বিপাকে তমান্না

Tamannaah Bhatia: ইডি-র জিজ্ঞাসাবাদের মুখে তমান্না! কোন মামলায় জড়িয়ে গেলেন নায়িকা, তুমুল বিতর্ক

গত বৃহস্পতিবার গুয়াহাটিতে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-র মুখোমুখি হয়েছেন অভিনেত্রী তমান্না ভাটিয়া। মহাদেব অনলাইন গেমিং এবং বেটিং অ্যাপ্লিকেশনের সহায়ক এক অ্যাপ্লিকেশনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ম্যাচগুলি অবৈধ ভাবে দেখার প্রচার করার অভিযোগ উঠেছিল অভিনেত্রীর বিরুদ্ধে। সেই কারণে তাঁকে ইডি তলব করেছিল ইডি।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ গুয়াহাটিতে ইডি দফতরে পৌঁছন তমান্না। সঙ্গে ছিলেন অভিনেত্রীর মা। অনেকক্ষণ পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফেয়ারপ্লে বেটিং অ্যাপে আইপিএল দেখার প্রচার করার অভিযোগ উঠেছিল অভিনেত্রীর বিরুদ্ধে। যার জেরে তলব করা হয়েছে তাঁকে।

মূলত ফেয়ারপ্লে হল একটি বেটিং এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। যেখানে একাধিক ধরনের খেলাধুলো এবং অবসর বিনোদন জুয়ার সুযোগ প্রদান করে। আর মহাদেব অনলাইন গেমিং অ্যাপের সহায়ক অ্যাপ্লিকেশন হল ফেয়ারপ্লে। এটি মূলত বিভিন্ন লাইভ গেমের ক্ষেত্রে বেআইনি বেটিংয়ের প্ল্যাটফর্ম প্রদান করে। আর এই লাইভ গেমগুলির মধ্যে অন্যতম হল – ক্রিকেট, পোকার, ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল কার্ড গেমস এবং চান্স গেমস।

বলে রাখা ভাল যে, গত বছর খবরের শিরোনামে উঠে এসেছিল মহাদেব বেটিং অ্যাপ। আসলে এই অ্যাপের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে। যার জেরে জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাঁদের ডেকে পাঠিয়েছিল। শুধু তা-ই নয়, ভিন্ন ভিন্ন সংস্থার একাধিক বেটিং এবং গেমিং অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জেরে বহু বলিউড তারকাকেই নজরদারির আওতায় আনা হয়েছিল।

২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর News18-এর প্রতিবেদনে বলা হয়েছিল যে, এই কেলেঙ্কারির জেরে নজরদারির আওতায় রাখা হয়েছিল ১৭ জন বলিউড তারকাকে। আগে ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে ছত্তিশগড়ে মুম্বই সাইবার সেলের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গ্রেফতার করেছিল সাহিল খানকে। তাঁর প্রি-অ্যারেস্ট বেইল বা জামিনের আবেদন প্রত্যাখ্যান করে বম্বে হাইকোর্ট। সাহিল খানের দাবি, তিনি শুধুমাত্র একজন ব্র্যান্ডের প্রচারক। চুক্তির আওতায় রয়েছেন তিনি। ওই প্ল্যাটফর্মের সঙ্গে তাঁর সরাসরি কোনও যোগাযোগ নেই।

২০২৩ সালের অক্টোবর মাসে মহাদেব বেটিং অ্যাপ মামলায় যোগ থাকার অভিযোগে তলব করেছিল ওই তদন্তকারী সংস্থা। ওই একই মাসে রণবীর কাপুরকেও ডেকে পাঠিয়েছিল ইডি। এদিকে আবার অ্যাপের প্রতিষ্ঠাতা সৌরভ চন্দ্রকর আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জেরে সমন পাঠানো হযেছিল কমেডি কিং কপিল শর্মাকেও। আবার অ্যাপের প্রচার করার জন্য অভিনেত্রী হুমা কুরেশি এবং হিনা খানকেও সমন পাঠানো হয়েছিল।