Tag Archives: Tihar jail

Arvind Kejriwal in Tihar: ১৫ এপ্রিল পর্যন্ত জেলেই কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রীর ঠিকানাও হল তিহাড় জেল

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজত রাখার নির্দেশ দিল দিল্লির বিশেষ সিবিআই আদালত৷

এই নির্দেশের পরই কেজরিওয়ালকে তিহাড় জেলে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে পুলিশ৷ এ দিন রাউজ অ্যাভিনিউ কোর্টে ইডির হয়ে সওাল করতে দিতে গিয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু জানান, এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি আর দিল্লির মুখ্যমন্ত্রীকে হেফাজতে চাইছে না৷ এতদিন ইডি হেফাজতে ছিলেন কেজরিওয়াল৷

আরও পড়ুন: লক্ষ্য দুই লোকসভা আসন! টার্গেট ভাল ফল! ‘মাস্টার প্ল্যান’ কী হবে? আজ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

এ দিন শুনানি চলাকালীন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা সহ আপের দুই মন্ত্রী অতিশি এহং সৌরভ ভরদ্ধাজ আদালতে উপস্থিত ছিলেন৷ দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে কেজরিওয়ালকে গ্রেফতার কর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ই়ডি৷

এই মামলার কেজরিওয়ালের আগেই তাঁর দলের একাধিক নেতাকে গ্রেফতার করে ইডি৷ দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং আপ-এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং আগে থেকেই তিহাড় জেলে রয়েছেন৷

সূত্রের খবর, রেজরিওয়ালকে তিহাড় জেলের ২ নম্বর সেলে রাখা হবে৷ জেলে পড়ার জন্য তিনটি বই সঙ্গে রাখার অনুমতি চেয়েছেন কেজরিওয়াল৷ সেগুলি হল ভগবৎ গীতা, রামায়ণ এবং নিরজা চৌধুরীর লেখা ‘হাউ দ্য পিএম ডিসাইডস৷’

অন্যনান্য বন্দিদের মতোই কেজরীওয়াল তিহাড়ে ভোরে চা এবং পাউরুটি পাবেন৷ এর পর সকাল সাড়ে দশটা নাগাদ তাঁকে ডাল, তরকারি এবং পাঁচটি রুটি অথবা ভাত দেওয়া হবে৷ বিকেল সাড়ে তিনটে নাগাদ চা এবং বিস্কিট পাবেন কেজরীওয়াল৷ তবে এরই ফাঁকে নিজের আইনজীবীদের সঙ্গেও কথা বলার সুযোগ পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ তবে সন্ধে সাতটা থেকে তাঁকে জেলেই বন্দি থাকতে হবে৷ তবে জেলে থেকই টেলিভিশন দেখার সুযোগ পাবেন কেজরীওয়াল৷