Tag Archives: Underarms

Pigmentation of under arms : বাহুমূলে কালো দাগ লজ্জা ও অস্বস্তির কারণ? এই নিয়মগুলি মেনে গরমেও থাকুন দাগমুক্ত ও ফুরফুরে

শীত শেষে বসন্ত সমাগত৷ কদিন পরই হাজির হবে গ্রীষ্মকাল৷ গরমকালের সেরা ফ্যাশন স্লিভলেস৷ সে ব্লাউজ হোক, বা টপ, বা সালোয়ার কামিজ৷ কিন্তু এই কেতা মাঠে মারা যাবে যদি বাহুমূল অপরিষ্কার থাকে৷ পিগমেন্টেশন ত্বকের যে কোনও অংশে হতে পারে৷ কিন্তু বাহুমূলে হলে কেতাদুরস্ত পোশাক পরার ইচ্ছে দফারফা!( pigmentation of underarms)

ইনস্টাগ্রামে ত্বক বিশেষজ্ঞ ডক্টর সু লিখেছেন, ‘‘ত্বকে মেলানিন বা মেলানোসাইটিস বেশি থাকলে বাহুমূলে কাো ছোপ পড়ার প্রবণতা বেশি থাকে৷ তিনি আরও বলেছেন ত্বকে ডিওডোরান্ট সহ্য না হলে নানারকমের সংক্রমণ হতে পারে৷ তার ফলেও ত্বকের রং কালচে হয়ে পড়তে পারে৷ কাঠগড়ায় আছে রোম তোলার বিভিন্ন প্রক্রিয়াও৷ শেভিং, প্লাকিং বা ওয়্যাক্সিং-এর মতো প্রক্রিয়াতেও বাহুমূল কালো হয়ে যেতে পারে৷ কারণ এই প্রক্রিয়াগুলির জন্য নির্দিষ্ট অংশে ত্বকে মেলানিন বেশি উৎপন্ন হয়৷

এ ছাড়া এক্সফোলিয়েশন নিয়মিত না করার জন্যেও পিগমেন্টেশন প্রক্রিয়া বেড়ে যায়৷ এ জন্য দায়ী শরীরে হরমোনের ভারসাম্যের অভাব, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া-সহ একাধিক কারণ৷

আরও পড়ুন : আপনার রান্নাঘরে গ্যাসস্টোভ ঠিক আছে তো? বুঝবেন কী করে?

সমস্যা থেকে মুক্তির পথও জানিয়েছেন ত্বক বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, এই নিয়মগুলি পালন করলে বাহুমূলের ত্বক থাকবে দাগছোপহীন৷

 

View this post on Instagram

 

A post shared by Dr.Su ?‍⚕️ (@drsu.official)

ডিওডোরান্ট পরিবর্তন-

ডিও পরিবর্তন করে দেখা যেতে পারে ত্বক কীরকম থাকে৷ ত্বকে রাসায়নিকের বিক্রিয়া এক এক রকম হয়৷

শেভিং-

রেজার ব্যবহার করলে ত্বকে সংক্রমণ হয়৷ তাই শেভ করার সময় বেশি চাপ বা জোর দেওয়া উচিত নয়৷

আরও পড়ুন :  প্রাণিহত্যা নয়, এ বার মাংস পাওয়া যাবে বাতাস থেকেই!

সানস্ক্রিন-

শুধু গরমকাল নয়, সারা বছরই ব্যবহার করুন সানস্ক্রিন৷

ঢিলেঢালা পোশাক-

অতিরিক্ত চাপা পোশাক পরলে হাইপারপিগমেন্টেশন দেখা দিতে পারে৷ তাই গরমে কেতাদুরস্ত অথচ ঢিলেঢালা পোশাক পরুন৷

আরও পড়ুন : ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়

 

View this post on Instagram

 

A post shared by Dr.Su ?‍⚕️ (@drsu.official)

ফিটনেস-

দিনভর কাজের মধ্যে সক্রিয় থাকুন৷ তাই বাহুমূল দাগহীন রাখতে বজায় রাখুন ফিটনেস৷