Tag Archives: Vijay Deverakonda

Vijay Deverakonda: কথা রাখলেন বিজয় দেবরাকোন্ডা, নিজের খরচে ১০০ জন অনুরাগীকে মানালিতে ছুটি কাটাতে পাঠালেন

মুম্বই: অনুরাগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন বিজয় দেবরাকোন্ডা। বিশেষ উপহারে তাঁর ১০০ জন ভক্তকে পাঠালেন মানালিতে ছুটি কাটাতে। এই সফরের সব ব্যয়ই বহন করবেন তিনি। মানালির পথে উড়ানে বসে তাঁর উচ্ছ্বসিত ভক্তদের ভিডিও শেয়ার করেছেন তারকা। সেখানে দেখা যাচ্ছে অভিনেতার নামে হর্ষধ্বনি করছেন অনুরাগীরা। ভিডিও শেয়ার করে বিজয় লেখেন ভক্তদের আনন্দোচ্ছ্বল মুখ দেখে তাঁর খুবই ভাল লাগছে।

গত বছর বড়দিনে নিজের বাছাই করা একশো ভক্তকে নিজের খরচে ঘুরতে পাঠাবেন বলে কথা দিয়েছিলেন বিজয়। তাঁর সেই প্রতিশ্রুতি পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার পর সোশ্যাল মিডিয়াতেই চলে জায়গা বাছাই পর্ব এবং ফর্ম ফিল আপ। সেখান থেকেই তাঁর একশো ভক্তকে বেছে নেন অভিনেতা। নিজের এই অঙ্গীকার-উদ্যোগের নাম বিজয় দিয়েছিলেন ‘দেবরাসান্টা’।

 

আরও পড়ুন :  পিছু ছাড়ছেই না, তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে পাওয়া বিড়ালের নামকরণ করে দত্তকই নিলেন উদ্ধারকর্মী

 

গত পাঁচ বছর ধরে এভাবেই ভক্তদের ইচ্ছেপূরণ করছেন এই তারকা। তাঁর কীর্তিতে অভিভূত সোশ্যাল মিডিয়াও।

এখানে আসতে চাইনি, তাও…! ‘লাইগার’-এর ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে চোখে জল বিজয়ের

#মুম্বই: ‘অর্জুন রেড্ডি’ খ্যাত বিজয় দেবারকোন্ডার জন্যই ৭০ কোটি টাকা ব্যবসা করেছে ‘লাইগার’। কারণ তাঁর ভক্তের সংখ্যা গোটা ভারতব্যাপী। আর বিজয়ের ভক্তের দৌলতেই যেটুকু ব্যবসা। এ ছাড়া বেশ ক্ষতির মুখেই পড়েছেন ছবির নির্মাতারা। নেতিবাচক প্রতিক্রিয়ায় ভরে উঠেছে চারদিকে। আর এই ভাবে বলিউডে পা রাখার প্রথম সিঁড়িতেই মুখ থুবড়ে পড়ে মানসিক ভাবে যে বিধ্বস্ত নায়ক, তার প্রমাণ মিলল সম্প্রতি।

দক্ষিণ ভারতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে কান্নায় গলা ধরে এল বিজয়ের। সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (সিমা)-এর অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করার পর মাইকে ভাষণ দেওয়ার সময়ে তিনি ধরা গলায় বলেন, ”আমাদের সকলের জীবনেই ভাল দিন আসে, খারাপ দিনও আসে। কিন্তু সেখান থেকে উঠে দাঁড়াতে হয়। যা-ই অনুভব করি না কেন। আমি আসলে এখানে আসতে চাইনি। এই পুরস্কারও গ্রহণ করতে চাইনি। কিন্তু আপনাদের সকলের জন্য শেষমেশ এসে পৌঁছেছি। কথা আছি। আর একইসঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি, ভাল সিনেমা উপহার দেব সবাইকে। ধন্যবাদ আপনাদের। আর জয়ীদের আমার শুভেচ্ছা।”

এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজয়কে কাঁদতে দেখে ভক্তদের চোখেও জল। তাঁরা নায়কের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন: ‘পুষ্পা’ নায়িকার সঙ্গে সমুদ্রসৈকতে বিজয় দেবেরাকোন্ডা, মন ভাঙলেন জাহ্নবী-সারার!

২৫ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের আশা পূরণ করতে পারেনি। প্রথম দিন মিশ্র প্রতিক্রিয়া পায় বিজয়-অনন্যা পাণ্ডে অভিনীত ‘লাইগার’। কিন্তু, দ্বিতীয় দিন থেকে পুরী জগন্নাথ পরিচালিত ছবির দর্শক কমতে থাকে। তাঁদের মতামত, চিত্রনাট্য জোড়াল নয়।

আরও পড়ুন: খারাপ রেটিং তবুও বিজয়ের ফ্যানরা ‘লাইগার’-এর ঝুলিতে এনে দিল ৭০ কোটি টাকা

১০০ কোটির বাজেটে তৈরি হয়েছে এই ছবি। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, নিজের পারিশ্রমিক থেকে ছ’কোটি টাকাও ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন বিজয়। ‘লাইগার’-এর পরে, বিজয় ‘জন গণ মন’-এর জন্য পরিচালক পুরী জগন্নাথের সঙ্গেই আবার জুটি বাঁধছেন। তা ছাড়া সামান্থা রুথ প্রভুর সঙ্গে ‘কুশি’ ছবিতেও অভিনয় করেছেন বিজয়। যা মুক্তি পাবে খুব তাড়াতাড়ি।

‘পুষ্পা’ নায়িকার সঙ্গে সমুদ্রসৈকতে বিজয় দেবেরাকোন্ডা, মন ভাঙলেন জাহ্নবী-সারার!

#মুম্বই: একই দিনে বিমানবন্দরে দুই তারকা। মাঝে কেবল কয়েক মুহূর্তের তফাত। যে দু’জনের ‘বন্ধুত্ব’ নিয়ে বহু দিনের চর্চা চলছে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে। এবং এখন বলিউডেও। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা।

সম্প্রতি ‘লাইগার’ ছবিতে অনন্যা পাণ্ডের সঙ্গে অভিনয় করার পর বিজয় বলিউডেরও ‘হার্ট থ্রব’। অন্য দিকে রশ্মিকা হিন্দি ছবি ‘গুডবাই’-এর আগে থেকেই ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে পরিচিত। এই দুই তারকার রসায়ন নিয়ে অনেক আগে থেকেই নানা ধরনের কানাঘুষো চলছিল।

তারই মাঝে দেখা গেল, একই দিনে দু’জনে বিমানবন্দরে প্রবেশ করলেন। কিন্তু একসঙ্গে নয়। তখন থেকেই ভক্তদের সন্দেহ তাঁরা একসঙ্গে বেড়াতে গিয়েছেন মালদ্বীপে।

এর পর বিজয়-রশ্মিকা আলাদা আলাদা ভাবে ছবি পোস্ট করেন। কিন্তু একে অপরের সঙ্গে নয়।

তবে সম্প্রতি রশ্মিকার একটি ছবি দেখে ভক্তরা নিশ্চিত, বিজয়-রশ্মিকা একইসঙ্গে মালদ্বীপে গিয়েছেন। এক জন ভক্ত খেয়াল করেন, বিমানবন্দরে বিজয় যে রোদচশমাটি পরেছিলেন, রশ্মিকা সমুদ্রের ধারে সেই চশমাটি পরে বসেই ছবি তোলেন।

এ দিকে ‘কফি উইথ করণ’-এ জাহ্নবী কাপুর এবং সারা আলি খান জানিয়েছিলেন, তাঁদের দু’জনেই বিজয়কে পছন্দ। তবে কি দুই তারকার মন ভাঙলেন বিজয়?