Tag Archives: Terrorism

সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত উপত্যকা- এক জওয়ান এবং এক জঙ্গি নিহত

জম্মু ও কাশ্মীর: আবারও অশান্ত ভূস্বর্গ। বুধবার কাকভোরে সেনা-জঙ্গির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে  জম্মু-কাশ্মীরের কুপাওয়ারা অঞ্চল।
উপত্যকা এলাকায় জঙ্গি নিকেশ করতে কিছুদিন ধরেই পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে অপারেশন চালানো হচ্ছিল। বুধবার, কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী কুপওয়ারার কৌট এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন শুরু করে।

দুই পক্ষের প্রবল গুলিযুদ্ধে ভারতীয় এক জওয়ান গুরুতর আহত হন এবং এক জঙ্গি মারা যায়। পরবর্তীতে আহত জওয়ান মারা যান।

আরও পড়ুন: বিহারের জন্য বিমানবন্দর, সেতু, মেডিক্যাল কলেজ! বাজেটের পরে যা বললেন নীতীশ

জঙ্গি নিকেশের ক্ষেত্রে অপারেশন এখনও চলবে বলে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসের তরফ থেকে এক্স হ্যান্ডেল (সাবেক টুইটারে) পোস্ট করা হয়, ” নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে কুপওয়ারার কৌট অঞ্চলে কাশ্মীর পুলিস এবং ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে অপারেশন চালানো শুরু হয়েছে। এই অপারেশন চলাকালীন ২৩,২৪, ২৪ জুলাই সন্দেহজনক গতিবিধি
দেখতে পাওয়া মাত্র তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ করা হয়।
তাঁরাও পাল্টা গুলিবর্ষণ করে। এই সংঘর্ষে আমাদের এক জওয়ান আহত হয়েছেন এবং এক জঙ্গি মারা গেছে।”
জঙ্গি অনুপ্রবেশ ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত উপত্যকা। গত মঙ্গলবার, বাটাল সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে এক জওয়ান আহত হন। ঠিক তার আগের দিন জঙ্গিরা আর্মি পোস্টে এবং ভিলেজ ডিফেন্স গ্রুপের এক ব্যক্তির বাড়িতে হামলা চালানোর সময় এক জওয়ান এবং এক সাধারন নাগরিক আহত হন।

Terrorist Attack in Jammu and Kashmir: তিনদিনে ৪ বার জঙ্গি হামলা! জম্মু-কাশ্মীরে ব্যাপক তল্লাশি নিরাপত্তা বাহিনীর, সন্ত্রাসীদের স্কেচ প্রকাশ, নগদ পুরস্কার ঘোষণা

জম্মু ও কাশ্মীর: বুধবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের ডোডা জেলার গান্দোহ এলাকার একটি গ্রামে তল্লাশির সময় নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। এক পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে ডোডায় এটি দ্বিতীয় এবং জম্মু-কাশ্মীরে তিনদিনে চতুর্থ জঙ্গি হামলার ঘটনা।

পুলিশ ডোডা ও রাইসির হামলায় জড়িত পাঁচ জঙ্গির স্কেচ প্রকাশ করেছে। ডোডা জেলার দুটি হামলায় জড়িতদের সন্ধান দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জঙ্গিরা কোথায় ঘাঁটি গেড়েছে এবং তাদের গতিবিধি জানানোর জন্য স্থানীয়দের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।

জঙ্গিদের সম্পর্কে কোনও তথ্য দিলেও ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে তীর্থযাত্রীদের বাসে হামলায় যুক্ত জঙ্গিদেরও স্কেচ প্রকাশ করে পুলিশ। তাদের সন্ধান দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনরিয়াসির পর এবার ডোডা, সেনা-পুলিশের যৌথ চেকপোস্টে জঙ্গি হামলা, জখম ৬ নিরাপত্তা কর্মী

এদিকে জম্মুতে ‘অ্যালার্ট অ্যাডভাইজারি’ জারি করেছে পুলিশ। সন্দেহজনক ব্যক্তি এবং বস্তুর গতিবিধি সম্পর্কে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। জম্মু ও রাজৌরির বাসিন্দাদের গাড়ি চালু করার আগে ভাল করে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

রাজৌরি এবং জম্মুতে ফের জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ। এই দুই এলাকায় ‘সিকিউরিটি অ্যাডভাইজারি’ জারি করা হয়েছে। এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ। সন্দেহজনক কার্যকলাপ বাঁ বস্তু দেখলেই স্থানীয় থানায় রিপোর্ট করার কথা বলা হয়েছে।

রিয়াসি, কাঠুয়া এবং ডোডা জেলায় পরপর তিনটি জঙ্গি হামলার পর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না নিরাপত্তা কর্মীরা। ঘটনায় এক সিআরপিএফ জওয়ান, দুই জঙ্গি- সহ ১০ জনের মৃত্যু হয়েছে। ৭ নিরাপত্তা কর্মী সহ ৪৮ জন গুরুতর জখম।

জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলা: ডোডা – সন্ধ্যা ৭.৪০ মিনিট নাগাদ ভালেসার কোটায় অনুসন্ধান দলের উপর গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা কর্মীরাও। শুরু হয় গুলির লড়াই। এলাকায় বাহিনী পাঠানো হয়েছে। এর আগে চাত্তারগলা পাসে হামলায় ৫ রাষ্ট্রীয় রাইফেলস কর্মী এবং একজন পুলিশ কর্মকর্তা আহত হন।

কাঠুয়া – ১১ জুন এক পাকিস্তানি জঙ্গিকে গুলি করে মারে নিরাপত্তা বাহিনী। ১২ জুন খতম করা হয় আরেক জঙ্গিকে। অপারেশনে এক সিআরপিএফ জওয়ান প্রাণ হারান।

রিয়াসি – ৯ জুন তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। গুরুতর জখম ৪১ জন।

সাম্বা – ১২ জুন সন্ধ্যায় সাম্বা জেলায় তারসীম লালের বাড়ির ছাদ থেকে একটি ড্রোন উদ্ধার করে পুলিশ।

Jammu Kashmir terror attack: শরীর ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিদের গুলি, তীর্থযাত্রীদের বাঁচাতে শেষ চেষ্টা করেছিলেন জম্মু কাশ্মীরের বাসচালক

জম্মু: শরীর ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিদের গুলি৷ তবু বাস থামাননি তিনি৷ চেষ্টা করেছিলেন কোনওক্রমে বাসটি চালিয়ে নিরাপদ কোনও জায়গায় পৌঁছে দেওয়ার৷ যাতে যাত্রীদের অন্তত প্রাণ রক্ষা করা যায়৷

শেষ পর্যন্ত অবশ্য আর বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি জম্মু কাশ্মীরের রেয়াসি জেলায় জঙ্গি হামলার কবলে পড়া তীর্থযাত্রী বোঝাই ওই বাসটির চালক৷ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে ওই বাসটি৷ জঙ্গি হামলার এই ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১০ জনের৷ তাঁদের মধ্যে রয়েছেন বাসটির চালক দাসানু রাজবাগ এবং বাসটির কন্ডাক্টরও৷ জানা গিয়েছে তীর্থ বোঝাই বাসটি কাটরার বৈষ্ণোদেবী মন্দিরের দিকে যাচ্ছিল৷ সেই সময় পোনি এলাকার টেরিয়াথ গ্রামে বাসটি লক্ষ্য করে বেপরোয়া গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷

আরও পড়ুন: ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে!’ তিন বছরেই মোহভঙ্গ তৃণমূল বিধায়কের, ফেসবুকে বিস্ফোরক পোস্ট

এই ঘটনার পরই জম্মু কাশ্মীরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে৷ হামলাকারী জঙ্গিদের তল্লাশিও শুরু হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাও৷ ড্রোন উড়িয়েও জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চালক গুলিবিদ্ধ হওয়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়৷ মনে করা হচ্ছে, গুলি লাগার পরেও যে কোনও ভাবে বাসটি চালিয়ে কিছু দূর নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন দাসানু রাজবাগ৷ কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হয়নি৷
ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী৷ উদ্ধারকাজ শেষ হলেও সব মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি৷ পরিস্থিতির উপরে নজর রাখার জন্য জম্মু কাশ্মীরের উপরাজ্যপালকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়েছেন, যাঁরা এই হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না৷