খেলা Rohit Sharma: অস্ট্রেলিয়া সফরে আগে জোর ধাক্কা ভারতের! অনিশ্চিত রোহিত শর্মা! কিন্তু কারণটা কী Gallery October 11, 2024 Bangla Digital Desk আগামী নভেম্বর থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। ৫ ম্যাচের সিরিজ চলবে নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত। অস্ট্রেলিয়ায় গিয়ে পরপর ৩ বার বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের হাতছানি ভারতের। এই সিরিজের ফলাফলের উপরই অনেকটা নির্ভর করবে ভারতীয় দল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে কিনা। কিন্তু সিরিজ শুরুর মাস দেড়েক আগেই জোর ধাক্কা লাগার মতন খবর ভারতীয় দলের জন্য। কারণ ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পুরো সিরিজ নাও পাওয়া যেতে পারে। সিরিজের প্রথম অথবা দ্বিতীয় টেস্ট নাও খেলতে পারেন রোহিত। এমনকী প্রথম দুটি টেস্ট না খেলার জল্পনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক বিসিসিআই কর্তা জানিয়েছেন,‘চিত্রটা এখনও পরিষ্কার নয়। তবে রোহিত বোর্ডের সঙ্গে কথা বলেছে যে, ব্যক্তিগত কারণে তাঁকে ছুটি নিতে হতে পারে। হয়তো প্রথম কিংবা দ্বিতীয় টেস্টে রোহিতকে নাও পাওয়া যেতে পারে। টেস্ট সিরিজের আগেই যদি সব ঠিক হয়ে যায়, সে ক্ষেত্রে পুরো সিরিজেই খেলবেন রোহিত।’ গত অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে রোহিত শর্মা কেন ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রসঙ্গত, ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই প্রথমবার ৫ ম্যাচের হতে চলেছে এই ঐতিহাসিক সিরিজ। বর্তমানে ট্রফি রয়েছে ভারতের দখলে। ২০১৪ সালের পর থেকে জিততে পারেনি অস্ট্রেলিয়া। যে সূচি সামনে এসেছে তা হল- প্রথম টেস্ট নভেম্বর ২২-২৬ (পার্থ), দ্বিতীয় টেস্ট ডিসেম্বর ৬-১০ (অ্যাডিলেড ওভাল,দিন রাতের টেস্ট), তৃতীয় টেস্ট ১৪-১৮ ডিসেম্বর ( গাব্বা, ব্রিসবেন), চতুর্থ টেস্ট ডিসেম্বর ২৬-৩০ (মেলবোর্ন), পঞ্চম টেস্ট ৩-৭ জানুয়ারি (সিডনি)।