বিশ্বকাপের পর আবার বড় সাফল্য টিম ইন্ডিয়ার, ‘নতুন’ ক্যাপ্টেন পেয়ে গেল ভারত!

হারারে: টি-২০ বিশ্বকাপ জয়ের পর আরও একটি বড় সাফল্য ভারতীয় দলের নামের পাশে।

শুভমান গিলের নেতৃত্বে জিম্বাবােয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতল টিম ইন্ডিয়া। সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে যশস্বী জয়সওয়ালের ঝোড়ো ব্যাটিংয়ে ভারত ১০ উইকেটে জিতেছে।

৫ ম্যাচের এই সিরিজে এখনও একটি ম্যাচ বাকি। তাতেই ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। এদিন টস জিতে প্রথমে বোলিং করে ভারত। জিম্বাবোয়েকে ১৫২ রানে আটকে দেন ভারতীয় বোলাররা।

জিম্বাবোয়ের ওপেনাররা শুরুটা ভাল করলেও সফল হয়নি মিডল অর্ডার। দারুণ পারফরম্যান্স দেখা গেল ভারতীয় বোলারদের। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ৯৩* এবং শুভমান গিল ৫৮* করেন। একতরফা জয় পেল ভারত।

দুজনেই প্রথম উইকেটে ১৫৬ রান যোগ করেন। ২জনেই অপরাজিত থাকেন। যশস্বী ৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ১৩টি চার ও ২টি ছক্কা। গিল ৩৯ বলে অপরাজিত ৫৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। মাত্র ১৫.২ ওভারে এই ম্যাচ জিতে নেয় ভারত।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করেছিল জিম্বাবোয়ে। প্রথম উইকেটে ৬৩ রান যোগ করে ওপেনার ওয়েসলি মাধভেরে (২৫) ও মারুমণি (৩২)। এর পর জিম্বাবোয়ের ব্যাটিং ভেঙে পড়ে।

অধিনায়ক সিকান্দার রাজা ৪৬ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে খলিল আহমেদ ২ উইকেট নেন। তুষার দেশপান্ডে, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, শিবম দুবে ১টি করে উইকেট নেন।

আরও পড়ুন- টানা ২ ম্যাচ জিতেও দলে বদল! জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে কোন চমক দেবে ভারত

ভারত এই ম্যাচে ২৮ বল বাকি থাকতে ১০ উইকেটে জিতেছে। এছাড়া এই ম্যাচে যশস্বী এবং গিলের প্রথম উইকেটে ১৫৬ রানের অপরাজিত জুটি টি-টোয়েন্টিতে রান তাড়া করতে গিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এটি ভারতের দ্বিতীয় ১০ উইকেটের জয়। এর আগে ২০১৬ সালেও একই মাঠে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত। ওই ম্যাচে লক্ষ্য ছিল ১০০ রানের।

কোনও উইকেট না হারিয়ে দেড়শোর বেশি রান তাড়া করে সফল ম্যাচ-

পাকিস্তান বনাম ইংল্যান্ড, করাচি, ২০২২ (টার্গেট: ২০০)
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, হ্যামিল্টন, ২০১৬ (টার্গেট: ১৬৯)
ইংল্যান্ড বনাম ভারত, অ্যাডিলেড, ২০২২ (টার্গেট: ১৬৯)
ভারত বনাম জিম্বাবোয়ে, হারারে, ২০২৪ (টার্গেট: ১৫৩)
পাকিস্তান বনাম ভারত, দুবাই, ২০২১ (টার্গেট: ১৫২)