Tag Archives: West Bengal bye election results 2024

West Bengal bye election results 2024: চার কেন্দ্রেই ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল! লোকসভার পর উপনির্বাচনেও বিপর্যয়ের মুখে বিজেপি?

কলকাতা: লোকসভা নির্বাচনে রাজ্যে বড়সড় ধাক্কা খেয়েছিল পদ্ম শিবির৷ লোকসভা ভোটের পর একমাস কাটতে না কাটতেই সম্ভবত আবারও রাজ্যে বড়সড় ধাক্কা খেতে চলেছে বিজেপি৷ রাজ্যে চার কেন্দ্রের উপনির্বাচনে প্রথম কয়েক রাউন্ড গণনার পর যা ইঙ্গিত, তাতে চার কেন্দ্রেই সম্ভবত জয়ের দিকে এগোচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷

চার কেন্দ্রেই তৃণমূলের ব্যবধান ক্রমাগত বাড়ছে৷ মানিকতলা কেন্দ্রে ছ রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের থেকে ২০৮১৮ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে৷  বাগদায় ষষ্ঠ রাউন্ডের শেষে ১১৭৮৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।

আরও পড়ুন: সামনেই অঙ্ক পরীক্ষা, ভয়ে আজব ফন্দি খুদে পড়ুয়ার! ফোন পেয়েই ছুটে গেল পুলিশ

রানাঘাট দক্ষিণ কেন্দ্রে পঞ্চম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী ১৩ হাজার ২০০ ভোটে এগিয়ে রয়েছেন৷ রায়গঞ্জ কেন্দ্রে চার রাউন্ডের গণনার পরই তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ২১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন৷

যে চার কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে মানিকতলা বাদে বাকি তিনটি কেন্দ্রেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি৷ লোকসভা নির্বাচনের ফলেও এই তিনটি কেন্দ্রে বিজেপিই এগিয়ে ছিল৷ মানিকতলাতেও তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান ছিল ৫ হাজারেরও কম৷ ফলে এই তিনটি কেন্দ্র হাতছাড়া হলে বিধানসভায় বিজেপির সংখ্যা আরও কমবে৷