ৷ সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন ! তা নিয়ে এখনও রহস্য বেড়েই চলেছে৷ সুশান্তের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সামনে এসেছে বলিউডের বিভৎস চেহারা ৷ নেপোটিজম বিতর্ক ৷ একের পর এক নাম  জড়িয়েছে বলিউডের বিগ স্টারদের ৷ সোশ্যাল মিডিয়ায় সুশান্তের জন্য ন্যায় চেয়ে নানা ফোরাম ! এরই মধ্যে সময় জলের মতো এগিয়ে গিয়েছে ৷ এক মাস  কেটে গেল সুশান্ত নেই !

 

View this post on Instagram

 

The My Side Of The Moon ? #dreams

A post shared by Sushant Singh Rajput (@sushantsinghrajput) on

ঠিক এই সময়ই সামনে এল সুশান্ত সিং রাজপুতের এক পুরনো ইনস্টাগ্রামের পোস্ট এবং এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার ৷ যেখানে সুশান্ত বলেছিলেন, ‘ট্রেনিং নিচ্ছি ৷ নিজেকে তৈরি করছি ৷ ২০২৪ সালে নাসা নভোশ্চরদের ফের চাঁদে পাঠাবে ৷ আমিও তাঁর অংশ হতে চাই ৷ ’

 

View this post on Instagram

 

Spacetime crunch ?? Thank you @siddharth_pithani for this picture ❤

A post shared by Sushant Singh Rajput (@sushantsinghrajput) on

‘চন্দা মামা দূর কে’ নামে বলিউডে তৈরি হওয়ার কথা ছিল এক ছবি ৷ সেই ছবির জন্যই নানা ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন সুশান্ত ৷ গিয়েছিলেন নাসাতেও ৷ ওয়ার্কশপ শেষে পেয়েছিলেন সার্টিফিকেটও ৷ সেই থেকেই বলা ভাল মহাকাশ নিয়ে আগ্রহ বেড়ে যায় সুশান্তের ৷ পড়তে শুরু করেন নানা বইপত্র ৷ টেলিস্কোপ কিনে রোজ রাতে আকাশে চোখ রাখাই ছিল সুশান্তের হবি৷ আর আকাশে দেখতে দেখতেই তারা, চাঁদের প্রেমে পড়ে গিয়েছিলেন সুশান্ত ! সেই আকাশ, সেই চাঁদ, সেই তারা থাকলেও, সুশান্ত নেই ৷ নেই বলিউডের উজ্জ্বল তারকা ৷

ভাল হিন্দি বলতে পারতেন না, সুশান্তই তাঁকে শিখিয়েছিলেন, সারা-র ভিডিও ভাইরাল

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর পুরনো বহু ভিডিও ৷ কখনও সুশান্ত গান গাইছেন, কখনও সুশান্ত এক্সারসাইজ করছেন, কখনও নাচছেন, খেলছেন ৷ একদিকে যখন সুশান্তকে নিয়ে বলিউডের বেশ কিছু সেলেবদের, নেটিজেনরা কোণঠাসা করেছেন, তেমনি আবার কয়েকজন সেলেবদের মুখে সুশান্তের প্রশংসাকেও বার বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন নেটিজেনরা ৷

 

View this post on Instagram

 

Sara has always respected Sushant? Don’t miss this..

A post shared by Filmygyan Videos (@filmygyanvideos) on

এরকমই এক ভিডিও এবার সামনে এল, যেখানে দেখা গেল সুশান্ত সিং রাজপুতের প্রশংসায় পঞ্চমুখ হলেন সইফ কন্যা সারা আলি খান ৷

কেদারনাথ ছবি থেকেই বলিউডে পা রেখেছেন সারা ৷ অভিনেত্রী হিসেবে কেরিয়ারে সারার প্রথম নায়ক ছিলেন সুশান্ত ৷ তাই সুশান্তের মৃত্যুর খবর পেয়ে বেশ ভেঙে পড়েন সারাও ৷ কেদারনাথ ছবির প্রোমোশনের সময়ই সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন খুলে সুশান্তের প্রশংসা করেছিলেন সারা আলি খান৷ তিনি স্পষ্টই জানিয়ে ছিলেন, তাঁর হিন্দি একেবারেই ভাল ছিল না ৷ কীভাবে কেদারনাথের শ্যুটিংয়ের সময় সুশান্ত তাঁকে হিন্দি শিখিয়ে ছিলেন তাও স্পষ্টই জানিয়ে ছিলেন সারা ৷

সুশান্তের সঙ্গে হোয়াটসঅ্যাপ, অভিনেত্রী শেয়ার করলেন চ্যাটের স্ক্রিনশট !

#মুম্বই: এখনও কেউ বিশ্বাসই করতে পারছে না বলিউডের হার্টথ্রব ও প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই ৷ বার বারই চোখের সামনে ভেসে উঠছে সুশান্তের হাসি মুখ৷ ফ্যান থেকে শুরু করে সুশান্তের বন্ধুরাও বার বারই ভেসে যাচ্ছেন সুশান্তের নস্ট্যালজিয়ায় ৷ সবাই একটাই কথা বলে চলেছে, এত হাসি-খুশি ছেলেটা এভাবেই নিজের পরিণতি ডেকে আনল !

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সুশান্তের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের কিছু অংশ শেয়ার করলেন ডান্সার ও অভিনেত্রী লরেন গোটলিয়েব (Lauren Gottlieb)৷ চ্যাটে অভিনেত্রীর সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছিলেন সুশান্ত ৷ সেই চ্যাটেরই স্ক্রিনশট শেয়ার করলেন লরেন ৷

 

View this post on Instagram

 

Today, I finally brought myself to look at my WhatsApp messages with Sushant over the years. I came across one conversation that broke my heart all over again, as it was filled with so much love, kindness, and true support for one another’s dreams! I felt a deep connection with Sushant as we were both “outsiders” and I looked up to him tremendously! I wanted to share this chat we had to remind everyone to walk, talk, and treat EVERYONE with this great amount of LOVE and SUPPORT as HE shared!!! I’m seeing so much hate going around. I do not want to tell anyone how to grieve, my process this week looked pretty ugly, BUT I think one of the BEST ways to honor his legacy is to BE THE BRIGHT, BEAUTIFUL, LOVING LIGHT that he exuded each and every day. The world is a better place because of Sushant’s humble heart. Let’s keep sharing his magic and be kind to one another ?

A post shared by L A U R E N (@laurengottlieb) on

সেই চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘হঠাৎ করেই ফোনের মধ্যে খুঁজে পেলাম সুশান্তের সঙ্গে আমার চ্যাট ৷ আর সেটা দেখেই মনটা খারাপ হয়ে গেল ৷ কী ভদ্র মানুষ ছিলেন সুশান্ত ৷ সবার সঙ্গে কী সুন্দর করে কথা বলতেন তিনি ৷ সবাইকে সম্মান করে কথা বলতেন সুশান্ত ৷ তার এই পরিণতি ! এই মুহূর্তে চারিদিকে শুধু প্রতিহিংসার কথা হচ্ছে ৷ তারই মাঝে এই চ্যাট যেন কিছুটা মন ভালো করে দেয়… সঙ্গে এক ভাল মানুষের কথা মনে করিয়ে দেয় ৷’

সুশান্ত সিং রাজপুতের টিশার্টে লেখা সূত্র! জোরদার চর্চা, সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত গতিতে ভাইরাল

#মু্ম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ৷ বিপুল সংখ্যক সুশান্তের ভক্ত কোনও মতেই মেনে নিতে পারছেন না তাঁদের প্রিয় অভিনেতার মৃত্যু ৷ সুশান্ত সিং রাজপুত একজন ইন্ট্রোভার্ট, কম কথা বলতেন একই সঙ্গে পোশাক পরিচ্ছদ সংক্রান্ত বিষয়ে অনেক মানুষের কৌতুহল ছিল সাধারণ মানুষের, যা দেখার মত ৷ তাঁর টিশার্টে নানান ধরনের লেখালিখি লক্ষ্য করা যেত ৷ সেই নিয়ে সব সময়েই সোশ্যাল মিডিয়ায় চর্চা চলত ৷

সুশান্ত সিং রাজপুতের একটি বাদামি রঙের টিশার্টে লেখা দেখতে পাওয়া গিয়েছে ‘Don’t be a d3s/dt3.’ এটি পদার্থ বিদ্যার একটি সূত্র ৷ এর অর্থ জার্ক বা ঝটকা ৷ টিশার্টে লেখা ‘Don’t be a Jerk’ এই শব্দ নিয়েই নানান চর্চা, তর্ক, বিতর্ক বা বিদ্রুপে সোশ্যাল মিডিয়া সরগরম ৷ সবাই মানেন সুশান্ত সিং রাজপুতের অসাধারণ আইকিউ এক উদাহরণ সরূপ ৷ বলিউডের স্টার কিডসদের থেকে সুশান্তের আই কিউ অনেক বেশি ৷ পদার্থ বিদ্যার প্রতি সুশান্তের অত্যন্ত আকর্ষণ ছিল ৷

এছাড়াও অঙ্ক ও বিজ্ঞানের প্রতিও তাঁর বিশেষ জ্ঞান ছিল ৷ ২০০৩ সালে দিল্লির কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষায় সারা দেশে সপ্তম হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যা বর্তমানে দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লেখাপড়া শুরু করেছেন ৷ তৃতীয় বর্ষে লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন ৷

পদার্থ বিদ্যায় ন্যাশনাল অলিম্পিয়ার্ডও ছিলেন ৷ মহাকাশ বিদ্যায় বিশেষ পারদর্শিতা ছিল তাঁর ৷ অ্যাস্ট্রোনটস হতে চেয়েছিলেন কিন্তু বিধাতা অন্য কিছুই লিখে রেখেছিলেন সুশান্তের জন্য ৷